ETV Bharat / bharat

প্রথম 11 দিনেই পুণ্যস্নান সেরেছেন 97 কোটি, নয়া মাইলফলকের কাছাকাছি মহাকুম্ভ - MAHAKUMBH MELA 2025

144 বছর বাদে হচ্ছে মহাকুম্ভ মেলা। মাতোয়ারা 140 কোটির দেশ। এবারের মেলার আকর্ষণ আরও বাড়িয়েছেন 'আইআইটি বাবা'র মতো অনেকেই ।

mahakumbh
মহাকুম্ভ ঘিরে মাতোয়ারা দেশ (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jan 23, 2025, 3:55 PM IST

প্রয়াগরাজ, 23 জানুয়ারি: নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে মহাকুম্ভ মেলা। তথ্য বলছে, শুধুমাত্র প্রথম 11 দিনেই পুণ্যস্নান সেরেছেন 97 কোটি 30 লক্ষ পুণ্যার্থী। মেলার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের অনেকই মনে করছেন এই প্রবণতা বজায় থাকলে মেলা শেষ হতে হতে আগত পুণ্যার্থীর সংখ্যা 85 কোটি ছাড়িয়ে যাবে। একটি তথ্য বলছে, শুধুমাত্র মঙ্গলবার সারাদিনে প্রায় 17 লাখ পুণ্যার্থী স্নান করেছেন। এখনও বেশ কয়েকটি শাহি স্নান বাকি । সেই সমস্ত দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

144 বছর বাদে হচ্ছে মহাকুম্ভ মেলা। স্বভাবতই মেলা ঘিরে উৎসাহিত বিভিন্ন মহল। এরইমধ্যে মেলার আকর্ষণ অনেকটাই বাড়িয়েছেন বিভিন্ন 'বাবা' । মেলার শুরুতেই সংবাদ শিরোনামে আসেন মুম্বইয়ের 'আইআইটি বাবা'। ছাত্র হিসেবে অসাধারণ প্রতিভার অধিকারী অভয় সিং কীভাবে 'আইআইটি বাবা' হয়ে উঠলেন তা এখন সকলেরই কমবেশি জানা।

mahakumbh
মেলায় চলছে পূণ্যস্নান (ছবি: সংবাদসংস্থা এএনআই)

এর পাশাপাশি চর্চা শুরু হয়েছে 'পালোয়ান বাবা' রাজপাল সিংকে নিয়েও। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, তাঁর একমাত্র লক্ষ্য এক শক্তিশালী ও স্বাস্থ্যকর যুবসমাজ গড়ে তোলা। নেশা মুক্ত এবং সুস্থ সমাজ গড়ে তুলতে চান বলেই একনাগাড়ে 10 হাজার ডনবৈঠক দিয়ে চলেছেন তিনি ।

মেলার শুরু থেকেই সমাজের বিভিন্ন বিশিষ্টরা আসতে শুরু করেছেন। ত্রিবেণী সঙ্গমে স্নানও সারছেন নিয়ম করে। সেই তালিকার নবতম সংযোজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও দুই ভিভিআইপিও মেলায় আসছেন বলে জানা গিয়েছে । সূত্রের খবর আগামী 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহাকুম্ভ মেলায় যেতে পারেন ৷ এর ঠিক তিনদিন আগে বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহি স্নান হবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহাসঙ্গমে 'পুণ্য়' ডুব দিতে যাচ্ছেন, তবে তিনি তৃতীয় শাহি স্নানের আগেই যোগীরাজ্যে পৌঁছে যাবেন ৷ তাঁর 'পুণ্য' ডুব দেওয়ার কথা 29 জানুয়ারি ৷ এছাড়া দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মেলায় এসেছিলেন দিন কয়েক আগে। এমনিতেই মেলার বিভিন্ন গুরুদায়িত্ব সামালাচ্ছেন যোগী মন্ত্রিসভার সদস্যরা।

মেলা ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে রেলও । দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলছে হাজার হাজার বিশেষ ট্রেন। শুরু থেকে শেষ বিভিন্ন সময়ে একাধিক রুটে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা হয়েছে । উত্তরপ্রদেশের আশপাশের কয়েকটি রাজ্য থেকে বিশেষ বাস পরিষেবাও শুরু হয়েছে। নতুন ট্রেন ঘোষণার প্রায় সঙ্গেই সঙ্গেই বেশিরভাগ টিকিট বুক হয়ে যাচ্ছে। জায়গা নেই বাসেও। সেই সব নথি থেকেই উত্তরপ্রদেশের প্রশাসনিক কর্তারা মনে করছেন মেলা শেষে পুণ্যার্থীর সংখ্যা 85 কোটির বেশি হবে।

