ETV Bharat / state

ফের মেট্রোয় ঝাঁপ ! পরিষেবা ব্যাহত হওয়ায় ছুটির বিকেলে দুর্ভোগ যাত্রীদের - KOLKATA METRO

ফের মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল ৷ এবার কবি নজরুল স্টেশনে ৷ যার জেরে হয়রানির মুখে পড়তে হল যাত্রীদের ৷

ETV BHARAT
ফের মেট্রোয় ঝাঁপ ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 6:48 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ফের মেট্রোয় ঝাঁপ ৷ যার জেরে ফের ব্যাহত হল পরিষেবা ৷ ছুটির দিনে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ভোগ পোহাতে হল নিত্যযাত্রীদের ৷

তেইশে জানুয়ারি, ছুটির দিনে নর্থ সাউথ মেট্রো করিডরে চরম পদক্ষেপ করার চেষ্টা করেন এক যাত্রী । মেট্রো সূত্রে খবর যে, আজ বিকেল 4.28 মিনিটে এক মহিলা দড়িয়া বাজার সংলগ্ন কবি নজরুল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ তবে এখনও তাঁর সম্পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি । ঘটনাটি ঘটে কবি নজরুল মেট্রো স্টেশনের আপ লাইনে ।

জানা গিয়েছে যে, একটি মেট্রো আপ লাইনে কবি নজরুল স্টেশনের প্রবেশ করার সময় এক মহিলা সেই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ এই ঘটনা দেখে মেট্রোর চালক তৎক্ষণাৎ ব্রেক কষেন । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে । তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ ৷ ওই মহিলাকে উদ্ধার করার জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ উদ্ধারে হাত লাগান রেল পুলিশ ও মেট্রোর আধিকারিকরা ৷

উদ্ধারকাজের সময় মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয় ৷ তার জেরে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷ অনেকেই গন্তব্যে সময়মতো পৌঁছতে পারেননি ৷ দীর্ঘক্ষণ তাঁদের বিভিন্ন স্টেশনে আটকে থাকতে হয় ৷ আবার ছুটির দিনে যাঁরা সপরিবারে বেড়াতে গিয়েছেন, তাঁদের অনেককে বাড়ি ফেরার পথে হয়রানির শিকার হতে হয় ৷ তবে উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা উদ্ধারকাজের সময় চালু ছিল । মেট্রো রেল সূত্রে খবর যে, প্রায় ঘণ্টাখানের মেট্রোর পরিষেবায় বিঘ্ন ঘটে ৷ বিকেল 5টা 17 মিনিটে আবারও সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যায় ।

গত কয়েকদিনে বারবার মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটছে ৷ তার জেরে ব্যস্ত সময়ে দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা ৷ এই ঘটনা রুখতে প্রাথমিকভাবে কালীঘাট স্টেশনে গার্ড রেল বসানো হয়েছিল মেট্রো রেলের তরফে ৷ তবে যাত্রীদের মতে, দুই গার্ড রেলের মধ্যে বিস্তর ফাঁক থাকায় এভাবে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা বন্ধ করা সম্ভব হবে না ৷ এই ঘটনা রুখতে মেট্রো রেল কর্তৃপক্ষকে অন্য কোনও ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা ৷

মেট্রোর এক আধিকারিক বলছেন, "এমন ঘটনা রুখতে আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি ৷ সেজন্যই গার্ড রেলেরও ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু তবু অনেক সময় এই ঘটনা আটকানো যায় না ৷"

কলকাতা, 23 জানুয়ারি: ফের মেট্রোয় ঝাঁপ ৷ যার জেরে ফের ব্যাহত হল পরিষেবা ৷ ছুটির দিনে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ভোগ পোহাতে হল নিত্যযাত্রীদের ৷

তেইশে জানুয়ারি, ছুটির দিনে নর্থ সাউথ মেট্রো করিডরে চরম পদক্ষেপ করার চেষ্টা করেন এক যাত্রী । মেট্রো সূত্রে খবর যে, আজ বিকেল 4.28 মিনিটে এক মহিলা দড়িয়া বাজার সংলগ্ন কবি নজরুল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ তবে এখনও তাঁর সম্পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি । ঘটনাটি ঘটে কবি নজরুল মেট্রো স্টেশনের আপ লাইনে ।

জানা গিয়েছে যে, একটি মেট্রো আপ লাইনে কবি নজরুল স্টেশনের প্রবেশ করার সময় এক মহিলা সেই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ এই ঘটনা দেখে মেট্রোর চালক তৎক্ষণাৎ ব্রেক কষেন । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে । তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ ৷ ওই মহিলাকে উদ্ধার করার জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ উদ্ধারে হাত লাগান রেল পুলিশ ও মেট্রোর আধিকারিকরা ৷

উদ্ধারকাজের সময় মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয় ৷ তার জেরে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷ অনেকেই গন্তব্যে সময়মতো পৌঁছতে পারেননি ৷ দীর্ঘক্ষণ তাঁদের বিভিন্ন স্টেশনে আটকে থাকতে হয় ৷ আবার ছুটির দিনে যাঁরা সপরিবারে বেড়াতে গিয়েছেন, তাঁদের অনেককে বাড়ি ফেরার পথে হয়রানির শিকার হতে হয় ৷ তবে উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা উদ্ধারকাজের সময় চালু ছিল । মেট্রো রেল সূত্রে খবর যে, প্রায় ঘণ্টাখানের মেট্রোর পরিষেবায় বিঘ্ন ঘটে ৷ বিকেল 5টা 17 মিনিটে আবারও সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যায় ।

গত কয়েকদিনে বারবার মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটছে ৷ তার জেরে ব্যস্ত সময়ে দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা ৷ এই ঘটনা রুখতে প্রাথমিকভাবে কালীঘাট স্টেশনে গার্ড রেল বসানো হয়েছিল মেট্রো রেলের তরফে ৷ তবে যাত্রীদের মতে, দুই গার্ড রেলের মধ্যে বিস্তর ফাঁক থাকায় এভাবে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা বন্ধ করা সম্ভব হবে না ৷ এই ঘটনা রুখতে মেট্রো রেল কর্তৃপক্ষকে অন্য কোনও ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা ৷

মেট্রোর এক আধিকারিক বলছেন, "এমন ঘটনা রুখতে আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি ৷ সেজন্যই গার্ড রেলেরও ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু তবু অনেক সময় এই ঘটনা আটকানো যায় না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.