নয়াদিল্লি, 14 নভেম্বর: পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয় শিশু দিবস ৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে পালিত হয় এই দিনটি ৷ বৃহস্পতিবার তাঁর 135তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, "পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই ৷"
জওহরলাল নেহরুর জন্ম 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে । পরিচিত ছিলেন ‘চাচা নেহরু’ নামে ৷ কারণ, শিশুদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ৷ দেশে শিশু সুরক্ষা ও শিশু শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য । নেহরু বলেছিলেন, ‘‘আজকের শিশুরাই আগামীর ভারতবর্ষ গড়বে ৷’’
On the occasion of his birth anniversary, I pay homage to our former Prime Minister Pandit Jawaharlal Nehru.
— Narendra Modi (@narendramodi) November 14, 2024
রাষ্ট্রসংঘ 1954 সালে 20 নভেম্বরকে সর্বজনীন শিশু দিবস হিসাবে ঘোষণা করে ৷ ভারতেও প্রতি বছর ওই তারিখেই দিনটি পালন করা হত ৷ আট বছর পর, 1964 সালে পণ্ডিত নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতিক্রমে তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় । তারপর থেকে প্রতি বছর এই দিনেই পালিত হয় শিশুদিবস ৷
नमन 🙏🏽
— Congress (@INCIndia) November 14, 2024
📍 शांति वन pic.twitter.com/QwMdf4tlAL
এদিন নেহরুর সমাধিস্থল শান্তিবনে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি ৷ দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন দৌহিত্র রাহুল গান্ধিও ৷
आधुनिक भारत के जनक, संस्थानों के निर्माता, भारत के प्रथम प्रधानमंत्री पं. जवाहरलाल नेहरू जी को उनकी जयंती पर सादर नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2024
लोकतांत्रिक, प्रगतिशील, निडर, दूरदर्शी, समावेशी - 'हिंद के जवाहर' के यही मूल्य हमारे आदर्श और हिंदुस्तान के आधारस्तम्भ हैं और हमेशा रहेंगे। pic.twitter.com/aslU4F6GXl
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মবার্ষিকীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক্সে লিখেছেন, ‘‘ভারতকে শূন্য থেকে চূড়ায় নিয়ে গিয়েছিলেন ৷ আধুনিক ভারতের স্থপতি, যিনি ভারতকে বৈজ্ঞানিক, অর্থনৈতিক, শিল্প ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নশীল করেছেন ৷ যিনি ক্রমাগত দেশকে 'বৈচিত্রের মধ্যে ঐক্য'র বার্তা দিয়েছেন, গণতন্ত্রের নির্ভীক অভিভাবক এবং আমাদের অনুপ্রেরণার উৎসের 135তম জন্মবার্ষিকীতে, স্মরণ করছি ।’’ নেহরুর লেখা ‘দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইটি থেকে একটি অংশও শেয়ার করেছেন খাড়গে ৷
“एकता मन और हृदय की होनी चाहिए, एक साथ रहने की भावना होनी चाहिए…”
— Mallikarjun Kharge (@kharge) November 14, 2024
~ पंडित जवाहरलाल नेहरू
भारत को शून्य से शिखर तक पहुँचाने वाले, आधुनिक भारत के शिल्पकार, भारत को वैज्ञानिक, आर्थिक, औद्योगिक व विभिन्न क्षेत्रों में विकासशील बनाने वाले, देश को निरंतर ‘विविधता में एकता’ का संदेश… pic.twitter.com/ThvWoQzqSu