ETV Bharat / sports

মচকাল গোড়ালি, রঞ্জি ম্যাচে মাঠ ছাড়লেন নাইটদের সবচেয়ে দামি ক্রিকেটার - VENKATESH IYER INJURY

আইপিএলের আগে আচমকাই উৎকণ্ঠা নাইট শিবিরে ৷ রঞ্জি ম্য়াচে গোড়ালি মচকে মাঠের বাইরে অধিনায়কের দৌড়ে থাকা ক্রিকেটার ৷ দাম পেয়েছেন 23.75 কোটি ৷

VENKATESH IYER
ভেঙ্কটেশ আইয়ার (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 23, 2025, 3:20 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: আইপিএল শুরুর ঠিক দু'মাস আগে অত্যন্ত খারাপ খবর নাইট রাইডার্স শিবিরে ৷ রঞ্জি ট্রফির ম্য়াচে বৃহস্পতিবার গোড়ালি মচকে বড়সড় বিপদ ডেকে আনলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ কেরলের বিরুদ্ধে ব্য়াট করতে নেমে বিপদের সম্মুখীন হন নাইট রাইডার্সের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার ৷ শেষমেশ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় মধ্যপ্রদেশ অলরাউন্ডারকে ৷

রিটেইন না-করলেও সওয়া 24 কোটিতে 2025 আইপিএলের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে পুনরায় দলে নেয় কেকেআর ৷ আসন্ন মরশুমের আগে সম্ভাব্য অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে মধ্যপ্রদেশের ক্রিকেটারের নাম ৷ এমন সময় আইয়ারের গোড়ালির চোট সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে পারে গতবারের আইপিএল চ্য়াম্পিয়নদের ৷ সেক্ষেত্রে নতুন করে সবকিছু সাজাতে হবে নাইট টিম ম্যানেজমেন্টকে ৷

কেরলের বিরুদ্ধে বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে কঠিন পরিস্থিতিতে ব্য়াট হাতে নেমেছিলেন ভেঙ্কটেশ ৷ 49 রানে তখন চার উইকেট হারিয়ে ধুঁকছে মধ্যপ্রদেশ ৷ স্বাভাবিকভাবে আইয়ারের কাঁধে ছিল গুরুদায়িত্ব ৷ কিন্তু তৃতীয় বলেই বিপদের সম্মুখীন হতে হয় 2021 থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ক্রিকেটারকে ৷ গোড়ালি মচকে মাঠে যন্ত্রণায় কাতরাতে থাকেন আইয়ার ৷ প্রাথমিক শুশ্রূষার পরেও নিজে পায়ে দাঁড়াতে পারেননি তিনি ৷ শেষ পর্যন্ত ফিজিয়োর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি ৷ এরপর চেয়ারে পা তুলে ডাগ-আউটে বসে থাকতে দেখা যায় নাইট ক্রিকেটারকে ৷

যদিও মধ্যপ্রদেশ দলের তরফে কিংবা কলকাতা নাইট রাইডার্সের তরফে অফিসিয়াল কিছু জানানো হয়নি আইয়ারের চোটের ব্য়াপারে ৷ তবে নিঃসন্দেহে তাঁর চোটের ধরনে উদ্বিগ্ন নাইট অনুরাগীরা ৷ 2025 আইপিএল থেকে অলরাউন্ডার ছিটকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷ তবে আশঙ্কা সত্যি হলে তা খারাপ খবর পার্পল ব্রিগেডের জন্য ৷

158.79 স্ট্রাইক রেটে গত আইপিএল মরশুমে 13 ইনিংস খেলে 370 রান এসেছিল ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ৷ 2024 আইপিএল জয়ের পর নাইটরা তাঁকে না-রাখায় অবাক হয়েছিলেন অনেকে ৷ কিন্তু নিলামে লখনউ এবং বেঙ্গালুরু ফ্র্য়াঞ্চাইজির সঙ্গে লড়াই করে পুনরায় তাঁকে অন্তর্ভুক্ত করে শাহরুখ খানের দল ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 23 জানুয়ারি: আইপিএল শুরুর ঠিক দু'মাস আগে অত্যন্ত খারাপ খবর নাইট রাইডার্স শিবিরে ৷ রঞ্জি ট্রফির ম্য়াচে বৃহস্পতিবার গোড়ালি মচকে বড়সড় বিপদ ডেকে আনলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ কেরলের বিরুদ্ধে ব্য়াট করতে নেমে বিপদের সম্মুখীন হন নাইট রাইডার্সের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার ৷ শেষমেশ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় মধ্যপ্রদেশ অলরাউন্ডারকে ৷

রিটেইন না-করলেও সওয়া 24 কোটিতে 2025 আইপিএলের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে পুনরায় দলে নেয় কেকেআর ৷ আসন্ন মরশুমের আগে সম্ভাব্য অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে মধ্যপ্রদেশের ক্রিকেটারের নাম ৷ এমন সময় আইয়ারের গোড়ালির চোট সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে পারে গতবারের আইপিএল চ্য়াম্পিয়নদের ৷ সেক্ষেত্রে নতুন করে সবকিছু সাজাতে হবে নাইট টিম ম্যানেজমেন্টকে ৷

কেরলের বিরুদ্ধে বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে কঠিন পরিস্থিতিতে ব্য়াট হাতে নেমেছিলেন ভেঙ্কটেশ ৷ 49 রানে তখন চার উইকেট হারিয়ে ধুঁকছে মধ্যপ্রদেশ ৷ স্বাভাবিকভাবে আইয়ারের কাঁধে ছিল গুরুদায়িত্ব ৷ কিন্তু তৃতীয় বলেই বিপদের সম্মুখীন হতে হয় 2021 থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ক্রিকেটারকে ৷ গোড়ালি মচকে মাঠে যন্ত্রণায় কাতরাতে থাকেন আইয়ার ৷ প্রাথমিক শুশ্রূষার পরেও নিজে পায়ে দাঁড়াতে পারেননি তিনি ৷ শেষ পর্যন্ত ফিজিয়োর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি ৷ এরপর চেয়ারে পা তুলে ডাগ-আউটে বসে থাকতে দেখা যায় নাইট ক্রিকেটারকে ৷

যদিও মধ্যপ্রদেশ দলের তরফে কিংবা কলকাতা নাইট রাইডার্সের তরফে অফিসিয়াল কিছু জানানো হয়নি আইয়ারের চোটের ব্য়াপারে ৷ তবে নিঃসন্দেহে তাঁর চোটের ধরনে উদ্বিগ্ন নাইট অনুরাগীরা ৷ 2025 আইপিএল থেকে অলরাউন্ডার ছিটকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷ তবে আশঙ্কা সত্যি হলে তা খারাপ খবর পার্পল ব্রিগেডের জন্য ৷

158.79 স্ট্রাইক রেটে গত আইপিএল মরশুমে 13 ইনিংস খেলে 370 রান এসেছিল ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ৷ 2024 আইপিএল জয়ের পর নাইটরা তাঁকে না-রাখায় অবাক হয়েছিলেন অনেকে ৷ কিন্তু নিলামে লখনউ এবং বেঙ্গালুরু ফ্র্য়াঞ্চাইজির সঙ্গে লড়াই করে পুনরায় তাঁকে অন্তর্ভুক্ত করে শাহরুখ খানের দল ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.