কলকাতা, 19 জুলাই:সাতদিন পরেই শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অলিম্পিক ৷ 26 জুলাই থেকে প্যারিসে বসছে অলিম্পিক্স 2024-এর আসর ৷ 1900 ও 1924 সালের পর ফের প্রেমের শহরে ক্রীড়াবিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ প্রতিযোগিতা ৷ 100 বছর পর ফের প্যারিসে ফিরছে অলিম্পিক্স ৷ থাকছে 32টি খেলা, 329টি ইভেন্ট, 206টি দেশ ৷
কিন্তু জানা আছে, প্রায় প্রতিটি অলিম্পিক্সই আগের অলিম্পিক্সের থেকে আলাদা ৷ প্রতিটি অলিম্পিক্সেই হয় কোনও নতুন খেলা কিংবা ইভেন্টের অন্তর্ভুক্তি হয়েছে, বা কোনও খেলা বাদ পড়েছে ৷ তারমধ্যেই একাধিক খেলা হাসির রোল তুলেছিল ক্রীড়াবিশ্বে ৷ কোনওটায় নৌকার নীচ দিয়ে সাঁতার কাটতে হত, কোনওটায় আবার চলন্ত ঘোড়ার পিঠে উঠে জিমন্যাস্টিক দেখাতে হত ৷
200 মি. হার্ডলস সাঁতার (200 M Obstacle Race)
1900 সালে প্যারিসেই বসেছিল অলিম্পিক্সের আসর ৷ সেখানেই ছিল এই অভিনব ইভেন্ট ৷ আপাত দৃষ্টিতে খুব জটিল মনে হলেও ইভেন্টটি মজার ছিল ৷ 200 মিটার অবস্ট্যাকল রেসটিতে প্রতিযোগীদের একটি খুঁটির উপরে উঠতে হত ৷ তারপর সারি সারি নৌকার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়তে হত ৷ তারপরে নৌকার অন্য সারির নীচে সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছতে হত । 12 জন সাঁতারু এই ইভেন্টে অংশ নিয়েছিলেন । সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ফ্রেডরিক লেন ৷
সোলো সিঙ্ক্রোনাইজড সুইমিং (Solo Synchronised Swimming)
1984 থেকে 1992 সালের মধ্যে অলিম্পিক গেমসে ছিল সোলো সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্টটি ৷ অর্থাৎ, মিউজিকের সঙ্গে একা জলের নীচে নৃত্যশৈলী প্রদর্শন ৷ খুবই আশ্চর্যের, একজনের একা সাঁতার কাটা অন্য কারও সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না, তা বুঝতে আয়োজকদের তিনটি অলিম্পিক লেগেছিল ।
দড়ি বেয়ে ওঠা (Rope Climbing)
1544 সালে জার্মানির একটি জিমন্যাস্টিক ইভেন্টে এই খেলার প্রবর্তন করা হয়েছিল ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথমবার গেমটি 1859 সালে প্যানহেলেনিক গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল ৷ 1896 সালে অলিম্পিক্সে শুরু হয় রোপ ক্লাইম্বিং ৷
1932 সাল পর্যন্ত অলিম্পিক্সের জিমন্যাস্টিক ইভেন্টের একটি অংশ ছিল । প্রথম অলিম্পিক্সে দড়িটি প্রায় 14 মিটার দীর্ঘ ছিল এবং প্রতিযোগীরা কেবলমাত্র আরোহণের সময় তাদের পা দিয়ে দড়ি ধরে সোজা বা অনুভূমিক অবস্থানে আরোহণ করতে পারত । প্রথম অলিম্পিক্সে দড়ি বেয়ে আরোহণে মাত্র দু’জন প্রতিযোগী শীর্ষে উঠেছিল ৷