ETV Bharat / state

বারাসতে বিজেপি নেতার দোকান ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে - BJP LEADER SHOP VANDALISED

বারাসত পুরসভা এলাকায় এক বিজেপি নেতার দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের দিকে ৷

BJP LEADER SHOP VANDALISED
বারাসতে বিজেপি নেতার দোকান ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 22 hours ago

বারাসত, 7 জানুয়ারি: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি ! পুরসভার লোকজন নিয়ে এসে বিজেপি নেতার দোকান ভেঙে গুঁড়িয়ে দিলেন শাসকদলের নেত্রী । এমনই অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত ।

মহিলা কাউন্সিলরের 'দাদাগিরি'র অভিযোগ নিয়ে ইতিমধ্যে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার দ্বারস্থ হয়েছেন পুরসভার চেয়ারম্যানের । বিজেপির জেলা নেতৃত্বও এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছে । হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনে নামারও ।

দোকান ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (ইটিভি ভারত)

যদিও 'দাদাগিরি'র অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য । প্রশাসনের নির্দেশ মেনে তিনি সাধারণ মানুষের স্বার্থেই ওই দোকানের সামনের অংশ খুলে দিয়েছেন বলে দাবি করেছেন ।

বারাসত পুরসভার 11 নম্বর ওয়ার্ডে বাড়ি বিজেপি নেতা অরূপ সেনের । তিনি বিজেপির জেলা কমিটিতে রয়েছেন । সেই সঙ্গে দলের হাবড়া বিধানসভার কো-কনভেনার পদের দায়িত্বও তাঁর কাঁধে । তবে, তাঁর ওই দোকান (রেস্তরাঁ) ন'পাড়া কালীবাড়ি সংলগ্ন 12 নম্বর (পুরনো 34 নম্বর) জাতীয় সড়কের পাশে ৷ সেটি আবার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত । যার কাউন্সিলর তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য ।

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

দীর্ঘদিন ধরেই সেখানে ব্যবসা করে আসছেন ওই বিজেপি নেতা । তার আশপাশে আরও দোকান রয়েছে । অথচ, মঙ্গলবার সেসব দোকান না ভেঙে বেছে বেছে তাঁর দোকানটিকেই টার্গেট করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার । অভিযোগ, ভাঙার আগে তাঁকে কোনও নোটিশ কিংবা তাঁর সঙ্গে কোনোরকম আলোচনা কাউন্সিলর করেননি । যার জেরে বিতর্ক তৈরি হয়েছে ।

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

প্রশ্ন উঠেছে, প্রশাসনের নির্দেশ যদি থেকেই থাকে তাহলে বেছে বেছে কেন একটি মাত্র দোকানই ভাঙা হল ? মানুষের স্বার্থে যদি দোকান ভেঙে দিতেই হয়, তাহলে তো সমস্ত দোকান ঘরই একসঙ্গে ভাঙা হবে ? কেনই বা আশপাশের কোনও দোকানের গায়ে আঁচড় লাগল না ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে রাজনীতির অন্দরে । যদিও, কাউন্সিলরের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । রাজনীতি জড়িয়ে দেওয়া হচ্ছে ।

এদিকে, দাবি, পাল্টা দাবি ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে জেলার সদর শহর বারাসতে । এই বিষয়ে বিজেপি নেতা অরূপ সেন বলেন, "দীর্ঘদিন ধরেই আমার দোকানের উপর নজর ছিল তৃণমূলের ওই কাউন্সিলরের । উনি চেষ্টা করছিলেন কীভাবে আমার দোকানটি উঠিয়ে সেখানে একটি শাসকদলের পার্টি অফিস করা যায় । বারবার ডেকে আমাকে হেনস্তাও করছিলেন । শুধুমাত্র বিজেপি করার অপরাধেই দোকানটি ভেঙে দেওয়া হল । এছাড়া আর কোনও কারণ নেই ।"

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র দলীয় নেতার পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলকে । তিনি বলেন, "তৃণমূলের ওই কাউন্সিলর যদি ভেবে থাকে, হুমকি এবং চাপ সৃষ্টি করে বিজেপিকে দমিয়ে দেওয়া যাবে, সেটা উনি ভুল ভাবছেন । আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের কোনও নেতা-কর্মীর পেটে যদি লাথি মারা হয় সেটা আমরা বরদাস্ত করব না । এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব আমরা ।"

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

অন‍্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, "উনি কোন দলের রাজনীতি করেন, সেটা আমার জানা নেই । তবে, এটুকু বলব ওঁর দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । সামনের অংশটিও হেলে গিয়েছিল । এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী এবং মানুষের চলাচলের ক্ষেত্রে বিপদ বাড়ছিল । সেই কারণেই দোকানের সামনের অংশ খুলে ফেলা হয়েছে । ভাঙচুরের অভিযোগ সঠিক নয় । অযথা এনিয়ে রাজনীতি করা হচ্ছে ।"

