ETV Bharat / sports

সঞ্জু, সিরাজদের না-থাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভোগাতে পারে ভারতকে: পাঠান - IRFAN PATHAN ON CT SQUAD

শামির ব্যাক-আপ বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা উচিত ছিল সিরাজের ৷ কলকাতায় এসে মত ইরফান পাঠানের ৷

IRFAN PATHAN
কলকাতায় ইরফান পাঠান (Etv Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 23, 2025, 8:12 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ভেস পেজকে ঘিরে ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে চাঁদের হাট। সুনীল গাভাসকর, ইরফান পাঠান, কীর্তি আজাদ-সহ একাধিক দিকপাল ক্রিকেট ব্যক্তিত্বের সমাহারে বৃহস্পতিবার সকালটা নিঃসন্দেহে 'সানি ডেজ'। গাভাসকর নিজে কিংবদন্তি ভেস পেজের ক্রীড়াজগতে অবদান নিয়ে স্মৃতিমেদুর। একইসঙ্গে জানালেন, তিনি সিসিএফসি ক্লাবের সাম্মানিক সদস্য।

ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের মাঠে এক প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে শূন্য রানে আউট হওয়ার মজার গল্পও শোনা গেল 34টি টেস্ট শতরানের মালিকের গলায়। যদিও ভারতীয় ক্রিকেটে হাল-হকিকত নিয়ে এদিন মুখ খোলেননি গাভাসকর। তবে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ৷ তিনি বলেন, "ইংল্যান্ড ম্যাচের স্কোর দেখলেই বোঝা যায় ভারত কতটা আধিপত্য নিয়ে জিতেছে। টি-20 ক্রিকেট ভয় পেয়ে খেললে চলবে না। ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য আসবেই এই ফরম্যাটে।"

কলকাতায় ইরফান পাঠান (ETV Bharat)

ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। সেই দলে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ নেই ৷ অভাব কি অনুভূত হবে? ইরফান পাঠান বলছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ থাকলে ভালো হতো। দুবাইয়ে চারজন স্পিনার নিয়ে খেলা সম্ভব নয়। তাই আরেকজন ফাস্ট বোলার থাকলে ভালো হত।"

মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে পাঠান বলছেন, "শামি চ্যাম্পিয়ন বোলার। সবে দলে ফিরেছে, ও ভারতের সেরা দশ বোলারের একজন। শামি এবং জশপ্রীত বুমরার জুটি ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করবে নিঃসন্দেহে ৷" তবে মাঠে নেমে শুরুর দিকে শামি কতটা প্রত্যাশায় সিলমোহর দিতে পারবেন, তা নিয়ে সংশয় পাঠানের ৷ তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক-আপ হিসেবে সিরাজকে প্রয়োজন ছিল বলে মত প্রাক্তন অলরাউন্ডারের ৷

ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে নির্দেশিকা দিয়েছে বোর্ড। যা নিয়ে বিতর্ক অব্যাহত। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা রঞ্জি ট্রফিতে খেলতে নামতে বাধ্য হয়েছেন। ইরফান পাঠান বলছেন, "সকলের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা। একটা-দু'টো ম্যাচ নয়, নিয়মিত খেলা উচিত।" কোহলি-রোহিতরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললে জুনিয়র ক্রিকেটাররাও উন্নতি করতে পারবে বলে মত পাঠানের ৷

আরও পড়ুন:

কলকাতা, 23 জানুয়ারি: ভেস পেজকে ঘিরে ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে চাঁদের হাট। সুনীল গাভাসকর, ইরফান পাঠান, কীর্তি আজাদ-সহ একাধিক দিকপাল ক্রিকেট ব্যক্তিত্বের সমাহারে বৃহস্পতিবার সকালটা নিঃসন্দেহে 'সানি ডেজ'। গাভাসকর নিজে কিংবদন্তি ভেস পেজের ক্রীড়াজগতে অবদান নিয়ে স্মৃতিমেদুর। একইসঙ্গে জানালেন, তিনি সিসিএফসি ক্লাবের সাম্মানিক সদস্য।

ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের মাঠে এক প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে শূন্য রানে আউট হওয়ার মজার গল্পও শোনা গেল 34টি টেস্ট শতরানের মালিকের গলায়। যদিও ভারতীয় ক্রিকেটে হাল-হকিকত নিয়ে এদিন মুখ খোলেননি গাভাসকর। তবে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ৷ তিনি বলেন, "ইংল্যান্ড ম্যাচের স্কোর দেখলেই বোঝা যায় ভারত কতটা আধিপত্য নিয়ে জিতেছে। টি-20 ক্রিকেট ভয় পেয়ে খেললে চলবে না। ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য আসবেই এই ফরম্যাটে।"

কলকাতায় ইরফান পাঠান (ETV Bharat)

ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। সেই দলে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ নেই ৷ অভাব কি অনুভূত হবে? ইরফান পাঠান বলছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ থাকলে ভালো হতো। দুবাইয়ে চারজন স্পিনার নিয়ে খেলা সম্ভব নয়। তাই আরেকজন ফাস্ট বোলার থাকলে ভালো হত।"

মহম্মদ শামির প্রত্যাবর্তন নিয়ে পাঠান বলছেন, "শামি চ্যাম্পিয়ন বোলার। সবে দলে ফিরেছে, ও ভারতের সেরা দশ বোলারের একজন। শামি এবং জশপ্রীত বুমরার জুটি ভারতীয় বোলিং আক্রমণকে শক্তিশালী করবে নিঃসন্দেহে ৷" তবে মাঠে নেমে শুরুর দিকে শামি কতটা প্রত্যাশায় সিলমোহর দিতে পারবেন, তা নিয়ে সংশয় পাঠানের ৷ তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক-আপ হিসেবে সিরাজকে প্রয়োজন ছিল বলে মত প্রাক্তন অলরাউন্ডারের ৷

ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে নির্দেশিকা দিয়েছে বোর্ড। যা নিয়ে বিতর্ক অব্যাহত। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা রঞ্জি ট্রফিতে খেলতে নামতে বাধ্য হয়েছেন। ইরফান পাঠান বলছেন, "সকলের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা। একটা-দু'টো ম্যাচ নয়, নিয়মিত খেলা উচিত।" কোহলি-রোহিতরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললে জুনিয়র ক্রিকেটাররাও উন্নতি করতে পারবে বলে মত পাঠানের ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.