ETV Bharat / state

বিজিবি’র বাধা উড়িয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু বিএসএফের, বাহিনীর পাশে বাসিন্দারা - FENCING IN INDIA BANGLADESH BORDER

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবি’র বিরুদ্ধে ৷ সোমবারের ঘটনায় উত্তেজনা ছড়ায় সীমান্তে ৷

FENCING IN INDIA BANGLADESH BORDER
বিজিবি’র বাধা উড়িয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু বিএসএফের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 23 hours ago

মালদা, 7 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর এলাকায় ৷ বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র বিরুদ্ধে ৷ সোমবারের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায় ৷ যদিও, মঙ্গলবার থেকে ফের কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে বিএসএফ ৷

সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন বর্ডার গার্ডস অফ বাংলাদেশের জওয়ানরা ৷ তাঁরা দাবি করেন, যে জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে ৷ তাই এই বেড়া দেওয়া যাবে না ৷ প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমর্থনে এগিয়ে আসে সে’দেশের কিছু বাসিন্দাও ৷

Fencing in India Bangladesh Border
বিএসএফের পাশে দাঁড়িয়ে বিজিবি-র সঙ্গে মোকাবিলা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের ৷ (ইটিভি ভারত)

তখনই বিএসএফের সমর্থনে এগিয়ে আসেন সীমান্তবর্তী গ্রামে বসবাসকারী ভারতীয়রা ৷ শতাধিক লোকজন ঘটনাস্থলে জমায়েত করেন ৷ দু’দেশের নাগরিকদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় ৷ তীব্র উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক সীমান্তে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক 3 নম্বর ব্লকের সরকারি আধিকারিকরা ৷ তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও, তখনের মতো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে, মঙ্গলবার থেকে সেই কাজ আবার শুরু হয়েছে ৷

যে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই এলাকাটি বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানার অধীনে ৷ মঙ্গলবার সকালে দু’দেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে জিরো পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৷ এলাকার ম্যাপ খুলে বাংলাদেশের প্রশাসন ও বিজিবি-কে বুঝিয়ে দেওয়া হয়, যেখানে বেড়া দেওয়ার কাজ চলছে, সেই এলাকাটি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে ৷

ম্যাপ দেখে ও জমি জরিপ করে ভারতীয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয় বাংলাদেশের প্রশাসন ও বিজিবি ৷ এ দিন থেকেই ফের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ ওই এলাকায় সীমান্তে বিএসএফ-এর পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সতর্ক রয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশও ৷

জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গতকাল সুকদেবপুর এলাকায় খানিকটা সমস্যা দেখা দিয়েছিল ৷ তাতে কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে, আজ সেই সমস্যা মিটে গিয়েছে ৷ বেড়া দেওয়ার কাজও দ্রুতগতিতে চলছে ৷"

অন্যদিকে, এই ঘটনায় বিজিবি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় সোমবারের ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ সেখানে শুভেন্দুর হুঁশিয়ারি, "বিজিবি-কে বুঝিয়ে দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনোরকম উপদ্রব আমরা বরদাস্ত করব না ৷ সীমান্তবর্তী নাগরিকদের ভারত মাতা কী জয় ও বন্দেমাতরমের স্লোগান বুঝিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ জাগছে ৷ তাঁদের শিরায়-শিরায় জাতীয়তাবাদের রক্ত বইছে ৷"

বিষয়টি নিয়ে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবদুর রহিম ইটিভি ভারতকে বলেন, "সুকদেবপুর এলাকাটি একেবারে বাংলাদেশ লাগোয়া ৷ সেখানে আন্তর্জাতিক সীমান্তের বেশ কিছু এলাকা অরক্ষিত ৷ এর সুযোগ নেয় দু’দেশের দুষ্কৃতীরা ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার সেখানে প্রায় আট কিলোমিটার এলাকায় ত্রিস্তর কাঁটাতারের বেড়া লাগানোর সিদ্ধান্ত নেয় ৷ গতকাল সেই কাজ শুরু করেন সিপিডব্লিউডি বিভাগের আধিকারিকরা ৷ সেই সময় বিজিবি ও বাংলাদেশের কিছু নাগরিক তাঁদের বাধা দেন ৷ তাঁরা দাবি করেন, ওই এলাকাটি বাংলাদেশের মধ্যে পড়ে ৷’’

আবদুর রহিম আরও বলেন, ‘‘এদিকে এপারেও ভারতীয়রা একজোট হয়ে যান ৷ তাঁরা বেড়া দেওয়ার পক্ষে দাবি তুলতে থাকেন ৷ এ নিয়ে সীমান্তে প্রবল উত্তেজনা ছড়ায় ৷ অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ৷ আজ সকালে দু’দেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে একটি বৈঠক হয় ৷ পরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ফের শুরু হয়েছে ৷ গতকালের ঘটনার পর সীমান্তে বিএসএফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ পেট্রোলিং চলছে ৷"

