পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার ভবিষ্যৎ কী? ঠিক করতে শাহ-সাক্ষাতে আগরকর - Indian Squad for T20 WC - INDIAN SQUAD FOR T20 WC

Agarkar Meets Shah: আসন্ন টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দলঘোষণার আগে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে আলোচনার নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷ দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ, দ্বিতীয় উইকেটরক্ষক নিশ্চিত করতেই দু'পক্ষের মূলত আলোচনা বলে মনে করা হচ্ছে ৷

INDIAN SQUAD SPECULATION FOR T20 WC
ফাইল ছবি

By ANI

Published : Apr 30, 2024, 3:40 PM IST

আমেদাবাদ, 30 এপ্রিল: ডেডলাইন 1 মে ৷ চূড়ান্ত ঘোষণার আগের আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কোনওরকম ফাঁক রাখতে নারাজ নির্বাচক কমিটি ৷ দলঘোষণার আগে তাই মঙ্গলবার আমেদাবাদে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে আলোচনায় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷ আমেদাবাদে আইটিসি'র একটি হোটেলে দু'পক্ষের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলেই খবর ৷ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা অধিনায়ক রোহিত শর্মার-ও ৷

সূত্রের খবর 15 সদস্যের দলে অলরারউন্ডার হার্দিক পান্ডিয়ার নির্বাচন ইস্যুতেই দু'পক্ষের এই বৈঠক ৷ রোহিত শর্মাকে সরিয়ে কোটিপতি লিগের সপ্তদশ সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ব্যাটন বরোদা ক্রিকেটারের কাঁধে থাকলেও ফর্মের ধারেকাছে নেই পান্ডিয়া ৷ ন'ম্যাচে এখনও পর্যন্ত মাত্র 19 ওভার হাত ঘুরিয়ে বরোদা অলরাউন্ডের ঝুলিতে এসেছে চার উইকেট ৷ ব্যাট হাতে হার্দিকের আইপিএল পরিসংখ্যান তো আরও আশাবিরূপ ৷ 24.62 গড়ে মুম্বই অধিনায়কের ঝুলিতে আপাতত মাত্র 197 রান ৷

এমতাবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপে হার্দিকের আদৌ জায়গা হয় কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট জনতা ৷ হার্দিকের ভবিষ্যতের পাশাপাশি স্কোয়াডে দ্বিতীয় পছন্দের স্টাম্পার-ব্যাটার কে হবেন, তা নিয়েও একপ্রস্থ আলোচনা হবে চূড়ান্ত ঘোষণার আগে ৷ 15 সদস্যের দলে দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষকের জন্য লড়াই যথাক্রমে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসনের মধ্যে৷ স্কোয়াডে ঋষভ পন্তই প্রথম পছন্দের স্টাম্পার-ব্যাটার হতে যাচ্ছেন বলে খবর ৷

আরও বেশ কিছু বিষয় বৈঠকে উঠে আসবে নিশ্চিতভাবেই ৷ সেখানে উঠতে পারে শুভমন গিল কিংবা যুবেন্দ্র চাহালের প্রসঙ্গ ৷ রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল একপ্রকার নিশ্চিত ৷ সেক্ষেত্রে পঞ্জাব ব্যাটারকে দলে রাখার যৌক্তিকতা কোথায় কিংবা দলে 'ফিনিশার' রিঙ্কু সিংয়ের প্রয়োজনীয়তা আছে কি না, এইসব বিষয়গুলিও উঠে আসবে নিঃসন্দেহে ৷

আরও পড়ুন:

  1. আরও হোক চার-ছক্কার ফুলঝুরি, জন্মদিনে ফিরে দেখা 'হিটম্যানের' রেকর্ডবুক
  2. ফিরল 99'র রেট্রো জার্সি, কনওয়েকে রেখেই টি-20 বিশ্বযুদ্ধের দলঘোষণা নিউজিল্যান্ডের

ABOUT THE AUTHOR

...view details