ETV Bharat / international

শপথ নিয়েই প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের - US PRESIDENT DONALD TRUMP

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প ৷

US PRESIDENT DONALD TRUMP
দায়িত্ব নিয়ে ওভাল অফিসে আদেশ পত্রে সই ট্রাম্পের (এপি)
author img

By PTI

Published : Jan 21, 2025, 9:44 AM IST

ওয়াশিংটন, 21 জানুয়ারি: সোমবারই 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ শপথ নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে আমেরিকার সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করে দিলেন তিনি ৷ এই মর্মে একটি আদেশে পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প ৷ পাঁচ বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় বার বিশ্ব সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট । একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার কথাও জানিয়ে দিল আমেরিকা ৷

সোমবার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প ৷ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওভাল অফিসে একশোটি আদেশে পত্রে সই করেন তিনি ৷ যার মধ্যে একটি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ 'হু' থেকে সরে আসা ৷ এছাড়াও অভিবাসন থেকে শুরু করে বৈদেশিক নীতি, জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ পত্রে স্বাক্ষর করেন 47তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সরে আসার প্রক্রিয়ায় স্বাক্ষর করার কারণ হিসেবে ট্রাম্প বলেন, "এটা একটি বড় পদক্ষেপ৷ বিশ্বের অনান্য দেশের তুলনায় আমেরিকা বিশ্বব্যাপী এই সংস্থাকে বেশি অর্থ দেয়৷ চিনের জনসংখ্যা আমাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা মাত্রা 39 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিল । আর আমরা 500 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিলাম । এটা আমার কাছে একটু অন্যায্য মনে হয়েছিল ৷"

2020 সালে কোভিড-19 অতিমারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদের শেষ বছরে এই অতিমারি কারণে বিশ্বে স্বাস্থ্য সংকটের সৃষ্টি হয়েছিল ।

আদেশে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠাচ্ছেন, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে আসার পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ৷ আদেশ পত্রে আরও বলা হয়েছে, চিনের উহান থেকে উদ্ভূত 2020 সালে কোভিড-19 অতিমারি এবং অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির ভুল ব্যবস্থাপনা, জরুরিভিত্তিক প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থতা ৷ 'হু' সদস্যভুক্ত রাষ্ট্রগুলির রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনভাবে চলার অক্ষমতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ৷

ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি কয়েকশো মিলিয়ন ডলার তহবিল হারাতে চলেছে । WHO থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করিয়ে আনার ক্ষেত্রে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রচেষ্টা । এর আগে 2020 সালের জুলাই মাসে তিনি WHO-র ডিরেক্টর জেনারেলকে একটি চিঠি লিখে এক বছরের মধ্যে আমেরিকার সরে দাঁড়ানোর ইচ্ছের কথা জানিয়েছিলেন । ট্রাম্প সেই সময় WHO-এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কোভিড-19 এর বিস্তার সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করতে চিনকে সাহায্য করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । কিন্তু সেই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হন ৷ 2021 সালের জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করে ট্রাম্পের সিদ্ধান্ত থেকে সরে আসেন ৷

47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেন ট্রাম্প । যার মধ্যে একটি হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত ৷ এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক গ্রিনহাউজ গ্যাস নির্গতকারী দেশকে এক দশকের মধ্যে দ্বিতীয় বার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বের লড়াই প্রচেষ্টা থেকে সরিয়ে নিলেন ট্রাম্প ।

সোমবার ওভাল অফিসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের আদেশ পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প । তার আগে তিনি বলেন, “আমি অবিলম্বে ওই অন্যায্য, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করছি । চিন যখন দায়মুক্তি ছেড়ে ফেলে, তখন আমেরিকা ইচ্ছাকৃতভাবে নিজেদের শিল্পের ক্ষতি করতে পারে না ।”

ওয়াশিংটন, 21 জানুয়ারি: সোমবারই 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ শপথ নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে আমেরিকার সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করে দিলেন তিনি ৷ এই মর্মে একটি আদেশে পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প ৷ পাঁচ বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় বার বিশ্ব সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট । একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার কথাও জানিয়ে দিল আমেরিকা ৷

সোমবার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প ৷ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওভাল অফিসে একশোটি আদেশে পত্রে সই করেন তিনি ৷ যার মধ্যে একটি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ 'হু' থেকে সরে আসা ৷ এছাড়াও অভিবাসন থেকে শুরু করে বৈদেশিক নীতি, জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ পত্রে স্বাক্ষর করেন 47তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সরে আসার প্রক্রিয়ায় স্বাক্ষর করার কারণ হিসেবে ট্রাম্প বলেন, "এটা একটি বড় পদক্ষেপ৷ বিশ্বের অনান্য দেশের তুলনায় আমেরিকা বিশ্বব্যাপী এই সংস্থাকে বেশি অর্থ দেয়৷ চিনের জনসংখ্যা আমাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা মাত্রা 39 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিল । আর আমরা 500 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিলাম । এটা আমার কাছে একটু অন্যায্য মনে হয়েছিল ৷"

2020 সালে কোভিড-19 অতিমারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদের শেষ বছরে এই অতিমারি কারণে বিশ্বে স্বাস্থ্য সংকটের সৃষ্টি হয়েছিল ।

আদেশে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠাচ্ছেন, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে আসার পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ৷ আদেশ পত্রে আরও বলা হয়েছে, চিনের উহান থেকে উদ্ভূত 2020 সালে কোভিড-19 অতিমারি এবং অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির ভুল ব্যবস্থাপনা, জরুরিভিত্তিক প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থতা ৷ 'হু' সদস্যভুক্ত রাষ্ট্রগুলির রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনভাবে চলার অক্ষমতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ৷

ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি কয়েকশো মিলিয়ন ডলার তহবিল হারাতে চলেছে । WHO থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করিয়ে আনার ক্ষেত্রে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রচেষ্টা । এর আগে 2020 সালের জুলাই মাসে তিনি WHO-র ডিরেক্টর জেনারেলকে একটি চিঠি লিখে এক বছরের মধ্যে আমেরিকার সরে দাঁড়ানোর ইচ্ছের কথা জানিয়েছিলেন । ট্রাম্প সেই সময় WHO-এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কোভিড-19 এর বিস্তার সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করতে চিনকে সাহায্য করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । কিন্তু সেই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হন ৷ 2021 সালের জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করে ট্রাম্পের সিদ্ধান্ত থেকে সরে আসেন ৷

47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেন ট্রাম্প । যার মধ্যে একটি হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত ৷ এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক গ্রিনহাউজ গ্যাস নির্গতকারী দেশকে এক দশকের মধ্যে দ্বিতীয় বার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বের লড়াই প্রচেষ্টা থেকে সরিয়ে নিলেন ট্রাম্প ।

সোমবার ওভাল অফিসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের আদেশ পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প । তার আগে তিনি বলেন, “আমি অবিলম্বে ওই অন্যায্য, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করছি । চিন যখন দায়মুক্তি ছেড়ে ফেলে, তখন আমেরিকা ইচ্ছাকৃতভাবে নিজেদের শিল্পের ক্ষতি করতে পারে না ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.