ETV Bharat / bharat

কাশ্মীরের প্রথম বন্দে ভারত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; রইল যাত্রা শুরুর দিনক্ষণ - VANDE BHARAT TRAIN TO KASHMIR

কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে 24 এবং 25 জানুয়ারি বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান হবে।

PM Modi To Inaugurate Vande Bharat train to Kashmir
কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 7:53 PM IST

শ্রীনগর, 23 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কাশ্মীরের জন্য প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলওয়ে সূত্র বৃহস্পতিবার ইটিভি ভারতকে এ কথা জানিয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি কারণ এখনও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, কাটরা থেকে ট্রেনটিকে 'ফ্ল্যাগ অফ' করবেন প্রধানমন্ত্রী মোদি।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিকল্পনা হল, উদ্বোধনের দিন তিনি জম্মু বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাবের উপর দিয়ে যাবেন। এর পরে তিনি কাটরা রেল স্টেশনে যাবেন। সেখানে কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনটিকে 'ফ্ল্যাগ অফ' করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই সময় প্রধানমন্ত্রী একটি সমাবেশে ভাষণও দেবেন। এর জন্য দুটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কাটরায় একটি স্পোর্টস স্টেডিয়াম এবং জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম।

বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান:
কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে 24 এবং 25 জানুয়ারি বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান হবে। কাশ্মীরের বহু প্রতীক্ষিত এই ট্রেনটি সর্বোচ্চ 85 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ট্রেন চালানোর সবুজ সঙ্কেত পেয়েছে। ট্রেনের শেষ ট্রায়াল রান সিআরএস নিজেই পর্যবেক্ষণ করেন। এই সময় ট্রেনটি ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ছুটেছিল। কাশ্মীরে সরাসরি ট্রেন পরিষেবা শুরু হলে জম্মু ও কাশ্মীর উপকৃত হবে ৷ অন্যদিকে, কাশ্মীর উপত্যকার বাণিজ্য ও পর্যটনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে রেলপথের ইতিহাস:
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত যে পণ্য ও জ্বালানি উপত্যকায় পরিবহণ করা হতো, তা-ও পণ্যবাহী ট্রেনে পরিবহণ করা হবে এবং এর ফলে পণ্যের দামও কমে যাবে। জম্মু ও কাশ্মীরে রেলপথের ইতিহাস প্রাক-স্বাধীনতার সময়কার, যখন 1890 সালে জম্মু ও শিয়ালকোটের (বর্তমানে যা পাকিস্তানে) মধ্যে ট্রেন পরিষেবা চালু হয়েছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালে হওয়া যুদ্ধের পর পঞ্জাব থেকে জম্মুতে সরাসরি ট্রেন আনার কাজ শুরু হয় । 1972 সালে, প্রথম ট্রেন, শ্রীনগর এক্সপ্রেস (বর্তমানে ঝিলম এক্সপ্রেস) জম্মু পৌঁছেছিল এবং তারপরে অন্যান্য ট্রেনগুলিও কাশ্মীরে পৌঁছেছিল। জম্মু থেকে উধমপুর ট্রেন প্রকল্পটি 1981 সালে শুরু হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি 14 এপ্রিল, 1983 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

প্রকল্প বাস্তবায়নের সময় বেশ কয়েকবার পেরিয়ে যাওয়ার পর, 13 এপ্রিল 2005-এ, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উধমপুরে ট্রেন পরিষেবা চালু করেছিলেন। এর পর 2009 সালের অক্টোবরে কাশ্মীরে লোকাল ট্রেন পরিষেবার বিভিন্ন বিভাগ শুরু হয়। 4 জুলাই, 2014-এ, মাতা বৈষ্ণো দেবী মন্দিরের বেস ক্যাম্প কাটরার জন্য সরাসরি ট্রেন পরিষেবা শুরু হয়ে যায়। এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
ট্রায়াল রানে সাফল্য! কবে রেল পথে যুক্ত হবে কাশ্মীর ?
চূড়ান্ত ট্র্যাকের কাজ শেষ, জানুয়ারিতেই চালু দিল্লি-কাশ্মীর ট্রেন পরিষেবা

