ETV Bharat / sports

কার্লসেনকে রুখলেও নদিরবেকের কাছে হার প্রজ্ঞানন্দর - TATA STEEL CHESS INDIA

কলকাতায় টাটা স্টিল চেজ ইন্ডিয়ায় প্রথমদিনের শেষে শীর্ষে নদিরবেক আব্দুসাত্তরভ ৷ দ্বিতীয়স্থানে কার্লসেন ড্র করলেন আর প্রজ্ঞানন্দর বিরুদ্ধে ৷

TATA STEEL CHESS INDIA
প্রজ্ঞানন্দ বনাম কার্লসেন (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 8:51 AM IST

কলকাতা, 14 নভেম্বর: কেরিয়ারে এক নয়, একাধিকবার তাঁর কাছে ধরাশায়ী হতে হয়েছে ম্য়াগনাস কার্লসেনকে ৷ যার শেষটা এসেছিল চলতি বছরেরই মে মাসে ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে তাঁর দেশেই প্রথমবার ক্লাসিক্যাল দাবায় সেবার পরাস্ত করেছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ কলকাতায় বুধবার টাটা স্টিল চেজ ইন্ডিয়ার উদ্বোধনের দিনেও 'টক অফ দ্য টাউন' ছিল প্রজ্ঞানন্দ বনাম কার্লসেন লড়াই ৷ ব়্যাপিড রাউন্ডের সেই ম্যাচে দাবার অবিসংবাদী নায়ক কার্লসেন আটকে গেলেন ভারতের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর কাছে ৷

বুধবার 'সিটি অফ জয়'-এ বিশ্বনাথন আনন্দের শিষ্যের চ্যালেঞ্জ টপকাতে পারলেন না নরওয়ের সুপার গ্র্যান্ডমাস্টার। শহরে টাটা স্টিল চেজ ইন্ডিয়ার প্রথমদিনের শেষে শীর্ষে রয়েছেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নদিরবেক আব্দুসাত্তরভ। যদিও আকর্ষণের ভরকেন্দ্রে ছিলেন সেই কার্লসেন ৷ দিনের তৃতীয় ম্য়াচে শেষমেশ ছন্দে ধরা দেন নরওয়ে তারকা ৷ প্রথম ম্য়াচে প্রজ্ঞানন্দর পর দ্বিতীয় ম্যাচে এদিন আরেক ভারতীয় গ্র্য়ান্ডমাস্টার নিহাল সারিনের কাছেও আটকে যান কার্লসেন ৷

প্রথম দু'ম্যাচে জয় হাতছাড়া করে তৃতীয় ম্য়াচে মন্থর শুরু করেন পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন ৷ ভিদিথ গুজরাতি 'বার্লিন ডিফেন্স' বেছে নিলে আক্রমণাত্মক কার্লসেনের ম্য়াচ জয়ে সুবিধে হয় ৷ জয়ের ফলে দিনের শেষ 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নরওয়ে কিংবদন্তি ৷ প্রথমদিনের শেষে কার্লসেনের সঙ্গে একই পয়েন্টে দাঁড়িয়ে ওয়েসলে সো এবং ভারতের এসএল নারায়ণ ৷ 1.5 পয়েন্ট নিয়ে ভারতের অর্জুন এরিগাইসি ও নিহাল সারিন তৃতীয়স্থানে রয়েছেন। তার ঠিক পরেই 1 পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন প্রজ্ঞানানন্দ।

কার্লসেনের বিরুদ্ধে ড্র করলেও শীর্ষে থাকা আব্দুসাত্তরভের কাছে এদিন হারতে হয় প্রজ্ঞানন্দকে ৷ চেন্নাই গ্র্যান্ডমাস্টারের পাশাপাশি জার্মানির ভিনসেন্ট কেইমারকে হারিয়ে প্রথমদিনের শেষে 2.5 পয়েন্ট উজবেক দাবাড়ুর ঝুলিতে ৷ মেয়েদের বিভাগে 2 পয়েন্ট নিয়ে ভারতের বন্তিকা আগরওয়ালের সঙ্গে শীর্ষে রয়েছেন আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ও কাটেরিনা লাগনো। কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখ ও হারিকা দ্রোনাভালি 1.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। এক পয়েন্ট প্রজ্ঞানন্দর দিদি রমেশবাবু বৈশালীর ঝুলিতে ৷

