কলকাতা, 20 ডিসেম্বর: টানা আট ম্যাচে হার ৷ অভিষেক আইএসএলে সাড়া জাগিয়ে শুরু করেও ক্রমেই আঁধারে মহামেডান ৷ আগামী রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে নয়া সমস্যা উদ্ভূত ময়দানের তৃতীয় প্রধানে ৷ তিন বিদেশি ফুটবলারের দু-তিনমাসের বেতন বকেয়া মহামেডানে ৷ পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইতিমধ্যেই এক ফুটবলার ফিফার দ্বারস্থ হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷ বাকি দুই বিদেশি তাঁদের এজেন্টের সঙ্গে আলোচনা করে ফিফায় যাওয়ার কথা ভাবছেন বলে জানা গিয়েছে ৷
ব্রাজিলের ফ্রাঙ্কা, ফ্রান্সের ফ্লোরেন্ত ওগিয়ের এবং কঙ্গোর বিদেশি লবি মাঞ্জোকির একাধিক মাসের বেতন বকেয়া রয়েছে ৷ যা খবর তাতে ওগিয়ের বিশ্ব ফুটবলের গভর্নিং বডি'র দ্বারস্থ হচ্ছেন ৷ তিনমাসের বেতন বাকি সাম্বার দেশের ফুটবলার ফ্রাঙ্কার ৷ যা পরিস্থিতি তাতে এই সকল বিদেশিরা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোত নয়া ক্লাব খুঁজে নেওয়ার কথা ভাবছেন ৷ বাকি অ্যালেক্সিস গোমেজ, কাশিমভরা অবশ্য বকেয়া বেতন নিয়ে মুখ খোলেননি ৷ তবে শোনা যাচ্ছে একই অভিযোগ রয়েছে তাঁদেরও।