ETV Bharat / state

আবাসে নেই সততা ! প্রাণের ঝুঁকি নিয়ে কুঁড়ে ঘরে ছাগলের সঙ্গে বাস দিনমজুর পরিবারের - AWAS YOJANA

আবাস যোজনা থেকে বঞ্চিত ! ছাগলছানাদের নিয়ে জীবন বাজি রেখে কোনওকরকমে কুঁড়ে ঘরে দিন গুজরান কাঁকসার বিদবিহারের দিনমজুর দম্পতির ৷

Awas Yojana
আবাস যোজনার ঘর না-পাওয়ার অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 12:30 PM IST

দুর্গাপুর, 14 নভেম্বর: খড়ের ছাউনি ৷ তার উপর প্লাস্টিক চাপানো ৷ তাতে অজস্র ফুটো ৷ নড়বড়ে মাটির দেওয়ালে খুঁটির ঠেকনা দেওয়া ৷ পাননি কেন্দ্র বা রাজ্যের আবাস যোজনার ঘর ৷ অগত্যা সন্তানদের সঙ্গে জীবন হাতে করে কুঁড়ে ঘরে বাস দম্পতির ৷ তাঁদের সঙ্গে ওই ঘরেই থাকে ছাগলছানারাও ।

অভিযোগ, আবাসের তালিকায় নেই সততা ৷ সেই কারণে তালিকায় নাম না থাকায় দম্পতির এই হাল ৷ বাগদি পরিবারের করুণ জীবনযাত্রার ছবি ধরা পড়েছে কাঁকসার বিদবিহারে । দ্রুত ওই ব্যক্তির নাম আবাস তালিকায় তোলা না হলে পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । ঘটনাটি শোনার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের ।

কুঁড়ে ঘরে ছাগলের সঙ্গে বাস বাগদি পরিবারের (ইটিভি ভারত)

এর আগে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা থেকেও এই পরিবার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ ৷ এবার আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার ৷ বাংলা আবাস যোজনা নামে গরিবদের বাড়ি করার জন্য এই টাকা দেওয়া হবে ৷ তাতেই বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির অভিযোগ সামনে আসছে ৷ এবার পশ্চিম বর্ধমান জেলায়ও একই ছবি দেখা গেল ৷

Awas Yojana
ঘরের বেহাল দশা (নিজস্ব ছবি)

বাগদি পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আবাস তালিকায় রয়েছে প্রভাবশালীদের থেকে শুরু করে বিত্তবানদের নাম ৷ কিন্তু সেই তালিকা থেকে সত্যিকারের যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে একজন হলেন কাঁকসার বিদবিহারের শিবপুর বাগান পাড়ার বাসিন্দা হিরু বাগদি ৷ বাড়িতে রয়েছে তাঁর দুই সন্তান ও স্ত্রী । দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালান তিনি । হিরু বাগদির দাবি, আবাসের পাকা বাড়ির জন্য একাধিকবার আবেদন করেছেন তিনি । তবু এবারে বাংলা আবাস যোজনার তালিকায়ও নাম নেই তাঁর ।

Awas Yojana
ছাগল নিয়ে কোনওরকমে দিন গুজরান ঘরে (নিজস্ব ছবি)

হিরু বাগদির বাড়ির বেহাল দশা ৷ নিচু বাড়ি ৷ বৃষ্টি হলেই জল জমে যায় ৷ সেসময় অন্যত্র গিয়ে আশ্রয় নিতে হয় পরিবারকে ৷ ঝড়ে ঘর দোলে ৷ যখন তখন বাড়ি ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা । সেই আশঙ্কাতেই প্রহর গুনছে পরিবার ।

হিরু বাগদি বলেন,"বাড়ি করার মতো সামর্থ্য নেই । তাই কোনওরকমে এই কুঁড়ে ঘরেই দিন কাটাচ্ছি । আমাদের সঙ্গে ছাগলগুলোও থাকে । ঝড় হলেই ঘর এমন নড়ে মনে হয় ভেঙে চাপা পড়ে যাবে । তাই আমি আবাস যোজনায় যাতে একটি পাকা বাড়ি পাই তার আবেদন করেছিলাম । এবারের তালিকায়ও দেখি আমার নাম নেই ৷ এলাকার যাঁদের পাকা বাড়ি রয়েছে, যাঁরা প্রভাবশালী, তাঁদেরই নাম রয়েছে । আমাদের মতো অসহায় মানুষদের নাম নেই আবাসের তালিকায় । চরম আতঙ্কের মধ্যেই আমরা রাত কাটাই । সরকারের কাছে আমার আর্জি, আমাকে একটা ঘর দেওয়া হোক ।"

Awas Yojana
ঘরের দেওয়াল যেকোনও সময় ভেঙে পড়তে পারে (নিজস্ব ছবি)

এই ঘটনায় প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিডিও অফিস থেকে যাঁরা সমীক্ষা করছেন তাঁরা দ্রুত এই অসহায় হারু বাগদির নাম আবাসের তালিকায় না তুললে, আমরা আন্দোলনে নামব । বিডিও আর পঞ্চায়েত কার্যালয়, একসঙ্গে ঘেরাও করা হবে । কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, আর বাংলার সরকার এই নিয়ে দুর্নীতি করবে ৷ ছেড়ে কথা বলা হবে না ।"

Awas Yojana
প্রাণের ঝুঁকি নিয়ে কুঁড়ে ঘরে থাকেন দম্পতি (নিজস্ব ছবি)

