ETV Bharat / sports

প্রথম শ্রেণিতে প্রত্য়াবর্তনও সুখের হল না রোহিতের, ফিরলেন তিন রানে - ROHIT SHARMA RANJI COMEBACK

আবারও ব্য়াট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ ন'বছর পর রঞ্জি প্রত্যাবর্তনে দু'অঙ্কের রানে পৌঁছতে পারলেন না তিনি ৷

ROHIT SHARMA
আবার ব্য়র্থ রোহিত (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 23, 2025, 12:33 PM IST

মুম্বই, 23 জানুয়ারি: বছরদশেক আগে শেষবার যখন রঞ্জি খেলেছিলেন, তাঁর ব্য়াটে এসেছিল শতরান ৷ তখন কেরিয়ারের মধ্যগগনে তিনি ৷ দশ বছর পর যখন প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন তখন তাগিদটা অন্য রোহিত গুরুনাথ শর্মার ৷ বোর্ডের ফতোয়া তো রয়েইছে ৷ তার চেয়েও বড় কথা লাল-বলের ক্রিকেটে সাম্প্রতিক ব্যাড-প্যাচ ভাবিত করে তুলেছে মুম্বইকরকে ৷ তাই কথামত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ঘরের মাঠে রঞ্জিতে তাঁর প্রত্য়াবর্তন হল বটে, কিন্তু বজায় থাকল ব্যাটে রানের খরা ৷ তিন রানে ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে 48টি শতরানের মালিক ৷

টস জিতে এদিন ঘরের মাঠে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক আজিঙ্কা রাহানে ৷ কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে ফেরে ৷ রোহিতের সঙ্গে এদিন মুম্বই ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ তিনি ফিরলেন চার রানে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের আরেক সদস্য শ্রেয়স আইয়ারের ইনিংসও লম্বা হল না ৷ পঞ্জাব কিংসের নয়া দলনায়ক আউট হলেন 11 রানে ৷

সবমিলিয়ে প্রত্য়াবর্তনে তারকা ব্যাটারদের ব্যর্থতায় বেকায়দায় মুম্বইও ৷ স্কোরবোর্ডে 50 রান পূর্ণ হওয়ার আগেই সাত উইকেট হারায় তাঁরা ৷ তবে এতকিছুর মধ্যেও সবচেয়ে বেশি চর্চা যাঁকে নিয়ে তিনি রোহিত শর্মা ৷ ঘরের মাঠে জোড়া টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতা রোহিতকে আরও বেশি ধাবিত করেছে 'ব্যাক টু বেসিকস'-এ ৷ কিন্তু ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ এবং সর্বোপরি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে আরও একবার 'হিটম্যানে'র ব্যর্থতা ভারতীয় দলের জন্য ভালো সংকেত নয় মোটেই ৷ এদিন রোহিতের তিন রান এল 19 বল খেলে ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সহঅধিনায়ক ঘোষিত হওয়া শুভমন গিলও রঞ্জিতে নেমেছেন পঞ্জাবের হয়ে ৷ কিন্তু চার রানে আউট হন পঞ্জাব অধিনায়ক ৷ কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে 55 রানে অলআউট গিলের দল ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যর্থ হলেন দিল্লির ঋষভ পন্তও ৷ সদ্য লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ঘোষিত হওয়া স্টাম্পার-ব্যাটার করলেন মাত্র এক রান ৷

আরও পড়ুন:

মুম্বই, 23 জানুয়ারি: বছরদশেক আগে শেষবার যখন রঞ্জি খেলেছিলেন, তাঁর ব্য়াটে এসেছিল শতরান ৷ তখন কেরিয়ারের মধ্যগগনে তিনি ৷ দশ বছর পর যখন প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন তখন তাগিদটা অন্য রোহিত গুরুনাথ শর্মার ৷ বোর্ডের ফতোয়া তো রয়েইছে ৷ তার চেয়েও বড় কথা লাল-বলের ক্রিকেটে সাম্প্রতিক ব্যাড-প্যাচ ভাবিত করে তুলেছে মুম্বইকরকে ৷ তাই কথামত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ঘরের মাঠে রঞ্জিতে তাঁর প্রত্য়াবর্তন হল বটে, কিন্তু বজায় থাকল ব্যাটে রানের খরা ৷ তিন রানে ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে 48টি শতরানের মালিক ৷

টস জিতে এদিন ঘরের মাঠে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক আজিঙ্কা রাহানে ৷ কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে ফেরে ৷ রোহিতের সঙ্গে এদিন মুম্বই ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ তিনি ফিরলেন চার রানে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের আরেক সদস্য শ্রেয়স আইয়ারের ইনিংসও লম্বা হল না ৷ পঞ্জাব কিংসের নয়া দলনায়ক আউট হলেন 11 রানে ৷

সবমিলিয়ে প্রত্য়াবর্তনে তারকা ব্যাটারদের ব্যর্থতায় বেকায়দায় মুম্বইও ৷ স্কোরবোর্ডে 50 রান পূর্ণ হওয়ার আগেই সাত উইকেট হারায় তাঁরা ৷ তবে এতকিছুর মধ্যেও সবচেয়ে বেশি চর্চা যাঁকে নিয়ে তিনি রোহিত শর্মা ৷ ঘরের মাঠে জোড়া টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতা রোহিতকে আরও বেশি ধাবিত করেছে 'ব্যাক টু বেসিকস'-এ ৷ কিন্তু ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ এবং সর্বোপরি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে আরও একবার 'হিটম্যানে'র ব্যর্থতা ভারতীয় দলের জন্য ভালো সংকেত নয় মোটেই ৷ এদিন রোহিতের তিন রান এল 19 বল খেলে ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সহঅধিনায়ক ঘোষিত হওয়া শুভমন গিলও রঞ্জিতে নেমেছেন পঞ্জাবের হয়ে ৷ কিন্তু চার রানে আউট হন পঞ্জাব অধিনায়ক ৷ কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে 55 রানে অলআউট গিলের দল ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যর্থ হলেন দিল্লির ঋষভ পন্তও ৷ সদ্য লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ঘোষিত হওয়া স্টাম্পার-ব্যাটার করলেন মাত্র এক রান ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.