ETV Bharat / bharat

পর্যটকদের জন্য খুলছে লাদাখের গালওয়ান উপত্যকার দরজা, কবে থেকে ? - GALWAN VALLEY

ভারতীয় সেনাদের আত্মত্যাগের স্মরণে যুদ্ধ স্মারক স্থাপন থেকে হট স্প্রিং, গালওয়ান উপত্যকায় রয়েছে একাধিক আকর্ষণ । রিনচেন আংমো চুমিকচানের বিশেষ প্রতিবেদন ৷

Galwan Valley
2023 সালে গালওয়ান উপত্যকার কাছে ক্রিকেট খেলছেন সেনা জওয়ানরা (ফাইল চিত্র-এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 3:31 PM IST

লেহ, 23 জানুয়ারি: পর্যটকদের ঘোরার অন্যতম স্থান হতে চলেছে লাদাখের গালওয়ান উপত্যকা ৷ কারণ খুব শীঘ্র পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকার দরজা ৷ এখানেই 2020 সালের জুনে ভারতীয় এবং চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ৷ এবার পর্যটকরা এখানে বেড়াতে যেতে পারবেন ৷ তবে কেবল দেশীয় পর্যটকদেরই সেই সুযোগ মিলবে ৷

স্থানীয় প্রশাসন ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সহযোগিতায় গালওয়ান উপত্যকা এবং হট স্প্রিং এলাকাটি অভ্যন্তরীণ পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে ৷ তার জন্য পরিকাঠামোগত উন্নয়ন এবং বাকি নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই চলছে ।

Galwan Valley
2020 সালে গালওয়ান উপত্যকায় হামলায় শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিসৌধ (ফাইল চিত্র-এএনআই)

15 জানুয়ারি সেনা দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে গালওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ তিনি জানান, এর ফলে এই পদক্ষেপ ওই অঞ্চলে সীমান্ত ও গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করবে এবং স্থানীয় সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে আরও চাঙ্গা করে তুলবে বলে আশা করা হচ্ছে । লাদাখের পর্যটন শিল্প এবং আঞ্চলিক উন্নয়নের জন্য ভারতীয় সেনাদের আত্মত্যাগের স্মরণে যুদ্ধের স্মারক বা স্মৃতিসৌধ স্থাপন থেকে শুরু করে বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক পর্যটনের প্রচার করা হচ্ছে ৷

  • গালওয়ান উপত্যকা খোলার দিনক্ষণ

সূত্রের খবর, চলতি বছরের জুন মাস থেকে পর্যটকদের জন্য খুলে যেতে পারে গালওয়ান উপত্যকা ৷ এই উদ্যোগটি লাদাখের ঐতিহ্যকে তুলে ধরা, অর্থনৈতিক বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মান করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত করে ।

Galwan Valley
তারসিং কর্মো পাহাড় (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং রেকি টিমের প্রতিনিধি লবজাং বিসুধা ইটিভি ভারতকে বলেন, "অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যাক্সি ইউনিয়ন, টেম্পো ইউনিয়ন, বাইক ইউনিয়ন এবং এএলজিএইচএ প্রতিনিধিদের 10-সদস্যের একটি দল 19 জানুয়ারি গালওয়ান এলাকার রেকি করে । রেকিটি জিওসি খারু বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এলাকাটি দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।"

তাঁর কথায়, "প্যাংগং হ্রদ বিপুল সংখ্যক পর্যটকদের আকৃষ্ট করছে ৷ এবার গালওয়ানও পর্যটনক্ষেত্র হিসাবে সেই তালিকায় যুক্ত হতে চলেছে ৷ 2020 সালে গালওয়ান হামলায় কর্নেল সন্তোষ বাবু শহিদ হয়েছিলেন, যিনি কোভিড অতিমারী চলাকালীনও এলাকাটিকে স্পটলাইটে এনেছিলেন । পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে এই অঞ্চলটি 15 জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য খুলে যাবে । এর ফলে লাদাখে প্রচুর পরিমাণে দেশপ্রেমিক পর্যটক আসবে ।"

