পশ্চিমবঙ্গ

west bengal

অলিম্পিক্সের সাত আজব খেলা ! হাসির রোল তুলেছিল ক্রীড়াবিশ্বে - Strangest Olympic Games

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 5:16 PM IST

Olympic History: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ৷’ প্যারিসে বসছে 33তম অলিম্পিক্সের আসর ৷ জানেন কি, অলিম্পিক্সের একাধিক খেলা হাসির রোল তুলেছিল ক্রীড়াবিশ্বে ৷ কয়েকবছর পরেই সেগুলিকে বাদ দিয়ে দেন আয়োজকরা ৷

Strangest Sports in Olympic History
অলিম্পিকের আজব খেলা (ইটিভি ভারত)

কলকাতা, 19 জুলাই:সাতদিন পরেই শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক ৷ 26 জুলাই থেকে প্যারিসে বসছে অলিম্পিক্স 2024-এর আসর ৷ 1900 ও 1924 সালের পর ফের প্রেমের শহরে ক্রীড়াবিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ প্রতিযোগিতা ৷ 100 বছর পর ফের প্যারিসে ফিরছে অলিম্পিক্স ৷ থাকছে 32টি খেলা, 329টি ইভেন্ট, 206টি দেশ ৷

কিন্তু জানা আছে, প্রায় প্রতিটি অলিম্পিক্সই আগের অলিম্পিক্সের থেকে আলাদা ৷ প্রতিটি অলিম্পিক্সেই হয় কোনও নতুন খেলা কিংবা ইভেন্টের অন্তর্ভুক্তি হয়েছে, বা কোনও খেলা বাদ পড়েছে ৷ তারমধ্যেই একাধিক খেলা হাসির রোল তুলেছিল ক্রীড়াবিশ্বে ৷ কোনওটায় নৌকার নীচ দিয়ে সাঁতার কাটতে হত, কোনওটায় আবার চলন্ত ঘোড়ার পিঠে উঠে জিমন্যাস্টিক দেখাতে হত ৷

200 মি. হার্ডলস সাঁতার (200 M Obstacle Race)

1900 সালে প্যারিসেই বসেছিল অলিম্পিক্সের আসর ৷ সেখানেই ছিল এই অভিনব ইভেন্ট ৷ আপাত দৃষ্টিতে খুব জটিল মনে হলেও ইভেন্টটি মজার ছিল ৷ 200 মিটার অবস্ট্যাকল রেসটিতে প্রতিযোগীদের একটি খুঁটির উপরে উঠতে হত ৷ তারপর সারি সারি নৌকার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়তে হত ৷ তারপরে নৌকার অন্য সারির নীচে সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছতে হত । 12 জন সাঁতারু এই ইভেন্টে অংশ নিয়েছিলেন । সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ফ্রেডরিক লেন ৷

সোলো সিঙ্ক্রোনাইজড সুইমিং (Solo Synchronised Swimming)

1984 থেকে 1992 সালের মধ্যে অলিম্পিক গেমসে ছিল সোলো সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্টটি ৷ অর্থাৎ, মিউজিকের সঙ্গে একা জলের নীচে নৃত্যশৈলী প্রদর্শন ৷ খুবই আশ্চর্যের, একজনের একা সাঁতার কাটা অন্য কারও সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না, তা বুঝতে আয়োজকদের তিনটি অলিম্পিক লেগেছিল ।

সাইক্লিং ট্যানডেম স্প্রিন্ট (ইটিভি ভারত)

দড়ি বেয়ে ওঠা (Rope Climbing)

1544 সালে জার্মানির একটি জিমন্যাস্টিক ইভেন্টে এই খেলার প্রবর্তন করা হয়েছিল ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথমবার গেমটি 1859 সালে প্যানহেলেনিক গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল ৷ 1896 সালে অলিম্পিক্সে শুরু হয় রোপ ক্লাইম্বিং ৷