মালদা, 7 জানুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়াল কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর এলাকায় ৷ বিএসএফ-কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র বিরুদ্ধে ৷ সোমবারের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায় ৷ যদিও, মঙ্গলবার থেকে ফের কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে বিএসএফ ৷

সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন বর্ডার গার্ডস অফ বাংলাদেশের জওয়ানরা ৷ তাঁরা দাবি করেন, যে জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে ৷ তাই এই বেড়া দেওয়া যাবে না ৷ প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমর্থনে এগিয়ে আসে সে’দেশের কিছু বাসিন্দাও ৷

Fencing in India Bangladesh Border
বিএসএফের পাশে দাঁড়িয়ে বিজিবি-র সঙ্গে মোকাবিলা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের ৷ (ইটিভি ভারত)

তখনই বিএসএফের সমর্থনে এগিয়ে আসেন সীমান্তবর্তী গ্রামে বসবাসকারী ভারতীয়রা ৷ শতাধিক লোকজন ঘটনাস্থলে জমায়েত করেন ৷ দু’দেশের নাগরিকদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় ৷ তীব্র উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক সীমান্তে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক 3 নম্বর ব্লকের সরকারি আধিকারিকরা ৷ তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও, তখনের মতো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে, মঙ্গলবার থেকে সেই কাজ আবার শুরু হয়েছে ৷

যে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই এলাকাটি বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানার অধীনে ৷ মঙ্গলবার সকালে দু’দেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে জিরো পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৷ এলাকার ম্যাপ খুলে বাংলাদেশের প্রশাসন ও বিজিবি-কে বুঝিয়ে দেওয়া হয়, যেখানে বেড়া দেওয়ার কাজ চলছে, সেই এলাকাটি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে ৷

ম্যাপ দেখে ও জমি জরিপ করে ভারতীয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয় বাংলাদেশের প্রশাসন ও বিজিবি ৷ এ দিন থেকেই ফের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ ওই এলাকায় সীমান্তে বিএসএফ-এর পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সতর্ক রয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশও ৷

জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গতকাল সুকদেবপুর এলাকায় খানিকটা সমস্যা দেখা দিয়েছিল ৷ তাতে কাজ বন্ধ হয়ে যায় ৷ তবে, আজ সেই সমস্যা মিটে গিয়েছে ৷ বেড়া দেওয়ার কাজও দ্রুতগতিতে চলছে ৷"

অন্যদিকে, এই ঘটনায় বিজিবি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোশাল মিডিয়ায় সোমবারের ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ সেখানে শুভেন্দুর হুঁশিয়ারি, "বিজিবি-কে বুঝিয়ে দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনোরকম উপদ্রব আমরা বরদাস্ত করব না ৷ সীমান্তবর্তী নাগরিকদের ভারত মাতা কী জয় ও বন্দেমাতরমের স্লোগান বুঝিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ জাগছে ৷ তাঁদের শিরায়-শিরায় জাতীয়তাবাদের রক্ত বইছে ৷"

বিষয়টি নিয়ে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবদুর রহিম ইটিভি ভারতকে বলেন, "সুকদেবপুর এলাকাটি একেবারে বাংলাদেশ লাগোয়া ৷ সেখানে আন্তর্জাতিক সীমান্তের বেশ কিছু এলাকা অরক্ষিত ৷ এর সুযোগ নেয় দু’দেশের দুষ্কৃতীরা ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার সেখানে প্রায় আট কিলোমিটার এলাকায় ত্রিস্তর কাঁটাতারের বেড়া লাগানোর সিদ্ধান্ত নেয় ৷ গতকাল সেই কাজ শুরু করেন সিপিডব্লিউডি বিভাগের আধিকারিকরা ৷ সেই সময় বিজিবি ও বাংলাদেশের কিছু নাগরিক তাঁদের বাধা দেন ৷ তাঁরা দাবি করেন, ওই এলাকাটি বাংলাদেশের মধ্যে পড়ে ৷’’

আবদুর রহিম আরও বলেন, ‘‘এদিকে এপারেও ভারতীয়রা একজোট হয়ে যান ৷ তাঁরা বেড়া দেওয়ার পক্ষে দাবি তুলতে থাকেন ৷ এ নিয়ে সীমান্তে প্রবল উত্তেজনা ছড়ায় ৷ অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ৷ আজ সকালে দু’দেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে একটি বৈঠক হয় ৷ পরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ফের শুরু হয়েছে ৷ গতকালের ঘটনার পর সীমান্তে বিএসএফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ পেট্রোলিং চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.