লবজাং বিসুধা জানান, দুটি মূল পয়েন্ট করার পরিকল্পনা করা হয়েছে ৷ একটি হল ডারবুক থেকে 56 কিলোমিটার দূরে, যেখানে একটি ক্যাফেটেরিয়া, স্যুভেনির শপ এবং প্রায় 30 জন লোকের আবাসন তৈরি করা হচ্ছে এবং আরেকটি ডারবুক থেকে 120 কিলোমিটার দূরে । শায়োক হল শেষ বসতি গ্রাম । এর বাইরে আর কোনও জনবসতি নেই ৷

  • স্মৃতিসৌধ ও মিউজিয়াম

এই নয়া উদ্যোগকে এলএএইচডিসি লেহ'র এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি নামগিয়াল ইয়াকজি আনন্দের মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং জানান, তাঁরা দীর্ঘদিন ধরে গালওয়ানকেও পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছিলেন ৷ তিনি বলেন, "2020 সালের গালওয়ানের ঘটনার পর এই উপত্যকা উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে এবং লোকেরা এই অঞ্চলটি দেখার জন্য খুব উৎসাহিত । প্রতিরক্ষা কর্তৃপক্ষও গত দুই থেকে তিন বছর ধরে এটি নিয়ে কাজ করছে ৷ একটি যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপনের ব্যবস্থা করা হয় ৷"

Galwan Valley
120 কিমি গালওয়ান ওয়ার মেমোরিয়াল থেকে গালওয়ান উপত্যকার দৃশ্য (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

ইয়াকজি জানিয়েছেন, তাঁরা সম্প্রতি এই উদ্যোগের বিষয়ে ডারবুকে একটি বৈঠক করেছেন । তিনি বলেন, "2020 সালের স্মৃতিসৌধের অংশ হিসাবে গালওয়ানে একটি মিউজিয়ামও তৈরি করা হচ্ছে । পর্যটকরা এই পথ দিয়ে যাওয়ার সময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার এবং দুই দিনের বার্ষিক বৌদ্ধ উৎসব তারসিং কার্মোর সাক্ষী হওয়ার সুযোগ পাবে ৷"

তাঁর কথায়, "এই উদ্যোগটি পূর্ব লাদাখের জনগণকে উপকৃত করবে ৷ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে ৷ প্রাচীন সিল্ক রুট এবং দুর্গের অবশিষ্টাংশ-সহ এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে । গালওয়ান লেহ জেলা সদর থেকে 240 কিলোমিটার এবং জেলার ডরবুক তহসিল থেকে 120 কিলোমিটার দূরে ।"

  • অর্থনৈতিক উন্নয়ন

তাশি নামগিয়াল ইয়াকজি ইটিভি ভারতকে আরও বলেন, "ডারবুক মহকুমার পর্যটকরা প্যাংগং হ্রদে ভ্রমণ করে এবং একই দিনে ফিরে আসতে পারে । যদি গালওয়ান খোলা হয় তাহলে পর্যটকদের গাড়িতে করে 120 কিলোমিটার ভ্রমণ করতে হবে এবং ডারবুকের গ্রামে রাত্রিযাপন করতে হবে । এই বর্ধিত যাত্রাপথ স্থানীয় অর্থনীতিতে ট্যাক্সি, হোটেল, গেস্ট হাউস এবং রেস্তোরাঁ-সহ উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে ৷ কারণ লাদাখ মূলত পর্যটনের উপর নির্ভর করে ৷"

Galwan Valley
গালওয়ান ভ্যালি রেকি করার সময় ট্যুরিজম এনাবলারের প্রতিনিধিরা (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

তিনিও নিশ্চিত করেছেন, 2025 সালের মে বা জুনের মধ্যে গালওয়ানকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ 2020 সালের ঘটনার পরে গালওয়ানে ভ্রমণের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ বর্তমানে, ডারবুক এবং শায়োকের স্থানীয়রা মেষপালক এবং পোর্টার-সহ বিশেষ অনুমতি নিয়ে এলাকায় প্রবেশ করতে পারে ৷ কারণ তাদের ঘোড়া এবং ইয়াকগুলি এই অঞ্চলের খুব কাছাকাছি চরে বেরায় ।