পালটা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন, "বিরোধীদের বিরোধিতা করাই কাজ । কিন্তু আমাদের চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা হয়নি । রাজ্য সরকার যোগ্যদের আবাসের বাড়ি দেওয়ার জন্য চূড়ান্ত সমীক্ষা করছে ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে । বিদবিহারের হারু বাগদিও যাতে আবাসের বাড়ি পায় সেদিকেও ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

দুর্গাপুর, 14 নভেম্বর: খড়ের ছাউনি ৷ তার উপর প্লাস্টিক চাপানো ৷ তাতে অজস্র ফুটো ৷ নড়বড়ে মাটির দেওয়ালে খুঁটির ঠেকনা দেওয়া ৷ পাননি কেন্দ্র বা রাজ্যের আবাস যোজনার ঘর ৷ অগত্যা সন্তানদের সঙ্গে জীবন হাতে করে কুঁড়ে ঘরে বাস দম্পতির ৷ তাঁদের সঙ্গে ওই ঘরেই থাকে ছাগলছানারাও ।

অভিযোগ, আবাসের তালিকায় নেই সততা ৷ সেই কারণে তালিকায় নাম না থাকায় দম্পতির এই হাল ৷ বাগদি পরিবারের করুণ জীবনযাত্রার ছবি ধরা পড়েছে কাঁকসার বিদবিহারে । দ্রুত ওই ব্যক্তির নাম আবাস তালিকায় তোলা না হলে পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । ঘটনাটি শোনার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের ।

কুঁড়ে ঘরে ছাগলের সঙ্গে বাস বাগদি পরিবারের (ইটিভি ভারত)

এর আগে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা থেকেও এই পরিবার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ ৷ এবার আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার ৷ বাংলা আবাস যোজনা নামে গরিবদের বাড়ি করার জন্য এই টাকা দেওয়া হবে ৷ তাতেই বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির অভিযোগ সামনে আসছে ৷ এবার পশ্চিম বর্ধমান জেলায়ও একই ছবি দেখা গেল ৷

Awas Yojana
ঘরের বেহাল দশা (নিজস্ব ছবি)

বাগদি পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আবাস তালিকায় রয়েছে প্রভাবশালীদের থেকে শুরু করে বিত্তবানদের নাম ৷ কিন্তু সেই তালিকা থেকে সত্যিকারের যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন বলে অভিযোগ ৷ তাঁদের মধ্যে একজন হলেন কাঁকসার বিদবিহারের শিবপুর বাগান পাড়ার বাসিন্দা হিরু বাগদি ৷ বাড়িতে রয়েছে তাঁর দুই সন্তান ও স্ত্রী । দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালান তিনি । হিরু বাগদির দাবি, আবাসের পাকা বাড়ির জন্য একাধিকবার আবেদন করেছেন তিনি । তবু এবারে বাংলা আবাস যোজনার তালিকায়ও নাম নেই তাঁর ।

Awas Yojana
ছাগল নিয়ে কোনওরকমে দিন গুজরান ঘরে (নিজস্ব ছবি)

হিরু বাগদির বাড়ির বেহাল দশা ৷ নিচু বাড়ি ৷ বৃষ্টি হলেই জল জমে যায় ৷ সেসময় অন্যত্র গিয়ে আশ্রয় নিতে হয় পরিবারকে ৷ ঝড়ে ঘর দোলে ৷ যখন তখন বাড়ি ভেঙে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা । সেই আশঙ্কাতেই প্রহর গুনছে পরিবার ।

হিরু বাগদি বলেন,"বাড়ি করার মতো সামর্থ্য নেই । তাই কোনওরকমে এই কুঁড়ে ঘরেই দিন কাটাচ্ছি । আমাদের সঙ্গে ছাগলগুলোও থাকে । ঝড় হলেই ঘর এমন নড়ে মনে হয় ভেঙে চাপা পড়ে যাবে । তাই আমি আবাস যোজনায় যাতে একটি পাকা বাড়ি পাই তার আবেদন করেছিলাম । এবারের তালিকায়ও দেখি আমার নাম নেই ৷ এলাকার যাঁদের পাকা বাড়ি রয়েছে, যাঁরা প্রভাবশালী, তাঁদেরই নাম রয়েছে । আমাদের মতো অসহায় মানুষদের নাম নেই আবাসের তালিকায় । চরম আতঙ্কের মধ্যেই আমরা রাত কাটাই । সরকারের কাছে আমার আর্জি, আমাকে একটা ঘর দেওয়া হোক ।"

Awas Yojana
ঘরের দেওয়াল যেকোনও সময় ভেঙে পড়তে পারে (নিজস্ব ছবি)

এই ঘটনায় প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিডিও অফিস থেকে যাঁরা সমীক্ষা করছেন তাঁরা দ্রুত এই অসহায় হারু বাগদির নাম আবাসের তালিকায় না তুললে, আমরা আন্দোলনে নামব । বিডিও আর পঞ্চায়েত কার্যালয়, একসঙ্গে ঘেরাও করা হবে । কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, আর বাংলার সরকার এই নিয়ে দুর্নীতি করবে ৷ ছেড়ে কথা বলা হবে না ।"

Awas Yojana
প্রাণের ঝুঁকি নিয়ে কুঁড়ে ঘরে থাকেন দম্পতি (নিজস্ব ছবি)

পালটা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন, "বিরোধীদের বিরোধিতা করাই কাজ । কিন্তু আমাদের চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা হয়নি । রাজ্য সরকার যোগ্যদের আবাসের বাড়ি দেওয়ার জন্য চূড়ান্ত সমীক্ষা করছে ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে । বিদবিহারের হারু বাগদিও যাতে আবাসের বাড়ি পায় সেদিকেও ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.