হায়দরাবাদ, 26 নভেম্বর: 52তম আন্তর্জাতিক এডি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সকলের নজর ছিল দ্য নাইট ম্যানেজার ওয়েব সিরিজের উপর ৷ নিউইয়র্ক শহরে আয়োজিত এই অনুষ্ঠানে টেলিভিশন তারকাদের স্বীকৃতি দেওয়া হয় ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারতের স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস ৷ ভারতীয় হিসাবে এই সম্মান বেশ গর্বের ৷ গতবছরই বীর দাস নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং-এর জন্য এমি অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ এবার তিনি পেলেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ৷
দেশ-বিদেশের একাধিক টিভি সিরিজ মনোনয়ন পেয়েছিল এই অনুষ্ঠানে ৷ তার মধ্যে ভারত থেকে একমাত্র ছিল অনিল কাপুর, আদিত্য রয় কাপুরও ও শোভিতা ধূলিপালা অভিনীত দ্য নাইট ম্যানেজার ৷ ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই দূর পর্যন্ত এসেও শেষ রক্ষা হল না ৷ লেস গাউটস ডে ডিউ (Les Gouttes De Dieu) হাতছাড়া হল নাইট ম্যানেজারের ৷
The International Emmy® for Drama Series goes to “Les Gouttes de Dieu [Drops of God]” Produced by Legendary Entertainment / Les Productions Dynamic / 22H22 / Adline Entertainment / France Télévisions / Hulu Japan#iemmyWIN pic.twitter.com/ToOuYY3UAt
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
The International Emmy® for Documentary goes to “Otto Baxter: Not A F***ing Horror Story” Produced by Story Films / Archface Films / Sky Documentaries#iemmyWIN pic.twitter.com/RprcEFy7RA
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
The International Emmy® for Telenovela goes to “La Promesa [The Vow]” produced by Bambu Producciones, a STUDIOCANAL Company#iemmyWIN pic.twitter.com/bMRmob0QQ7
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
মূলত, এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান নিউ ইয়র্কের হিলটন মিডটাউনে অনুষ্ঠিত হয় ৷ বিশ্বব্যাপী দর্শকদের কাছে সরাসরি সম্প্রচার করা হয়। ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (আইএটিএএস) দ্বারা উপস্থাপিত এই অনুষ্ঠানটি 21টি দেশের ব্যতিক্রমী প্রতিভা উদযাপন করেছে ৷ 14টি বিভাগে মনোনয়ন রয়েছে 56ট । এর মধ্যে রয়েছে ড্রামা সিরিজ, কমেডি, ডকুমেন্টারি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, আর্টস প্রোগ্রামিং, বাচ্চাদের অনুষ্ঠান ছাড়াও আরও অনেক কিছু ৷
The International Emmy® for Best Performance by an Actor goes to Timothy Spall in “The Sixth Commandment” produced by Wild Mercury Productions / True Vision#iemmyWIN pic.twitter.com/1AlaZcjb4i
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
The International Emmy® for Comedy goes to “División Palermo”
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
Produced by K&S Films / Netflix#iemmyWIN pic.twitter.com/eD84C7Pfy3
প্রতিযোগিতায় 'দ্য নাইট ম্যানেজার'-এর সঙ্গে ছিল ফ্রান্সের শো 'লে গুট দে জিওর (ড্রপস অফ গড), অস্ট্রেলিয়ার শো 'দ্য নিউজরিডার-সিজন 2', এবং আর্জেন্টিনার 'ইয়োসি, এল এসপিয়া অ্যার্রেপেনতিদো সিজন 2' (ইয়োসি, দ্য রিগ্রেটফুল স্পাই)। শেষে ফ্রান্সের 'লে গুট দে জিওর'-এর জয় হয়। পরাজিত হয়েছে ভারতের 'দ্য নাইট ম্যানেজার'।
The International Emmy® for TV Movie/Mini-Series goes to “Liebes Kind [Dear Child]” Produced by Constantin Television / Netflix#iemmyWIN pic.twitter.com/FDAxcgikzT
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
The International Emmy® for Kids: Animation goes to “Tabby McTat”
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
Produced by Magic Light Pictures#iemmyWIN pic.twitter.com/LE4F27TqeK
গত বছর দুটি ভাগে স্ট্রিমিং হয় 'দ্য নাইট ম্যানেজার' সিরিজের। ব্রিটিশ টেলিভিশন সিরিজের ভারতীয় রিমেক ছিল এটি। সাহিত্যিক জন লে ক্যারির লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। 2016 সালে ব্রিটিশ শো সম্প্রচারিত হয়। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছিল। পেয়েছিল দুটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসও।
The International Emmy® for Best Performance by an Actress goes to Aokbab-Chutimon Chuengcharoensukying in “Hunger” produced by Sound Sound Production / Netflix#iemmyWIN pic.twitter.com/ayESikNVOy
— International Emmy Awards (@iemmys) November 26, 2024
Nominee Highlight for Drama Series:
— International Emmy Awards (@iemmys) November 15, 2024
“The Night Manager”
Produced by Disney+ hotstar / Banijay Asia / Ink Factory
India
Watch the #iemmyNOM trailer here: https://t.co/sO3l6pWWdN pic.twitter.com/TsfY9a6SDY
ভারতীয় সংস্করণটির পরিচালক ছিলেন সন্দীপ মোদী। ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে এই সিরিজের। গত বছর 16 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং 'দ্য নাইট ম্যানেজার'-এর ৷ জুন মাসে আসে সিরিজের দ্বিতীয় ভাগ। মুক্তির পরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে 'দ্য নাইট ম্যানেজার'। তবে আন্তর্জাতিক মঞ্চে অধরা থেকে গেল এমি পুরস্কার ৷