ইয়াকজির বক্তব্য, "আমরা আমাদের বিবৃতি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জমা দিয়েছিলাম, যখন তিনি সেতু উদ্বোধনের জন্য 2017 সালে শায়োক পরিদর্শন করেছিলেন । একইভাবে, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু'বার একবার শায়কে এবং অন্যবার ডিবিওতে উদ্বোধনের জন্য এই অঞ্চলটি পরিদর্শন করেছেন ৷"

  • বন্যপ্রেমীদের আকর্ষণের কেন্দবিন্দু

চুশুলের কাউন্সিলর কনচোক স্ট্যানজিনও গালওয়ান উপত্যকা খোলার খবরে সিলমোহর দিয়েছেন ৷ তিনি জানান, কর্তৃপক্ষ পর্যটকদের জন্য গালওয়ান এবং হট স্প্রিং খোলার পরিকল্পনা করছে । তিনি বলেন, "গালওয়ানের ঘটনায় শহিদ হওয়া 20 জন জওয়ানকে সম্মান জানাতে গালওয়ানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করছে সেনাবাহিনী । হট স্প্রিং-এ আমাদের কাছে ইতিমধ্যেই করম সিং এবং তাঁর দল-সহ 10 জন সিআরপিএফ জওয়ানকে উৎসর্গ করে একটি স্মৃতিসৌধ রয়েছে ৷ ওইসব জওয়ানরা 1959 সালে চিনা বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হয়েছিলেন ।"

স্ট্যানজিন জানিয়েছেন, গত বছর কু ভ্যালিতে ট্রেকিং শুরু করার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই মার্টসেমিক পর্যন্ত প্রবেশের দরজা খুলে দিয়েছে । হট স্প্রিং এলাকা নিয়ে তিনি বলেন, এই এলাকায় বন্যপ্রাণী পর্যটনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে । এই অঞ্চলটি অনন্য প্রজাতির যেমন বন্য ইয়াক, অ্যান্টিলোপ, প্যালাসের বিড়াল, তুষার চিতা, লিংক্স এবং অন্যান্য বিভিন্ন প্রাণীর আবাসস্থল । এখানে পর্যটনের প্রচার শুধু বন্যপ্রেমীদের আকৃষ্ট করবে না, বরং এই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নকেও উৎসাহিত করবে ৷"

গালওয়ান সংঘর্ষের পর প্রথম, চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

লেহ, 23 জানুয়ারি: পর্যটকদের ঘোরার অন্যতম স্থান হতে চলেছে লাদাখের গালওয়ান উপত্যকা ৷ কারণ খুব শীঘ্র পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকার দরজা ৷ এখানেই 2020 সালের জুনে ভারতীয় এবং চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ৷ এবার পর্যটকরা এখানে বেড়াতে যেতে পারবেন ৷ তবে কেবল দেশীয় পর্যটকদেরই সেই সুযোগ মিলবে ৷

স্থানীয় প্রশাসন ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সহযোগিতায় গালওয়ান উপত্যকা এবং হট স্প্রিং এলাকাটি অভ্যন্তরীণ পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে ৷ তার জন্য পরিকাঠামোগত উন্নয়ন এবং বাকি নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই চলছে ।

Galwan Valley
2020 সালে গালওয়ান উপত্যকায় হামলায় শহিদ ভারতীয় জওয়ানদের স্মৃতিসৌধ (ফাইল চিত্র-এএনআই)

15 জানুয়ারি সেনা দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে গালওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ তিনি জানান, এর ফলে এই পদক্ষেপ ওই অঞ্চলে সীমান্ত ও গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করবে এবং স্থানীয় সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে আরও চাঙ্গা করে তুলবে বলে আশা করা হচ্ছে । লাদাখের পর্যটন শিল্প এবং আঞ্চলিক উন্নয়নের জন্য ভারতীয় সেনাদের আত্মত্যাগের স্মরণে যুদ্ধের স্মারক বা স্মৃতিসৌধ স্থাপন থেকে শুরু করে বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক পর্যটনের প্রচার করা হচ্ছে ৷

