বার্বাডোজ, 30 জুন: দীর্ঘ 13 বছরের প্রতীক্ষা শেষ ৷ ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ ক্যারিবিয়ানদের মাঠে নেমে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছে ‘মেন ইন ব্লু’ ৷ এক্স পোস্টে রোহিতদের জয়ে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এক্স পোস্টে রাষ্ট্রপতি লিখেছেন, টি-20 বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে আমার আন্তরিক অভিনন্দন । নাছোড়বান্দা মনোভাবের সঙ্গে, দলটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে ৷ পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য দক্ষতা প্রদর্শন করেছে ছেলেরা । ফাইনাল ম্যাচে এটি অসাধারণ জয় । শাবাশ, টিম ইন্ডিয়া ! আমরা গর্বিত !
নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ‘রোহিত অ্যান্ড কোং’কে ৷ তিনি লিখেছেন, ‘‘ঐতিহাসিক ম্যাচ ৷ ট্রফি দেশে আসায় অভিনন্দন ৷ ভারতীয় দল টুর্নামেন্ট জুড়েই অসাধারণ খেলেছে ৷’’
চতুর্থবার বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলেরাও ৷ সচিন লিখেছেন, ‘‘টিম ইন্ডিয়ার জার্সিতে প্রতিটি তারা আমাদের দেশের বাচ্চাদের তাদের স্বপ্নের একধাপ এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ।2007 ওডিআই বিশ্বকাপে আমাদের নিম্নমানের পারফর্ম্যান্স থেকে ক্রিকেটের পাওয়ার হাউসে পরিণত হওয়া ৷ 2024 বিশ্বকাপজয়ী রাহুল দ্রাবিড়ের জন্য খুব খুশি ৷ তিনি 2011 বিশ্বকাপ থেকে বাদ পড়লেও এই টি-20 বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অপরিসীম ।
মোতেরায় তীরে এসেও তরী ডুবেছিল ৷ সাত মাস আগে ওডিআই বিশ্বকাপে দুরন্ত খেলেও ট্রফি ছোঁয়া হয়নি রোহিত-কোহলিদের ৷ বার্বাডোজে এসে সেই হারের ক্ষতে মলম লাগালেন ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ উপভোগ্য টি-20 বিশ্বকাপ ফাইনালেই সংকল্প পূরণ করে সরে দাঁড়ালেন দুই কিংবদন্তি ৷