1932 সাল পর্যন্ত অলিম্পিক্সের জিমন্যাস্টিক ইভেন্টের একটি অংশ ছিল । প্রথম অলিম্পিক্সে দড়িটি প্রায় 14 মিটার দীর্ঘ ছিল এবং প্রতিযোগীরা কেবলমাত্র আরোহণের সময় তাদের পা দিয়ে দড়ি ধরে সোজা বা অনুভূমিক অবস্থানে আরোহণ করতে পারত । প্রথম অলিম্পিক্সে দড়ি বেয়ে আরোহণে মাত্র দু’জন প্রতিযোগী শীর্ষে উঠেছিল ৷

দড়ি বেয়ে ওঠা (ইটিভি ভারত)

মোটরবোট (Motorboating)

1908 অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছিল মোটরবোটিং ৷ মোটর ইয়ট ক্লাবের পৃষ্ঠপোষকতায় অলিম্পিক রেসটি অনুষ্ঠিত হয় । সমস্ত রেসই পাঁচটি ল্যাপে হয়েছিল ৷ প্রতিটি ল্যাপ ছিল আট নটিক্যাল মাইলের ৷ অর্থাৎ মোট 40 নটিক্যাল মাইল দূরত্বের রেস হয়েছিল ।

অলিম্পিক্সে মোটরবোটিং আর কখনও দেখা যায়নি ৷ এটি অলিম্পিক চার্টার দ্বারা অনুমোদিতও নয় । অলিম্পিক চার্টারের বর্তমান সংস্করণে বিশেষভাবে বলা হয়েছে, ‘খেলাধুলা, শৃঙ্খলা বা ইভেন্টগুলি যেখানে কার্যকারিতা মূলত যান্ত্রিক চালনার উপর নির্ভর করে তা গ্রহণযোগ্য নয় ।’

অশ্বারোহী ভল্ট (Equestrian Vaulting)

অশ্বারোহী ভল্টিংকে সাধারণত জিমন্যাস্টিকস বা ঘোড়ার পিঠে নাচ হিসাবে বর্ণনা করা হয় । 1920 অলিম্পিক্সে এই ইভেন্টটি অন্তর্ভুক্ত করা হয়েছিল ৷

অশ্বারোহী ভল্টিংয়ের জন্য প্রতিযোগীদের সবাই ছিলেন সেনা কর্মকর্তা ৷ প্রত্যেককে চারটি ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছিল । প্রথমে তাঁদের দাঁড়ানো অবস্থান থেকে ঘোড়ায় ঝাঁপ দিতে হয়েছিল ৷ দ্বিতীয়টি ছিল ঘোড়ার পিঠের উপর দিয়ে একটি লাফ দেওয়া । তৃতীয় কৌশলটি ছিল সল্টো (একটি এরিয়াল ফরোয়ার্ড রোল) দিয়ে ঘোড়ার উপর দিয়ে লাফ দেওয়া এবং শেষটি ছিল ঘোড়াটি হাঁটার সময় জিমন্যাস্টিকস করা ।

অশ্বারোহী ভল্ট (ইটিভি ভারত)

সাইক্লিং ট্যানডেম স্প্রিন্ট (Cycling Tandem Sprint)

2 কিলোমিটারের ট্যানডেম সাইক্লিং ইভেন্টটি অলিম্পিক্সের সাইক্লিং প্রোগ্রামে দীর্ঘদিনের অন্তর্ভুক্তি ছিল ৷ ট্যানডেম স্প্রিন্টগুলি উচ্চ-গতির ছিল কারণ দুই সাইকেল আরোহী একই সময়ে প্যাডেলিং করে সিঙ্গল রাইডারের চেয়ে অনেক বেশি গতি তৈরি করে ।

দড়ি টানাটানি (Tug of War)

1900-20 সালের প্রথম দিকের অলিম্পিক গেমসে টাগ-অফ-ওয়ার একটি নিয়মিত ইভেন্ট ছিল । একটি দেশের একাধিক দলও একইসঙ্গে অলিম্পিক্সে অংশ নিয়েথে । 1920 সালে শেষবার এই ইভেন্টটি হয় ৷ ব্রিটেনের আট সদস্যের টিম, যাদের বেশিরভাগই লন্ডনের পুলিশের সদস্য দ্বারা সোনা ঘরে তোলে ।

দড়ি টানাটানি (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details