ETV Bharat / international

ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ ! ইতিহাস গড়ে মসনদে বসতে তৈরি ভাবী প্রেসিডেন্ট - JOE BIDEN MEETS DONALD TRUMP

রীতি মেনে দেখা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী ও ভাবী প্রেসিডেন্ট ৷ জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প, দু’জনেই আশ্বস্ত করলেন, ক্ষমতার মসৃণ হস্তান্তর হবে ৷

Joe Biden meets Donald Trump
ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ (AP)
author img

By PTI

Published : Nov 14, 2024, 1:03 PM IST

ওয়াশিংটন, 13 নভেম্বর: 4 বছর পর হোয়াইট হাউজে ফিরছেন ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যকাল শুরু করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ রীতি মেনে বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন নির্বাচিত প্রেসিডেন্ট ৷ দুই রাষ্ট্রনেতা অঙ্গীকার করেন ক্ষমতার মসৃণ হস্তান্তরের ৷

আগামী বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন ৷ 4 বছর আগে তাঁর হাত থেকে ক্ষমতা পেয়েই মসনদে বসেছিলেন ডেমোক্রেটিক নেতা ৷ বাইডেন বলেন, ‘‘ট্রাম্পকে স্বাগত জানাই ৷ একটি মসৃণ উত্তরণের অপেক্ষায় রয়েছি ।’’ ট্রাম্প বলেন, ‘‘রাজনীতি কঠিন ৷ অনেক ক্ষেত্রেই সময়টাও ভালো নয় ৷ তবে এটি সুন্দর পৃথিবী, আমি এটির খুব প্রশংসা করি । এই রূপান্তরটি খুব মসৃণ।’’

হোয়াইট হাউজে এদিন প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পকে অভ্যর্থনা জানান ফার্স্ট লেডিও । জিল বাইডেন ট্রাম্পকে তাঁর স্ত্রী’র জন্য একটি হাতে লেখা অভিনন্দন পত্র দিয়েছেন ৷ হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জেফ জিয়েন্টস এবং পরবর্তী চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও বৈঠকে যোগ দেন ।

প্রেসিডেন্ট পদে ফিরে আসা ট্রাম্পের কাছে ইতিহাস গড়ার সামিল ৷ 127 বছর আগে গ্রোভার ক্লিভল্যান্ড দেশের 22তম এবং 24তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি 1885-1889 এবং পরে 1893-1897 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ মাঝে একটি নির্বাচনে জিততে পারেননি ৷ সেই ইতিহাস ফিরেছে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ৷ দেশের 45 ও 47তম প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান নেতা ৷

আরও পড়ুন

ওয়াশিংটন, 13 নভেম্বর: 4 বছর পর হোয়াইট হাউজে ফিরছেন ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যকাল শুরু করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ রীতি মেনে বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন নির্বাচিত প্রেসিডেন্ট ৷ দুই রাষ্ট্রনেতা অঙ্গীকার করেন ক্ষমতার মসৃণ হস্তান্তরের ৷

আগামী বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন ৷ 4 বছর আগে তাঁর হাত থেকে ক্ষমতা পেয়েই মসনদে বসেছিলেন ডেমোক্রেটিক নেতা ৷ বাইডেন বলেন, ‘‘ট্রাম্পকে স্বাগত জানাই ৷ একটি মসৃণ উত্তরণের অপেক্ষায় রয়েছি ।’’ ট্রাম্প বলেন, ‘‘রাজনীতি কঠিন ৷ অনেক ক্ষেত্রেই সময়টাও ভালো নয় ৷ তবে এটি সুন্দর পৃথিবী, আমি এটির খুব প্রশংসা করি । এই রূপান্তরটি খুব মসৃণ।’’

হোয়াইট হাউজে এদিন প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পকে অভ্যর্থনা জানান ফার্স্ট লেডিও । জিল বাইডেন ট্রাম্পকে তাঁর স্ত্রী’র জন্য একটি হাতে লেখা অভিনন্দন পত্র দিয়েছেন ৷ হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জেফ জিয়েন্টস এবং পরবর্তী চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও বৈঠকে যোগ দেন ।

প্রেসিডেন্ট পদে ফিরে আসা ট্রাম্পের কাছে ইতিহাস গড়ার সামিল ৷ 127 বছর আগে গ্রোভার ক্লিভল্যান্ড দেশের 22তম এবং 24তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি 1885-1889 এবং পরে 1893-1897 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ মাঝে একটি নির্বাচনে জিততে পারেননি ৷ সেই ইতিহাস ফিরেছে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ৷ দেশের 45 ও 47তম প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান নেতা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.