ETV Bharat / entertainment

'আমি আসছি, দেখা হবে' ! ভ্যালেন্টাইনস্ ডে'র আগে শহরে সোনু নিগম - SONU NIGAM IN KOLKATA

গানে গানে ভালোবাসার উষ্ণতা ছড়াতে শহরে আসছেন সোনু নিগম ৷ ব্যাক পেইনকে দূরে সরিয়ে ফের একবার মঞ্চ মাতাতে প্রস্তুত 'কাল হো না হো' গায়ক ৷

Etv Bharat
কলকাতায় আসছেন সোনু নিগম (Pr handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 6, 2025, 12:12 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সামনেই ভালোবাসার সপ্তাহ । তার আগেই শহরে আসছেন সোনু নিগম। শহরবাসীকে ভালোবাসার গানে ভোলাবেন তিনি। রোমান্টিক কণ্ঠের বাদশা সোনু নিগম আসছেন অ্যাকুয়াটিকায়। আয়োজনে 'বেঙ্গল ওয়েব সলিউশন ও হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড'।

সংস্থার পক্ষে প্রশান্ত সরকার জানান, "এরকম খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে কলকাতায় হয়েছে বলে জানা নেই। এখনও পর্যন্ত যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি ভক্তদের থেকে। আরও কিছুদিন বাকি। আশা করছি ভালো দর্শক হবে।" আরেক আয়োজক সংস্থা হোয়াইট লাইট ক্রিয়েশনসের আবীরা বন্দ্যোপাধ্যায় বলেন, "শহর কলকাতার শ্রোতারা ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হালকা শীতের আমেজ গায়ে মেখে সোনু তাঁর সুরের জাদুর জাল বুনবেন।"

আর যিনি শহরবাসীর মন ভোলাতে আসছেন তিনি সেই স্বয়ং সোনু নিগম স্পষ্ট বাংলা ভাষায় বললেন, "এবার আপনাদের ডাকে আমি আসছি 9 ফেব্রুয়ারি অ্যাকুয়াটিকায়, দেখা হবে।" কিছুদিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম ৷ কোনও রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কনসার্ট থেকে বেরিয়ে আসেন তিনি ৷ পিঠের ব্যথায় তিনি কাবু হয়ে পড়েছিলেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় ৷

'ব্যাক পেইন' কতটা গুরুতর সেই যন্ত্রণার মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন সোনু। ভিডিয়োতে গায়ককে বলতে শোনা যায়, জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে ৷ মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে ৷ স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। কোনওভাবে সামলে উঠতে পেরেছি এবং অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফর্মেন্স ভালো ছিল ৷"

নব্বইয়ের দশক থেকে সমসাময়িক হিন্দি, বাংলা গান-সহ অন্যান্য ভারতীয় ভাষার গানে সকলের মন ভরাতে আসছেন তিনি। অনু মালিক, যতীন- ললিত, আনন্দ-মিলিন্দ, এআর.রহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় সহ আরও অনেক সঙ্গীত পরিচালকের জীবনের বেশ কিছু সেরা গানের কণ্ঠশিল্পী সোনু নিগম। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। মহম্মদ রফির অনুরাগী সোনুকে তাঁর যথার্থ উত্তরসূরী বলা যায়।

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সামনেই ভালোবাসার সপ্তাহ । তার আগেই শহরে আসছেন সোনু নিগম। শহরবাসীকে ভালোবাসার গানে ভোলাবেন তিনি। রোমান্টিক কণ্ঠের বাদশা সোনু নিগম আসছেন অ্যাকুয়াটিকায়। আয়োজনে 'বেঙ্গল ওয়েব সলিউশন ও হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড'।

সংস্থার পক্ষে প্রশান্ত সরকার জানান, "এরকম খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে কলকাতায় হয়েছে বলে জানা নেই। এখনও পর্যন্ত যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি ভক্তদের থেকে। আরও কিছুদিন বাকি। আশা করছি ভালো দর্শক হবে।" আরেক আয়োজক সংস্থা হোয়াইট লাইট ক্রিয়েশনসের আবীরা বন্দ্যোপাধ্যায় বলেন, "শহর কলকাতার শ্রোতারা ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হালকা শীতের আমেজ গায়ে মেখে সোনু তাঁর সুরের জাদুর জাল বুনবেন।"

আর যিনি শহরবাসীর মন ভোলাতে আসছেন তিনি সেই স্বয়ং সোনু নিগম স্পষ্ট বাংলা ভাষায় বললেন, "এবার আপনাদের ডাকে আমি আসছি 9 ফেব্রুয়ারি অ্যাকুয়াটিকায়, দেখা হবে।" কিছুদিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সোনু নিগম ৷ কোনও রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কনসার্ট থেকে বেরিয়ে আসেন তিনি ৷ পিঠের ব্যথায় তিনি কাবু হয়ে পড়েছিলেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় ৷

'ব্যাক পেইন' কতটা গুরুতর সেই যন্ত্রণার মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন সোনু। ভিডিয়োতে গায়ককে বলতে শোনা যায়, জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে ৷ মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে ৷ স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। কোনওভাবে সামলে উঠতে পেরেছি এবং অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফর্মেন্স ভালো ছিল ৷"

নব্বইয়ের দশক থেকে সমসাময়িক হিন্দি, বাংলা গান-সহ অন্যান্য ভারতীয় ভাষার গানে সকলের মন ভরাতে আসছেন তিনি। অনু মালিক, যতীন- ললিত, আনন্দ-মিলিন্দ, এআর.রহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় সহ আরও অনেক সঙ্গীত পরিচালকের জীবনের বেশ কিছু সেরা গানের কণ্ঠশিল্পী সোনু নিগম। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। মহম্মদ রফির অনুরাগী সোনুকে তাঁর যথার্থ উত্তরসূরী বলা যায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.