কলকাতা, 14 নভেম্বর: কেরিয়ারে এক নয়, একাধিকবার তাঁর কাছে ধরাশায়ী হতে হয়েছে ম্য়াগনাস কার্লসেনকে ৷ যার শেষটা এসেছিল চলতি বছরেরই মে মাসে ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে তাঁর দেশেই প্রথমবার ক্লাসিক্যাল দাবায় সেবার পরাস্ত করেছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ কলকাতায় বুধবার টাটা স্টিল চেজ ইন্ডিয়ার উদ্বোধনের দিনেও 'টক অফ দ্য টাউন' ছিল প্রজ্ঞানন্দ বনাম কার্লসেন লড়াই ৷ ব়্যাপিড রাউন্ডের সেই ম্যাচে দাবার অবিসংবাদী নায়ক কার্লসেন আটকে গেলেন ভারতের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর কাছে ৷

বুধবার 'সিটি অফ জয়'-এ বিশ্বনাথন আনন্দের শিষ্যের চ্যালেঞ্জ টপকাতে পারলেন না নরওয়ের সুপার গ্র্যান্ডমাস্টার। শহরে টাটা স্টিল চেজ ইন্ডিয়ার প্রথমদিনের শেষে শীর্ষে রয়েছেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নদিরবেক আব্দুসাত্তরভ। যদিও আকর্ষণের ভরকেন্দ্রে ছিলেন সেই কার্লসেন ৷ দিনের তৃতীয় ম্য়াচে শেষমেশ ছন্দে ধরা দেন নরওয়ে তারকা ৷ প্রথম ম্য়াচে প্রজ্ঞানন্দর পর দ্বিতীয় ম্যাচে এদিন আরেক ভারতীয় গ্র্য়ান্ডমাস্টার নিহাল সারিনের কাছেও আটকে যান কার্লসেন ৷

প্রথম দু'ম্যাচে জয় হাতছাড়া করে তৃতীয় ম্য়াচে মন্থর শুরু করেন পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়ন ৷ ভিদিথ গুজরাতি 'বার্লিন ডিফেন্স' বেছে নিলে আক্রমণাত্মক কার্লসেনের ম্য়াচ জয়ে সুবিধে হয় ৷ জয়ের ফলে দিনের শেষ 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নরওয়ে কিংবদন্তি ৷ প্রথমদিনের শেষে কার্লসেনের সঙ্গে একই পয়েন্টে দাঁড়িয়ে ওয়েসলে সো এবং ভারতের এসএল নারায়ণ ৷ 1.5 পয়েন্ট নিয়ে ভারতের অর্জুন এরিগাইসি ও নিহাল সারিন তৃতীয়স্থানে রয়েছেন। তার ঠিক পরেই 1 পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন প্রজ্ঞানানন্দ।

কার্লসেনের বিরুদ্ধে ড্র করলেও শীর্ষে থাকা আব্দুসাত্তরভের কাছে এদিন হারতে হয় প্রজ্ঞানন্দকে ৷ চেন্নাই গ্র্যান্ডমাস্টারের পাশাপাশি জার্মানির ভিনসেন্ট কেইমারকে হারিয়ে প্রথমদিনের শেষে 2.5 পয়েন্ট উজবেক দাবাড়ুর ঝুলিতে ৷ মেয়েদের বিভাগে 2 পয়েন্ট নিয়ে ভারতের বন্তিকা আগরওয়ালের সঙ্গে শীর্ষে রয়েছেন আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ও কাটেরিনা লাগনো। কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখ ও হারিকা দ্রোনাভালি 1.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। এক পয়েন্ট প্রজ্ঞানন্দর দিদি রমেশবাবু বৈশালীর ঝুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.