শ্রীনগর, 23 জানুয়ারি: ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কাশ্মীরের জন্য প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলওয়ে সূত্র বৃহস্পতিবার ইটিভি ভারতকে এ কথা জানিয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি কারণ এখনও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, কাটরা থেকে ট্রেনটিকে 'ফ্ল্যাগ অফ' করবেন প্রধানমন্ত্রী মোদি।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিকল্পনা হল, উদ্বোধনের দিন তিনি জম্মু বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাবের উপর দিয়ে যাবেন। এর পরে তিনি কাটরা রেল স্টেশনে যাবেন। সেখানে কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনটিকে 'ফ্ল্যাগ অফ' করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই সময় প্রধানমন্ত্রী একটি সমাবেশে ভাষণও দেবেন। এর জন্য দুটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কাটরায় একটি স্পোর্টস স্টেডিয়াম এবং জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম।

বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান:
কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে 24 এবং 25 জানুয়ারি বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান হবে। কাশ্মীরের বহু প্রতীক্ষিত এই ট্রেনটি সর্বোচ্চ 85 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ট্রেন চালানোর সবুজ সঙ্কেত পেয়েছে। ট্রেনের শেষ ট্রায়াল রান সিআরএস নিজেই পর্যবেক্ষণ করেন। এই সময় ট্রেনটি ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ছুটেছিল। কাশ্মীরে সরাসরি ট্রেন পরিষেবা শুরু হলে জম্মু ও কাশ্মীর উপকৃত হবে ৷ অন্যদিকে, কাশ্মীর উপত্যকার বাণিজ্য ও পর্যটনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে রেলপথের ইতিহাস:
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক দিয়ে এখন পর্যন্ত যে পণ্য ও জ্বালানি উপত্যকায় পরিবহণ করা হতো, তা-ও পণ্যবাহী ট্রেনে পরিবহণ করা হবে এবং এর ফলে পণ্যের দামও কমে যাবে। জম্মু ও কাশ্মীরে রেলপথের ইতিহাস প্রাক-স্বাধীনতার সময়কার, যখন 1890 সালে জম্মু ও শিয়ালকোটের (বর্তমানে যা পাকিস্তানে) মধ্যে ট্রেন পরিষেবা চালু হয়েছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালে হওয়া যুদ্ধের পর পঞ্জাব থেকে জম্মুতে সরাসরি ট্রেন আনার কাজ শুরু হয় । 1972 সালে, প্রথম ট্রেন, শ্রীনগর এক্সপ্রেস (বর্তমানে ঝিলম এক্সপ্রেস) জম্মু পৌঁছেছিল এবং তারপরে অন্যান্য ট্রেনগুলিও কাশ্মীরে পৌঁছেছিল। জম্মু থেকে উধমপুর ট্রেন প্রকল্পটি 1981 সালে শুরু হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি 14 এপ্রিল, 1983 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

প্রকল্প বাস্তবায়নের সময় বেশ কয়েকবার পেরিয়ে যাওয়ার পর, 13 এপ্রিল 2005-এ, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উধমপুরে ট্রেন পরিষেবা চালু করেছিলেন। এর পর 2009 সালের অক্টোবরে কাশ্মীরে লোকাল ট্রেন পরিষেবার বিভিন্ন বিভাগ শুরু হয়। 4 জুলাই, 2014-এ, মাতা বৈষ্ণো দেবী মন্দিরের বেস ক্যাম্প কাটরার জন্য সরাসরি ট্রেন পরিষেবা শুরু হয়ে যায়। এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
ট্রায়াল রানে সাফল্য! কবে রেল পথে যুক্ত হবে কাশ্মীর ?
চূড়ান্ত ট্র্যাকের কাজ শেষ, জানুয়ারিতেই চালু দিল্লি-কাশ্মীর ট্রেন পরিষেবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.