প্রয়াগরাজ, 23 জানুয়ারি: নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে মহাকুম্ভ মেলা। তথ্য বলছে, শুধুমাত্র প্রথম 11 দিনেই পুণ্যস্নান সেরেছেন 97 কোটি 30 লক্ষ পুণ্যার্থী। মেলার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের অনেকই মনে করছেন এই প্রবণতা বজায় থাকলে মেলা শেষ হতে হতে আগত পুণ্যার্থীর সংখ্যা 85 কোটি ছাড়িয়ে যাবে। একটি তথ্য বলছে, শুধুমাত্র মঙ্গলবার সারাদিনে প্রায় 17 লাখ পুণ্যার্থী স্নান করেছেন। এখনও বেশ কয়েকটি শাহি স্নান বাকি । সেই সমস্ত দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

144 বছর বাদে হচ্ছে মহাকুম্ভ মেলা। স্বভাবতই মেলা ঘিরে উৎসাহিত বিভিন্ন মহল। এরইমধ্যে মেলার আকর্ষণ অনেকটাই বাড়িয়েছেন বিভিন্ন 'বাবা' । মেলার শুরুতেই সংবাদ শিরোনামে আসেন মুম্বইয়ের 'আইআইটি বাবা'। ছাত্র হিসেবে অসাধারণ প্রতিভার অধিকারী অভয় সিং কীভাবে 'আইআইটি বাবা' হয়ে উঠলেন তা এখন সকলেরই কমবেশি জানা।

mahakumbh
মেলায় চলছে পূণ্যস্নান (ছবি: সংবাদসংস্থা এএনআই)

এর পাশাপাশি চর্চা শুরু হয়েছে 'পালোয়ান বাবা' রাজপাল সিংকে নিয়েও। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, তাঁর একমাত্র লক্ষ্য এক শক্তিশালী ও স্বাস্থ্যকর যুবসমাজ গড়ে তোলা। নেশা মুক্ত এবং সুস্থ সমাজ গড়ে তুলতে চান বলেই একনাগাড়ে 10 হাজার ডনবৈঠক দিয়ে চলেছেন তিনি ।

মেলার শুরু থেকেই সমাজের বিভিন্ন বিশিষ্টরা আসতে শুরু করেছেন। ত্রিবেণী সঙ্গমে স্নানও সারছেন নিয়ম করে। সেই তালিকার নবতম সংযোজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও দুই ভিভিআইপিও মেলায় আসছেন বলে জানা গিয়েছে । সূত্রের খবর আগামী 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহাকুম্ভ মেলায় যেতে পারেন ৷ এর ঠিক তিনদিন আগে বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহি স্নান হবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহাসঙ্গমে 'পুণ্য়' ডুব দিতে যাচ্ছেন, তবে তিনি তৃতীয় শাহি স্নানের আগেই যোগীরাজ্যে পৌঁছে যাবেন ৷ তাঁর 'পুণ্য' ডুব দেওয়ার কথা 29 জানুয়ারি ৷ এছাড়া দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মেলায় এসেছিলেন দিন কয়েক আগে। এমনিতেই মেলার বিভিন্ন গুরুদায়িত্ব সামালাচ্ছেন যোগী মন্ত্রিসভার সদস্যরা।

মেলা ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে রেলও । দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলছে হাজার হাজার বিশেষ ট্রেন। শুরু থেকে শেষ বিভিন্ন সময়ে একাধিক রুটে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা হয়েছে । উত্তরপ্রদেশের আশপাশের কয়েকটি রাজ্য থেকে বিশেষ বাস পরিষেবাও শুরু হয়েছে। নতুন ট্রেন ঘোষণার প্রায় সঙ্গেই সঙ্গেই বেশিরভাগ টিকিট বুক হয়ে যাচ্ছে। জায়গা নেই বাসেও। সেই সব নথি থেকেই উত্তরপ্রদেশের প্রশাসনিক কর্তারা মনে করছেন মেলা শেষে পুণ্যার্থীর সংখ্যা 85 কোটির বেশি হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.