ETV Bharat / entertainment

'আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?' সঙ্গীতশিল্পীর গ্রেফতারে অরিজিৎ-শ্রেয়াকে তোপ কুণালের - KUNAL GHOSH ON SANJAY CHAKRABORTY

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী৷ কেন চুপ অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সোশাল মিডিয়ায় প্রশ্ন কুণালের ৷

Etv Bharat
অরিজিৎ-শ্রেয়াকে তোপ কুণাল ঘোষের (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 12:57 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী ৷ এমন ঘটনার সঙ্গে বাংলার সঙ্গীতশিল্পীর নাম যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ পাশাপাশি আরজি কর কাণ্ডে যাঁরা প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন তাঁদেরও আক্রমণ করেছেন কুণাল।

আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ৷ এবার কি সঞ্জয় চক্রবর্তীর কুকীর্তির জন্য তাঁরা সরব হবেন না? এক্স হ্যান্ডেলে সওয়াল কুণালের ৷ এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী কে মুম্বাইতে আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতনের অভিযোগ। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বইতে ছিলেন। 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত।"

এরপরেই অরিজিৎ-শ্রেয়ার দিকে প্রশ্নের আঙুল তোলেন তৃণমূল নেতা কুণাল ৷ তিনি লেখেন, "মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ... আর কবে...মুম্বই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে...আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?"

কুণাল তোপ দেগে বলেন, "বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন? আর কবে?" উল্লেখ্য, মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ গতকাল তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। সঞ্জয়কে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। এখন এই ঘটনায় সঙ্গীত জগতের শিল্পীরা প্রতিবাদ করেন কি না, মুখ খোলেন কি না তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী ৷ এমন ঘটনার সঙ্গে বাংলার সঙ্গীতশিল্পীর নাম যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ পাশাপাশি আরজি কর কাণ্ডে যাঁরা প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন তাঁদেরও আক্রমণ করেছেন কুণাল।

আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ৷ এবার কি সঞ্জয় চক্রবর্তীর কুকীর্তির জন্য তাঁরা সরব হবেন না? এক্স হ্যান্ডেলে সওয়াল কুণালের ৷ এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী কে মুম্বাইতে আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতনের অভিযোগ। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বইতে ছিলেন। 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত।"

এরপরেই অরিজিৎ-শ্রেয়ার দিকে প্রশ্নের আঙুল তোলেন তৃণমূল নেতা কুণাল ৷ তিনি লেখেন, "মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ... আর কবে...মুম্বই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে...আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী?"

কুণাল তোপ দেগে বলেন, "বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন? আর কবে?" উল্লেখ্য, মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ গতকাল তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। সঞ্জয়কে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বলে জানা গিয়েছে। এখন এই ঘটনায় সঙ্গীত জগতের শিল্পীরা প্রতিবাদ করেন কি না, মুখ খোলেন কি না তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.