  • গালওয়ান উপত্যকা খোলার দিনক্ষণ

সূত্রের খবর, চলতি বছরের জুন মাস থেকে পর্যটকদের জন্য খুলে যেতে পারে গালওয়ান উপত্যকা ৷ এই উদ্যোগটি লাদাখের ঐতিহ্যকে তুলে ধরা, অর্থনৈতিক বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মান করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত করে ।

Galwan Valley
তারসিং কর্মো পাহাড় (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং রেকি টিমের প্রতিনিধি লবজাং বিসুধা ইটিভি ভারতকে বলেন, "অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যাক্সি ইউনিয়ন, টেম্পো ইউনিয়ন, বাইক ইউনিয়ন এবং এএলজিএইচএ প্রতিনিধিদের 10-সদস্যের একটি দল 19 জানুয়ারি গালওয়ান এলাকার রেকি করে । রেকিটি জিওসি খারু বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এলাকাটি দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।"

তাঁর কথায়, "প্যাংগং হ্রদ বিপুল সংখ্যক পর্যটকদের আকৃষ্ট করছে ৷ এবার গালওয়ানও পর্যটনক্ষেত্র হিসাবে সেই তালিকায় যুক্ত হতে চলেছে ৷ 2020 সালে গালওয়ান হামলায় কর্নেল সন্তোষ বাবু শহিদ হয়েছিলেন, যিনি কোভিড অতিমারী চলাকালীনও এলাকাটিকে স্পটলাইটে এনেছিলেন । পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে এই অঞ্চলটি 15 জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য খুলে যাবে । এর ফলে লাদাখে প্রচুর পরিমাণে দেশপ্রেমিক পর্যটক আসবে ।"

লবজাং বিসুধা জানান, দুটি মূল পয়েন্ট করার পরিকল্পনা করা হয়েছে ৷ একটি হল ডারবুক থেকে 56 কিলোমিটার দূরে, যেখানে একটি ক্যাফেটেরিয়া, স্যুভেনির শপ এবং প্রায় 30 জন লোকের আবাসন তৈরি করা হচ্ছে এবং আরেকটি ডারবুক থেকে 120 কিলোমিটার দূরে । শায়োক হল শেষ বসতি গ্রাম । এর বাইরে আর কোনও জনবসতি নেই ৷

  • স্মৃতিসৌধ ও মিউজিয়াম

এই নয়া উদ্যোগকে এলএএইচডিসি লেহ'র এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি নামগিয়াল ইয়াকজি আনন্দের মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং জানান, তাঁরা দীর্ঘদিন ধরে গালওয়ানকেও পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছিলেন ৷ তিনি বলেন, "2020 সালের গালওয়ানের ঘটনার পর এই উপত্যকা উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে এবং লোকেরা এই অঞ্চলটি দেখার জন্য খুব উৎসাহিত । প্রতিরক্ষা কর্তৃপক্ষও গত দুই থেকে তিন বছর ধরে এটি নিয়ে কাজ করছে ৷ একটি যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপনের ব্যবস্থা করা হয় ৷"

Galwan Valley
120 কিমি গালওয়ান ওয়ার মেমোরিয়াল থেকে গালওয়ান উপত্যকার দৃশ্য (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

ইয়াকজি জানিয়েছেন, তাঁরা সম্প্রতি এই উদ্যোগের বিষয়ে ডারবুকে একটি বৈঠক করেছেন । তিনি বলেন, "2020 সালের স্মৃতিসৌধের অংশ হিসাবে গালওয়ানে একটি মিউজিয়ামও তৈরি করা হচ্ছে । পর্যটকরা এই পথ দিয়ে যাওয়ার সময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার এবং দুই দিনের বার্ষিক বৌদ্ধ উৎসব তারসিং কার্মোর সাক্ষী হওয়ার সুযোগ পাবে ৷"

তাঁর কথায়, "এই উদ্যোগটি পূর্ব লাদাখের জনগণকে উপকৃত করবে ৷ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে ৷ প্রাচীন সিল্ক রুট এবং দুর্গের অবশিষ্টাংশ-সহ এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে । গালওয়ান লেহ জেলা সদর থেকে 240 কিলোমিটার এবং জেলার ডরবুক তহসিল থেকে 120 কিলোমিটার দূরে ।"