বারাসত, 7 জানুয়ারি: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি ! পুরসভার লোকজন নিয়ে এসে বিজেপি নেতার দোকান ভেঙে গুঁড়িয়ে দিলেন শাসকদলের নেত্রী । এমনই অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত ।

মহিলা কাউন্সিলরের 'দাদাগিরি'র অভিযোগ নিয়ে ইতিমধ্যে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার দ্বারস্থ হয়েছেন পুরসভার চেয়ারম্যানের । বিজেপির জেলা নেতৃত্বও এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছে । হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনে নামারও ।

দোকান ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে (ইটিভি ভারত)

যদিও 'দাদাগিরি'র অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য । প্রশাসনের নির্দেশ মেনে তিনি সাধারণ মানুষের স্বার্থেই ওই দোকানের সামনের অংশ খুলে দিয়েছেন বলে দাবি করেছেন ।

বারাসত পুরসভার 11 নম্বর ওয়ার্ডে বাড়ি বিজেপি নেতা অরূপ সেনের । তিনি বিজেপির জেলা কমিটিতে রয়েছেন । সেই সঙ্গে দলের হাবড়া বিধানসভার কো-কনভেনার পদের দায়িত্বও তাঁর কাঁধে । তবে, তাঁর ওই দোকান (রেস্তরাঁ) ন'পাড়া কালীবাড়ি সংলগ্ন 12 নম্বর (পুরনো 34 নম্বর) জাতীয় সড়কের পাশে ৷ সেটি আবার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত । যার কাউন্সিলর তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য ।

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

দীর্ঘদিন ধরেই সেখানে ব্যবসা করে আসছেন ওই বিজেপি নেতা । তার আশপাশে আরও দোকান রয়েছে । অথচ, মঙ্গলবার সেসব দোকান না ভেঙে বেছে বেছে তাঁর দোকানটিকেই টার্গেট করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার । অভিযোগ, ভাঙার আগে তাঁকে কোনও নোটিশ কিংবা তাঁর সঙ্গে কোনোরকম আলোচনা কাউন্সিলর করেননি । যার জেরে বিতর্ক তৈরি হয়েছে ।

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

প্রশ্ন উঠেছে, প্রশাসনের নির্দেশ যদি থেকেই থাকে তাহলে বেছে বেছে কেন একটি মাত্র দোকানই ভাঙা হল ? মানুষের স্বার্থে যদি দোকান ভেঙে দিতেই হয়, তাহলে তো সমস্ত দোকান ঘরই একসঙ্গে ভাঙা হবে ? কেনই বা আশপাশের কোনও দোকানের গায়ে আঁচড় লাগল না ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে রাজনীতির অন্দরে । যদিও, কাউন্সিলরের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । রাজনীতি জড়িয়ে দেওয়া হচ্ছে ।

এদিকে, দাবি, পাল্টা দাবি ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে জেলার সদর শহর বারাসতে । এই বিষয়ে বিজেপি নেতা অরূপ সেন বলেন, "দীর্ঘদিন ধরেই আমার দোকানের উপর নজর ছিল তৃণমূলের ওই কাউন্সিলরের । উনি চেষ্টা করছিলেন কীভাবে আমার দোকানটি উঠিয়ে সেখানে একটি শাসকদলের পার্টি অফিস করা যায় । বারবার ডেকে আমাকে হেনস্তাও করছিলেন । শুধুমাত্র বিজেপি করার অপরাধেই দোকানটি ভেঙে দেওয়া হল । এছাড়া আর কোনও কারণ নেই ।"

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র দলীয় নেতার পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলকে । তিনি বলেন, "তৃণমূলের ওই কাউন্সিলর যদি ভেবে থাকে, হুমকি এবং চাপ সৃষ্টি করে বিজেপিকে দমিয়ে দেওয়া যাবে, সেটা উনি ভুল ভাবছেন । আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের কোনও নেতা-কর্মীর পেটে যদি লাথি মারা হয় সেটা আমরা বরদাস্ত করব না । এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব আমরা ।"

BJP Leader Shop Vandalised
বারাসতে বিজেপি নেতার দোকান (নিজস্ব ছবি)

অন‍্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, "উনি কোন দলের রাজনীতি করেন, সেটা আমার জানা নেই । তবে, এটুকু বলব ওঁর দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । সামনের অংশটিও হেলে গিয়েছিল । এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী এবং মানুষের চলাচলের ক্ষেত্রে বিপদ বাড়ছিল । সেই কারণেই দোকানের সামনের অংশ খুলে ফেলা হয়েছে । ভাঙচুরের অভিযোগ সঠিক নয় । অযথা এনিয়ে রাজনীতি করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.