ETV Bharat / international

মসনদে বসেই অভিবাসন নীতিতে কড়া ট্রাম্প ! মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ - DONALD TRUMP TAKES OATH

সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সেদেশে জন্মগ্রহণ করলেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যাবে না ৷

DONALD TRUMP TAKES OATH
হোয়াইট হাউসের ওভাল অফিসে আদেশপত্রে সাক্ষর ট্রাম্পের (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 11:45 AM IST

ওয়াশিংটন, 21 জানুয়ারি: শপথগ্রহণের আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অভিবাসন নীতি নিয়ে কড়া পদক্ষেপ নেবেন ৷ কথা মতোই কাজ শুরু করে দিলেন 47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ওভাল অফিসের দায়িত্ব গ্রহণ করে দেশের দক্ষিণ সীমান্তে 'জরুরি অবস্থা' জারি করলেন তিনি ৷

এই প্রসঙ্গে ওভাল অফিসে একটি সাংবাদিক বৈঠকও করেন ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি বলেন, "আমেরিকায় বড় পরিবর্তন হতে চলেছে ৷" তিনি স্পষ্ট জানান, এবার থেকে কেবলমাত্র আমেরিকায় জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যাবে না ৷ তাঁর কথায়, "আইনি মাধ্যমে অভিবাসন প্রসঙ্গে আমার কোনও সমস্যা নেই ৷ আইনিভাবে আমি সকলকে স্বাগত জানাচ্ছি ৷ মানুষের প্রয়োজন রয়েছে ৷ তবে অনুপ্রবেশ আমি কোনও মতেই মেনে নেব না ৷ বেআইনি অভিবাসীদের এই দেশে কোনও স্থান নেই ৷"

US Immigration Crackdown
মসনদে বসেই অভিবাসন নীতিতে কড়া ট্রাম্প ! (এপি)

অবশ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে খানিক বেগ পেতে হবে, তা ভালোভাবে জানেন ট্রাম্প ৷ এক সাংবাদিক সেই প্রসঙ্গ তুললে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এই বিষয়টি মাথায় রয়েছে আমার ৷ তবে এর পক্ষে আমাদের কাছে যথেষ্ট যুক্তি রয়েছে ৷"

সোমবার জাঁকজমকপূর্ণ এক আয়োজনে ক্যাপিটল হিলের রোটুন্ডায় শপথ নেন ট্রাম্প ৷ শপথগ্রহণের পর উদ্বোধনী ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন-মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি বলেন, "সীমান্তে বেইআইনি প্রবেশ খুব শীঘ্রই বন্ধ করা হবে ৷ পাশাপাশি, এই মুহূর্তে বেআইনিভাবে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদেরকেও নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে ৷" কয়েকদিন আগে, অভিবাসন নীতি প্রসঙ্গে হোয়াইট হাউসের ডেপুটি প্রেসসচিব অ্য়ানা কেলি জানিয়েছিলেন, সরকারের তরফে অভিবাসীদের জন্য আশ্রয় ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পড়ুন: 'স্বর্ণযুগের সূচনা', 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বললেন ট্রাম্প

পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট 'প্রিয় বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন মোদির

ওয়াশিংটন, 21 জানুয়ারি: শপথগ্রহণের আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অভিবাসন নীতি নিয়ে কড়া পদক্ষেপ নেবেন ৷ কথা মতোই কাজ শুরু করে দিলেন 47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ওভাল অফিসের দায়িত্ব গ্রহণ করে দেশের দক্ষিণ সীমান্তে 'জরুরি অবস্থা' জারি করলেন তিনি ৷

এই প্রসঙ্গে ওভাল অফিসে একটি সাংবাদিক বৈঠকও করেন ডোনাল্ড ট্রাম্প ৷ তিনি বলেন, "আমেরিকায় বড় পরিবর্তন হতে চলেছে ৷" তিনি স্পষ্ট জানান, এবার থেকে কেবলমাত্র আমেরিকায় জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়া যাবে না ৷ তাঁর কথায়, "আইনি মাধ্যমে অভিবাসন প্রসঙ্গে আমার কোনও সমস্যা নেই ৷ আইনিভাবে আমি সকলকে স্বাগত জানাচ্ছি ৷ মানুষের প্রয়োজন রয়েছে ৷ তবে অনুপ্রবেশ আমি কোনও মতেই মেনে নেব না ৷ বেআইনি অভিবাসীদের এই দেশে কোনও স্থান নেই ৷"

US Immigration Crackdown
মসনদে বসেই অভিবাসন নীতিতে কড়া ট্রাম্প ! (এপি)

অবশ্য, এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে খানিক বেগ পেতে হবে, তা ভালোভাবে জানেন ট্রাম্প ৷ এক সাংবাদিক সেই প্রসঙ্গ তুললে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এই বিষয়টি মাথায় রয়েছে আমার ৷ তবে এর পক্ষে আমাদের কাছে যথেষ্ট যুক্তি রয়েছে ৷"

সোমবার জাঁকজমকপূর্ণ এক আয়োজনে ক্যাপিটল হিলের রোটুন্ডায় শপথ নেন ট্রাম্প ৷ শপথগ্রহণের পর উদ্বোধনী ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন-মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি বলেন, "সীমান্তে বেইআইনি প্রবেশ খুব শীঘ্রই বন্ধ করা হবে ৷ পাশাপাশি, এই মুহূর্তে বেআইনিভাবে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদেরকেও নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে ৷" কয়েকদিন আগে, অভিবাসন নীতি প্রসঙ্গে হোয়াইট হাউসের ডেপুটি প্রেসসচিব অ্য়ানা কেলি জানিয়েছিলেন, সরকারের তরফে অভিবাসীদের জন্য আশ্রয় ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পড়ুন: 'স্বর্ণযুগের সূচনা', 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বললেন ট্রাম্প

পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট 'প্রিয় বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.