পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাডিলেডের স্মৃতি ফিরিয়ে বেঙ্গালুরুতে আবার 'লজ্জা', 46 রানে শেষ টিম ইন্ডিয়া - INDIA VS NEW ZEALAND 1ST TEST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 46 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ যা ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর, সামগ্রিকভাবে তৃতীয় ৷

INDIA vs NEW ZEALAND 1st TEST
বেঙ্গালুরুতে লজ্জার নজির টিম ইন্ডিয়ার (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 17, 2024, 1:22 PM IST

Updated : Oct 17, 2024, 1:40 PM IST

বেঙ্গালুরু, 17 অক্টোবর: চার বছর আগে অস্ট্রেলিয়া সফরে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ফিরলেও সিরিজের প্রথম টেস্ট যেনতেন প্রকারে ভুলতে চান অনুরাগীরা ৷ কারণ অ্যাডিলেডে অজি বোলিং অ্যাটাকের সামনে সেবার মাত্র 36 রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের তারকাখচিত ব্য়াটিং লাইন-আপ ৷ সেই স্মৃতি বৃহস্পতিবার ফিরল ঘরের মাটিতে ৷ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 46 রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৷

বৃষ্টির কারণে প্রথমদিন গড়ায়নি একটি বল ৷ তবে দ্বিতীয়দিন খেলা শুরু হয় নির্দিষ্ট সময়েই ৷ যদিও টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ চিন্নাস্বামীর স্যাঁতসেঁতে উইকেটে আগুন ঝরাতে শুরু করেন ম্যাট হেনরি, উইলিয়াম ও'রুরকেরা ৷ শুভমন গিল একাদশে না-থাকায় তিনে ব্যাট করতে নামা বিরাট কোহলি-সহ ভারতের পাঁচ ব্যাটার এদিন ফেরেন শূন্য রানে ৷ যা ভারতের মাটিতে ভারতীয় দলের সঙ্গে এর আগে হয়েছিল মাত্র একবার ৷ 1999 মোহালি টেস্টে কিউয়িদেরই বিরুদ্ধে ভারতের পাঁচ ব্যাটার ফিরেছিলেন শূন্যে ৷ সামগ্রিকভাবে তৃতীয় সর্বনিম্ন হলেও ঘরের মাটিতে লাল বলের ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর ভারতীয় দলের ৷

এর আগে 1987 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টে 75 রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া ৷ এদিন সেই রেকর্ড ছাপিয়ে গেল দিনকয়েক আগে টেস্টে বাজবল খেলা রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ ঋষভ পন্ত 20 ও যশস্বী জয়সওয়াল 13 ছাড়া দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোনও ভারতীয় ব্য়াটার ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগে 34 রানে ছয় উইকেট হারিয়েছিল ভারতীয় দল ৷ বিরতির পর 12 রানে বাকি চার উইকেট হারায় হোম টিম ৷ সবমিলিয়ে 31.2 ওভারে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া ম্য়াট হেনরি নেন 5টি উইকেট, উইলিয়াম ও'রুরকে নেন 4টি ৷ রোহিত শর্মার উইকেট যায় টিম সাউদির ঝুলিতে ৷

  • টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন পাঁচ স্কোর:

36 বনাম অস্ট্রেলিয়া- অ্যাডিলেড (2020)

42 বনাম ইংল্যান্ড- লর্ডস (1974)

46 বনাম নিউজিল্যান্ড- বেঙ্গালুরু (2024)

58 বনাম অস্ট্রেলিয়া- ব্রিসবেন (1947)

58 বনাম ইংল্য়ান্ড- ম্যাঞ্চেস্টার (1952)

66 বনাম দক্ষিণ আফ্রিকা- ডারবান (1996)

Last Updated : Oct 17, 2024, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details