  • অর্থনৈতিক উন্নয়ন

তাশি নামগিয়াল ইয়াকজি ইটিভি ভারতকে আরও বলেন, "ডারবুক মহকুমার পর্যটকরা প্যাংগং হ্রদে ভ্রমণ করে এবং একই দিনে ফিরে আসতে পারে । যদি গালওয়ান খোলা হয় তাহলে পর্যটকদের গাড়িতে করে 120 কিলোমিটার ভ্রমণ করতে হবে এবং ডারবুকের গ্রামে রাত্রিযাপন করতে হবে । এই বর্ধিত যাত্রাপথ স্থানীয় অর্থনীতিতে ট্যাক্সি, হোটেল, গেস্ট হাউস এবং রেস্তোরাঁ-সহ উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে ৷ কারণ লাদাখ মূলত পর্যটনের উপর নির্ভর করে ৷"

Galwan Valley
গালওয়ান ভ্যালি রেকি করার সময় ট্যুরিজম এনাবলারের প্রতিনিধিরা (ছবি সৌজন্যে: লবজাং বিসুধা)

তিনিও নিশ্চিত করেছেন, 2025 সালের মে বা জুনের মধ্যে গালওয়ানকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ 2020 সালের ঘটনার পরে গালওয়ানে ভ্রমণের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ বর্তমানে, ডারবুক এবং শায়োকের স্থানীয়রা মেষপালক এবং পোর্টার-সহ বিশেষ অনুমতি নিয়ে এলাকায় প্রবেশ করতে পারে ৷ কারণ তাদের ঘোড়া এবং ইয়াকগুলি এই অঞ্চলের খুব কাছাকাছি চরে বেরায় ।

ইয়াকজির বক্তব্য, "আমরা আমাদের বিবৃতি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জমা দিয়েছিলাম, যখন তিনি সেতু উদ্বোধনের জন্য 2017 সালে শায়োক পরিদর্শন করেছিলেন । একইভাবে, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু'বার একবার শায়কে এবং অন্যবার ডিবিওতে উদ্বোধনের জন্য এই অঞ্চলটি পরিদর্শন করেছেন ৷"

  • বন্যপ্রেমীদের আকর্ষণের কেন্দবিন্দু

চুশুলের কাউন্সিলর কনচোক স্ট্যানজিনও গালওয়ান উপত্যকা খোলার খবরে সিলমোহর দিয়েছেন ৷ তিনি জানান, কর্তৃপক্ষ পর্যটকদের জন্য গালওয়ান এবং হট স্প্রিং খোলার পরিকল্পনা করছে । তিনি বলেন, "গালওয়ানের ঘটনায় শহিদ হওয়া 20 জন জওয়ানকে সম্মান জানাতে গালওয়ানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করছে সেনাবাহিনী । হট স্প্রিং-এ আমাদের কাছে ইতিমধ্যেই করম সিং এবং তাঁর দল-সহ 10 জন সিআরপিএফ জওয়ানকে উৎসর্গ করে একটি স্মৃতিসৌধ রয়েছে ৷ ওইসব জওয়ানরা 1959 সালে চিনা বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হয়েছিলেন ।"

স্ট্যানজিন জানিয়েছেন, গত বছর কু ভ্যালিতে ট্রেকিং শুরু করার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই মার্টসেমিক পর্যন্ত প্রবেশের দরজা খুলে দিয়েছে । হট স্প্রিং এলাকা নিয়ে তিনি বলেন, এই এলাকায় বন্যপ্রাণী পর্যটনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে । এই অঞ্চলটি অনন্য প্রজাতির যেমন বন্য ইয়াক, অ্যান্টিলোপ, প্যালাসের বিড়াল, তুষার চিতা, লিংক্স এবং অন্যান্য বিভিন্ন প্রাণীর আবাসস্থল । এখানে পর্যটনের প্রচার শুধু বন্যপ্রেমীদের আকৃষ্ট করবে না, বরং এই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নকেও উৎসাহিত করবে ৷"

গালওয়ান সংঘর্ষের পর প্রথম, চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.