পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বুমরা-আকাশদীপের দাপট ! দেড়শোর আগেই গুটিয়ে গেল ‘দাঁতনখ’হীন টাইগাররা - India vs Bangladesh 1st Test - INDIA VS BANGLADESH 1ST TEST

India vs Bangladesh 1st Test: বোলাররা যতটা দাঁত-নখ বের করে ঝাপিয়েছিলেন, টাইগারদের ব্যাটাররা ততটাই ম্রিয়মাণ ৷ চিপকে 149 রানেই গুটিয়ে গেল ‘শান্ত অ্যান্ড কোং’ ৷

India vs Bangladesh
দেড়শোর আগেই গুটিয়ে গেল ‘দাঁতনখ’হীন টাইগাররা (IANS)

By ETV Bharat Sports Team

Published : Sep 20, 2024, 3:17 PM IST

Updated : Sep 20, 2024, 3:30 PM IST

চেন্নাই, 20 সেপ্টেম্বর: চিপকে প্রথম দিনটা যদিও বাংলাদেশ পেস ব্যাটারির হয়, দ্বিতীয় দিনটা ভারতীয় বোলিং লাইন-আপের ৷ জসপ্রীত বুমরা, আকাশদীপদের দাপটে 149 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ শাকিব আল হাসান (64 বলে 32 রান) বাদে কেউ 30 রানের গণ্ডিও টপকাতে পারলেন না ৷ ফলস্বরূপ ফল-অনের রান আগেই থামল টাইগারদের ইনিংস ৷

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের প্রথম ইনিংস 376 রানে শেষ হয়েছিল ৷ সেখান থেকে খেলাটা ধরলেন ভারতীয় বোলাররা ৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামা আকাশদীপ পরপর দু’বলে ফেরালেন জাকির হাসান, মমিনুল হককে ৷ বাংলাদেশ ব্যাটিং লাইন-আপে ধস নামানোর বাকি কাজটা করেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ৷ একশো পেরনোর আগেই 7 উইকেট হারিয়ে ধুঁকছিল পদ্মাপাড়ের দেশ ৷ শেষ পর্যন্ত শাকিবদের ইনিংস শেষ হল রানে ৷

প্রথম ওভারেই জসপ্রীত বুমরার শিকার হন ওপেনার শাদমান ইসলাম (2 রান) ৷ এরপর আকাশদীপ পরপর দু’উইকেট নিয়ে আরও চাপে ফেলে দেন বাংলাদেশের ব্যাটিংকে ৷ পেস ব্যাটারির দাপটে এদিন দাঁড়াতেই পারেননি বাংলাদেশ ব্যাটাররা ৷ 20 রানের গণ্ডি টপকেছেন মাত্র চার ব্যাটার ৷ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (30 বলে 20), শাকিব আল হাসান (64 বলে 32), লিটন দাস (42 বলে 22) ও শেষলগ্নে মেহেদি হাসান মিরাজ (52 বলে 27) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না ৷ ফলে টিমটিম করতে থাকা বাংলাদেশের ব্যাটিংয়ের আলো নিভল ভারতের স্কোরের থেকে 227 রান আগেই ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 20, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details