নয়াদিল্লি, 1 ডিসেম্বর: অর্জুনের লক্ষ্যভেদ ৷ নয়া কীর্তি গড়লেন গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ৷ কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় এবং 2800 ইলো রেটিংয়ে পৌঁছলেন তিনি ৷ বিশ্বব্যাপী 16তম দাবাড়ু হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি ৷ সর্বশেষ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন অর্জুন ।
দাবা অলিম্পিয়াডে ভারত দুর্দান্ত পারফরম্যান্স করেছে ৷ তারপর থেকেই নিজের সেরা ফর্মে রয়েছেন 21 বছর বয়সি এই দাবাড়ু ৷ দলের হয়ে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগত সোনাও জিতেছেন তিনি । এক্স পোস্টে আন্তর্জাতিক দাবা সংস্থা লিখেছে, ‘‘অর্জুন এরিগাইসি বিশ্বের 16তম খেলোয়াড় যিনি দাবা রেটিংয়ে 2800 ইলো রেটিং পেড়িয়েছেন ৷’’
অর্জুন এরিগাইসি এই মাইলফলক অর্জনে ছুঁয়ে ফেলেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে ৷ ডিসেম্বর 2024 ফিডে রেটিংয়ের তালিকায় তার রেটিং দাঁড়িয়েছে 2801 ৷ বর্তমানে তিনি বিশ্বে 4 র্যাঙ্কিংয়ে আছেন ! এই বছরের শুরুতে 21 বছর বয়সি অর্জুন 45তম চেস অলিম্পিয়াডে দুর্দান্ত পারফর্ম করেন ৷