ETV Bharat / entertainment

500 টাকায় শুরু কর্মজীবন, বর্তমানে জনপ্রিয় কমেডিয়ান কয়েকশো কোটি টাকার মালিক - KAPIL SHARMA NET WORTH

টেলিভিশন জগতের বিখ্যাত কৌতুকাভিনে কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি ৷ জানেন জনপ্রিয় কমেডিয়ান কত সম্পত্তির মালিক ?

Kapil Sharma Net worth
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 3:25 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও খবরের শিরোনামে। কপিল শর্মা- সহ চার তারকাকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি ৷ ইমেল মারফত কপিল শর্মা, তাঁর পরিবার এবং রাজপাল যাদবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মা ভারতের সবচেয়ে বেশি আয় করা টিভি অভিনেতাদের মধ্যে একজন। তিনি শোয়ে এক একটি পর্বের জন্য পারিশ্রমিক হিসাবে পান কোটি কোটি টাকা । দেখে নেওয়া যাক সকলের মুখে যিনি হাসি ফোটান, সেই কপিল শর্মার মোট সম্পদের পরিমাণ কত।

একটি পর্বের জন্য আপনি কত টাকা পারিশ্রমিক কপিলের?

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' এখন বিশ্ব দরবারে সমাদৃত ৷ কপিলের শো নেচফ্লিক্সে আসার পর থেকেও দেশে এবং দেশের বাইরে জনপ্রিয়তা পেয়েছে ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমেডিয়ান কপিল শর্মা ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি কমেডিয়ান। 'দ্য কপিল শর্মা শো' থেকে খ্যাতি অর্জনকারী কমেডিয়ানকে চেনেন তারকা থেকে আমআদমি ৷ খবর অনুযায়ী, কপিল শর্মা প্রতিটি পর্বের জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক হিসাবে আয় করেন। টিভিতে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর, কপিল শর্মা ওটিটিতে তার নতুন শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' নিয়ে এসেছেন। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর প্রথম সিজন দর্শক দরবারে ব্যপক জনপ্রিয় হয় ৷ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনটিও আলোড়ন ফেলে ৷ ফলে এই শোয়ের পর, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে অনেকটাই ৷

কপিল শর্মার মোট সম্পত্তি

আইএমডিবি (IMBD)-এর রিপোর্ট অনুসারে, নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর দুটি সিজনের পর, কপিল শর্মার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা। এরপর, কপিল শর্মা হিন্দি টেলিভিশনের সবচেয়ে ধনী টিভি অভিনেতা হয়ে উঠেছেন। খবর অনুযায়ী, ভারতের ধনীতম কমেডিয়ানদের তালিকায় কপিল শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে । তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ চলচ্চিত্র জগতের বিখ্যাত কৌতুক অভিনেতা ব্রহ্মানন্দম ৷ যাঁর মোট সম্পত্তির পরিমাণ 490 কোটি টাকা।

কপিল শর্মার কেরিয়ার

বিখ্যাত কৌতুকাভিনেতাদের একজন কপিল। তিনি প্রথমে 500 টাকা বেতনে কর্মজীবন শুরু করেছিলেন। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ 3' জয়ের মাধ্যমে প্রথমবার সকলের মন জয় করেন। এরপর, তিনি 'কমেডি সার্কাস'-এর মতো হিট কমেডি শোয়ের মাধ্যমে মানুষকে প্রচুর হাসিয়েছেন। এরপর তিনি তার 'কমেডি নাইটস উইথ কপিল' অনুষ্ঠানটির মধ্য দিয়ে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে চলে আসেন ৷

টেলিভিশনে খ্যাতির শিখরে থাকার পাশাপাশি কপিল শর্মা বেশ কিছু সিনেমাও করেন ৷ 'কিস কিস কো প্যার কঁরু', 'ফিরঙ্গি', 'জুইগ্যাতো' এবং 'ক্রু'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' শুরু করেন ৷ অতিথি হিসেবে একাধিক তারকা উপস্থিত হন তাঁর শোয়ে ৷ তালিকায় রয়েছেন করিনা কাপুর খান-করিশ্মা কাপুর, 'বেবি জন'-সিনেমার টিম, রেখা, আমির খান এবং রণবীর কাপুর, কার্তিক আরিয়ান-সহ আরও অনেকে ৷ 22 জানুয়ারি, কপিল শর্মা তাঁর নতুন গান 'গিল্ট' প্রকাশ করেছেন।

