নয়াদিল্লি, 21 জানুয়ারি: দীর্ঘ লড়াইয়ের পর হোয়াইট হাউসে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সোমবার ক্যাপিটল হিলের রোটুন্ডায় আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন তিনি ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এদিকে, দেশে বসেই 'প্রিয় বন্ধু' ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, "প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ৷ 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অনেক শুভেচ্ছা রইল ৷ আগামী দিনে ভারত ও আমেরিকার উন্নয়নের স্বার্থে, সর্বোপরি বিশ্বের উন্নত ভবিষ্য়তের লক্ষ্য়ে আরও একবার একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি ৷"
Congratulations my dear friend President @realDonaldTrump on your historic inauguration as the 47th President of the United States! I look forward to working closely together once again, to benefit both our countries, and to shape a better future for the world. Best wishes for a…
— Narendra Modi (@narendramodi) January 20, 2025
মার্কিন মসনদে সোমবার দ্বিতীয়বার শপথ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শপথগ্রহণ করেই 'স্বর্ণযুগের সূচনা' বলে উল্লেখ করেন তিনি ৷ সেই সঙ্গে, আন্তর্জাতিক মঞ্চে উন্নতির লক্ষ্যে আগামী দিনের পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প ৷ 78 বছর বয়সি প্রেসিডেন্টের দাবি, আগামী 4 বছরে আমেরিকার উন্নতিতে 'হিংসা করবে' বিশ্ব ৷ সেই তালিকায় ভারত রয়েছে কি না, তা দেখা যাবে আগামী দিনে ৷
অবশ্য়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই ভালো ৷ 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত তাঁর প্রথম মেয়াদকালে একাধিকবার ট্রাম্পের প্রশংসা করতে দেখা গিয়েছে মোদিকে ৷ এমনকী, 2019 সালে টেক্সাসের 'হাউডি মোদি' অনুষ্ঠানে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ট্রাম্প ও মোদি ৷ এমনকী, 'বন্ধু' ট্রাম্পের হয়ে "আব কি বার ট্রাম্প সরকার" বলতেও শোনা গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে ৷ সবমিলিয়ে, প্রথমবার মেয়াদকালে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন ট্রাম্প ৷ এবারও তার অন্যথা হবে না বলে মত কূটনৈতিক মহলের ৷
শপথগ্রহণের আগে ট্রাম্প স্পষ্ট জানান, প্রথম দিনেই অভিবাসন, শুল্ক ও শক্তির মতো 100টি গুরুত্বপূর্ণ নীতিতে পরিবর্তন আনবেন ৷ কথা মতো ওভাল অফিসের দায়িত্বে আসার পর, একে একে পরিকল্পনা বাস্তবায়িত করতে শুরুও করে দিয়েছেন তিনি ৷ যদিও, প্রবাসী ভারতীয়দের আসা এর খুব একটা প্রভাব ভারতের উপর পড়বে না ৷ বরং, আগামী দিনে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও উন্নত হবে ৷