ETV Bharat / business

2030 সালের মধ্যে বঙ্গে 1 লক্ষ কোটির লগ্নি, 1 লাখ কর্মসংস্থান ! ঘোষণা আম্বানির - BGBS 2025

মুকেশ আম্বানির এই ঘোষণা বাস্তবায়িত হলে 2030 সালের মধ্যে বাংলায় 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে ৷

BGBS 2025
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে 2030 সালের মধ্যে বঙ্গে 1 লক্ষ কোটির লগ্নির ঘোষণা মুকেশ অম্বানির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 11:06 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: নিউটাউনে বুধবার থেকে শুরু হয়েছে দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই 91 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলা ৷ আরপিএসজি গ্রুপ, আইটিসি গ্রুপ, অম্বুজা নেওটিয়া গ্রুপ, জিন্দাল গ্রুপ, ইমামি গ্রুপের পাশাপাশি পশ্চিমবঙ্গে বড় লগ্নির প্রস্তাব দিয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স গ্রুপ৷

অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এ রাজ্যে তাঁর লগ্নির অঙ্ক দ্বিগুণ করার ঘোষমা করেছেন ৷ রিলায়েন্স ইতিমধ্যেই বাংলায় 50,000 কোটি টাকার বিনিয়োগ করেছে এবং দশ বছরে আরও 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানির এই ঘোষণা বাস্তবায়িত হলে 2030 সালের মধ্যে বাংলায় 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গ অর্থনৈতিক উন্নয়নের নিরিখে ধারাবাহিকভাবে দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি৷ বাংলার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP 2024-25 সালে 18.79 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। উৎপাদন, তথ্যপ্রযুক্তি, সিমেন্ট, চামড়া, লৌহ-ইস্পাত, বস্ত্র-সহ একাধিক শিল্পের কেন্দ্রস্থল এই রাজ্য ৷ গ্লোবাল সামিট ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পূর্ব ভারতের বৃহত্তম অর্থনীতি হিসেবে, পশ্চিমবঙ্গ নিট মূল্য সংযোজনের নিরিখে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য।

বাংলার জন্য মুকেশ আম্বানির ঘোষণা:

  • ডিসেম্বর, 2025-এর মধ্যে বেঙ্গল সিলিকন ভ্যালিতে Jio AI রেডি ডেটা সেন্টারের সঙ্গে পশ্চিমঙ্গের ডিজিটাল পরিকাঠামোতে বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপে৷
  • মার্চ, 2026-এর মধ্যে দিঘা, পূর্ব মেদিনীপুরে ডেটা কেবল ল্যান্ডিং প্রকল্পের কাজ শুরুর ইঙ্গিত ।
  • 2026 সালের মধ্যে পশ্চিমঙ্গে রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা 1300 থেকে 1700 করা হবে ।
  • পশ্চিমঙ্গকে সবুজ শক্তি রূপান্তরে সাহায্য করবে রিলায়েন্স গ্রুপ ।
  • রাজ্যে কারিগর অর্থনীতির সুবিধার্থে স্বদেশ পোর্টালের মাধ্যমে রিলায়েন্স-নেতৃত্বাধীন ডিস্ট্রিবিউশন চেইন কাজ করবে ।
  • কালীঘাট সংস্কার প্রকল্পে বিনিয়োগ রিলায়েন্স গ্রুপের ।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে বাংলায় কত টাকার লগ্নি আসবে, এখন সেই দিকেই নজর রয়েছে সকলের৷ সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনার মূল বিষয় হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প৷ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কাদের বিনিয়োগ সংক্রান্ত ঘোষণার দিকে আজও নজর থাকবে সকলের ৷

আরও পড়ুন
প্রথম দিনেই লক্ষীলাভ ! 91 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব শিল্প সম্মেলনে
ভাবি প্রজন্মের 'আগামী' সুরক্ষিত করতেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বললেন মমতা
কর-শুল্ক বাবদ কেন্দ্র থেকে বঙ্গের প্রাপ্তি কতটা? রইল 10 অর্থবর্ষের হিসেব

কলকাতা, 6 ফেব্রুয়ারি: নিউটাউনে বুধবার থেকে শুরু হয়েছে দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই 91 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলা ৷ আরপিএসজি গ্রুপ, আইটিসি গ্রুপ, অম্বুজা নেওটিয়া গ্রুপ, জিন্দাল গ্রুপ, ইমামি গ্রুপের পাশাপাশি পশ্চিমবঙ্গে বড় লগ্নির প্রস্তাব দিয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স গ্রুপ৷

অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এ রাজ্যে তাঁর লগ্নির অঙ্ক দ্বিগুণ করার ঘোষমা করেছেন ৷ রিলায়েন্স ইতিমধ্যেই বাংলায় 50,000 কোটি টাকার বিনিয়োগ করেছে এবং দশ বছরে আরও 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানির এই ঘোষণা বাস্তবায়িত হলে 2030 সালের মধ্যে বাংলায় 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গ অর্থনৈতিক উন্নয়নের নিরিখে ধারাবাহিকভাবে দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি৷ বাংলার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP 2024-25 সালে 18.79 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। উৎপাদন, তথ্যপ্রযুক্তি, সিমেন্ট, চামড়া, লৌহ-ইস্পাত, বস্ত্র-সহ একাধিক শিল্পের কেন্দ্রস্থল এই রাজ্য ৷ গ্লোবাল সামিট ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পূর্ব ভারতের বৃহত্তম অর্থনীতি হিসেবে, পশ্চিমবঙ্গ নিট মূল্য সংযোজনের নিরিখে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য।

বাংলার জন্য মুকেশ আম্বানির ঘোষণা:

  • ডিসেম্বর, 2025-এর মধ্যে বেঙ্গল সিলিকন ভ্যালিতে Jio AI রেডি ডেটা সেন্টারের সঙ্গে পশ্চিমঙ্গের ডিজিটাল পরিকাঠামোতে বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপে৷
  • মার্চ, 2026-এর মধ্যে দিঘা, পূর্ব মেদিনীপুরে ডেটা কেবল ল্যান্ডিং প্রকল্পের কাজ শুরুর ইঙ্গিত ।
  • 2026 সালের মধ্যে পশ্চিমঙ্গে রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা 1300 থেকে 1700 করা হবে ।
  • পশ্চিমঙ্গকে সবুজ শক্তি রূপান্তরে সাহায্য করবে রিলায়েন্স গ্রুপ ।
  • রাজ্যে কারিগর অর্থনীতির সুবিধার্থে স্বদেশ পোর্টালের মাধ্যমে রিলায়েন্স-নেতৃত্বাধীন ডিস্ট্রিবিউশন চেইন কাজ করবে ।
  • কালীঘাট সংস্কার প্রকল্পে বিনিয়োগ রিলায়েন্স গ্রুপের ।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে বাংলায় কত টাকার লগ্নি আসবে, এখন সেই দিকেই নজর রয়েছে সকলের৷ সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনার মূল বিষয় হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প৷ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কাদের বিনিয়োগ সংক্রান্ত ঘোষণার দিকে আজও নজর থাকবে সকলের ৷

আরও পড়ুন
প্রথম দিনেই লক্ষীলাভ ! 91 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব শিল্প সম্মেলনে
ভাবি প্রজন্মের 'আগামী' সুরক্ষিত করতেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বললেন মমতা
কর-শুল্ক বাবদ কেন্দ্র থেকে বঙ্গের প্রাপ্তি কতটা? রইল 10 অর্থবর্ষের হিসেব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.