হায়দরাবাদ, 23 জানুয়ারি: ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও খবরের শিরোনামে। কপিল শর্মা- সহ চার তারকাকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি ৷ ইমেল মারফত কপিল শর্মা, তাঁর পরিবার এবং রাজপাল যাদবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মা ভারতের সবচেয়ে বেশি আয় করা টিভি অভিনেতাদের মধ্যে একজন। তিনি শোয়ে এক একটি পর্বের জন্য পারিশ্রমিক হিসাবে পান কোটি কোটি টাকা । দেখে নেওয়া যাক সকলের মুখে যিনি হাসি ফোটান, সেই কপিল শর্মার মোট সম্পদের পরিমাণ কত।

একটি পর্বের জন্য আপনি কত টাকা পারিশ্রমিক কপিলের?

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' এখন বিশ্ব দরবারে সমাদৃত ৷ কপিলের শো নেচফ্লিক্সে আসার পর থেকেও দেশে এবং দেশের বাইরে জনপ্রিয়তা পেয়েছে ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কমেডিয়ান কপিল শর্মা ভারতের সর্বোচ্চ আয়কারী হিন্দি কমেডিয়ান। 'দ্য কপিল শর্মা শো' থেকে খ্যাতি অর্জনকারী কমেডিয়ানকে চেনেন তারকা থেকে আমআদমি ৷ খবর অনুযায়ী, কপিল শর্মা প্রতিটি পর্বের জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক হিসাবে আয় করেন। টিভিতে তুমুল জনপ্রিয়তা অর্জনের পর, কপিল শর্মা ওটিটিতে তার নতুন শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' নিয়ে এসেছেন। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর প্রথম সিজন দর্শক দরবারে ব্যপক জনপ্রিয় হয় ৷ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনটিও আলোড়ন ফেলে ৷ ফলে এই শোয়ের পর, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে অনেকটাই ৷

কপিল শর্মার মোট সম্পত্তি

আইএমডিবি (IMBD)-এর রিপোর্ট অনুসারে, নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর দুটি সিজনের পর, কপিল শর্মার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা। এরপর, কপিল শর্মা হিন্দি টেলিভিশনের সবচেয়ে ধনী টিভি অভিনেতা হয়ে উঠেছেন। খবর অনুযায়ী, ভারতের ধনীতম কমেডিয়ানদের তালিকায় কপিল শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে । তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ চলচ্চিত্র জগতের বিখ্যাত কৌতুক অভিনেতা ব্রহ্মানন্দম ৷ যাঁর মোট সম্পত্তির পরিমাণ 490 কোটি টাকা।

কপিল শর্মার কেরিয়ার

বিখ্যাত কৌতুকাভিনেতাদের একজন কপিল। তিনি প্রথমে 500 টাকা বেতনে কর্মজীবন শুরু করেছিলেন। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ 3' জয়ের মাধ্যমে প্রথমবার সকলের মন জয় করেন। এরপর, তিনি 'কমেডি সার্কাস'-এর মতো হিট কমেডি শোয়ের মাধ্যমে মানুষকে প্রচুর হাসিয়েছেন। এরপর তিনি তার 'কমেডি নাইটস উইথ কপিল' অনুষ্ঠানটির মধ্য দিয়ে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে চলে আসেন ৷

টেলিভিশনে খ্যাতির শিখরে থাকার পাশাপাশি কপিল শর্মা বেশ কিছু সিনেমাও করেন ৷ 'কিস কিস কো প্যার কঁরু', 'ফিরঙ্গি', 'জুইগ্যাতো' এবং 'ক্রু'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' শুরু করেন ৷ অতিথি হিসেবে একাধিক তারকা উপস্থিত হন তাঁর শোয়ে ৷ তালিকায় রয়েছেন করিনা কাপুর খান-করিশ্মা কাপুর, 'বেবি জন'-সিনেমার টিম, রেখা, আমির খান এবং রণবীর কাপুর, কার্তিক আরিয়ান-সহ আরও অনেকে ৷ 22 জানুয়ারি, কপিল শর্মা তাঁর নতুন গান 'গিল্ট' প্রকাশ করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.