ETV Bharat / state

ড্রামাবাজি করছেন মুখ্যমন্ত্রী, ফাঁসি চেয়ে রাজ্যের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

আরজি কর মামলায় রাজ্যের হাইকোর্টে যাওয়াকে 'ড্রামাবাজি' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
নাগরিক সমাজের ডাকে মেদিনীপুরে মিছিলে শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 2:53 PM IST

মেদিনীপুর, 21 জানুয়ারি: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আইনি লড়াইয়ে আরজি করে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন ৷

তিনি এদিন বলেন, "এসব ড্রামাবাজি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাসন্তীতে 12 দিন ধরে নিখোঁজ থাকা নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশুকন্যা, বোন, দিদি, মায়েদের রক্ষা করার ব্যবস্থা করুক ৷ ওসব ড্রামাবাজি করে কিছু হবে না ৷ আমি আজ অভয়ার বাড়ি যাব ৷ তাঁর বাবা-মার সঙ্গে দেখা করে আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেব ৷ আমরা তাঁদের কাঁধে কাঁধ দিয়ে আইনি লড়াই করব ৷"

রাজ্যের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত)

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জেলার মেদিনীপুর শহরের রিংরোড এলাকায় সচেতন নাগরিক সমাজের ডাকে মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী । স্যালাইন-কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি তোলেন তিনি ৷ সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন ও মিথ্যা মামলা প্রত্যাহার-সহ প্রসূতিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে হয় এই মিছিল ৷ এই মিছিল থেকে স্লোগান ওঠে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের পদত্যাগের । পাশাপাশি দাবি ওঠে, জুনিয়র ডাক্তারদের সাসপেনশন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ৷ মৃত প্রসূতির পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানানো হয় ।

Suvendu Adhikari
প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

তবে মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এই ডাক্তাররা হল জাতীয় সম্পদ ৷ তাঁদের সাসপেন্ড করা অপরাধ । তাই তাঁদের সাসপেনশনের প্রতিবাদে রাস্তায় নেমেছি ৷ বিষ স্যালাইনের জন্যই মৃত্যু ঘটেছে সেই প্রসূতির । সেই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি জানাচ্ছি । পাশাপাশি মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দেওয়ার দাবি জানাচ্ছি । স্থায়ী চাকরি দিতে হবে ৷ সেইসঙ্গে বাকি অসুস্থ প্রসূতিদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি ।"

Suvendu Adhikari
ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মিছিল (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঁচ অসুস্থ প্রসূতির মধ্যে মামণি রুইদাসের মৃত্যুতেই এই গন্ডগোলের সূত্রপাত । অভিযোগ ওঠে, চিকিৎসার গাফিলতি ও স্যালাইনের বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর । সেই ঘটনায় 7 জন পিজিটি-সহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার নিয়ে মোট 12 জন ডাক্তারের নামে অভিযোগ জমা পড়ে, সঙ্গে আসে সাসপেনশন অর্ডার । পরে শ্বেতা সিং নামে আরেক পিজিটির নাম অন্তর্ভুক্ত হয় এই তালিকায় । ওই ঘটনার তদন্ত চালাচ্ছে সিআইডি । ঘটনার প্রতিবাদে গত শনিবার রাত থেকে তোষক ও মাদুর পেতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ওই বিভাগের জুনিয়র ডাক্তাররা ।

Suvendu Adhikari
স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি উঠল মিছিল থেকে (নিজস্ব ছবি)

মেদিনীপুর, 21 জানুয়ারি: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আইনি লড়াইয়ে আরজি করে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন ৷

তিনি এদিন বলেন, "এসব ড্রামাবাজি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাসন্তীতে 12 দিন ধরে নিখোঁজ থাকা নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশুকন্যা, বোন, দিদি, মায়েদের রক্ষা করার ব্যবস্থা করুক ৷ ওসব ড্রামাবাজি করে কিছু হবে না ৷ আমি আজ অভয়ার বাড়ি যাব ৷ তাঁর বাবা-মার সঙ্গে দেখা করে আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেব ৷ আমরা তাঁদের কাঁধে কাঁধ দিয়ে আইনি লড়াই করব ৷"

রাজ্যের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত)

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জেলার মেদিনীপুর শহরের রিংরোড এলাকায় সচেতন নাগরিক সমাজের ডাকে মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী । স্যালাইন-কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি তোলেন তিনি ৷ সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন ও মিথ্যা মামলা প্রত্যাহার-সহ প্রসূতিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে হয় এই মিছিল ৷ এই মিছিল থেকে স্লোগান ওঠে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের পদত্যাগের । পাশাপাশি দাবি ওঠে, জুনিয়র ডাক্তারদের সাসপেনশন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ৷ মৃত প্রসূতির পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানানো হয় ।

Suvendu Adhikari
প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

তবে মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এই ডাক্তাররা হল জাতীয় সম্পদ ৷ তাঁদের সাসপেন্ড করা অপরাধ । তাই তাঁদের সাসপেনশনের প্রতিবাদে রাস্তায় নেমেছি ৷ বিষ স্যালাইনের জন্যই মৃত্যু ঘটেছে সেই প্রসূতির । সেই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি জানাচ্ছি । পাশাপাশি মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দেওয়ার দাবি জানাচ্ছি । স্থায়ী চাকরি দিতে হবে ৷ সেইসঙ্গে বাকি অসুস্থ প্রসূতিদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি ।"

Suvendu Adhikari
ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মিছিল (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঁচ অসুস্থ প্রসূতির মধ্যে মামণি রুইদাসের মৃত্যুতেই এই গন্ডগোলের সূত্রপাত । অভিযোগ ওঠে, চিকিৎসার গাফিলতি ও স্যালাইনের বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর । সেই ঘটনায় 7 জন পিজিটি-সহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার নিয়ে মোট 12 জন ডাক্তারের নামে অভিযোগ জমা পড়ে, সঙ্গে আসে সাসপেনশন অর্ডার । পরে শ্বেতা সিং নামে আরেক পিজিটির নাম অন্তর্ভুক্ত হয় এই তালিকায় । ওই ঘটনার তদন্ত চালাচ্ছে সিআইডি । ঘটনার প্রতিবাদে গত শনিবার রাত থেকে তোষক ও মাদুর পেতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ওই বিভাগের জুনিয়র ডাক্তাররা ।

Suvendu Adhikari
স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের গ্রেফতারের দাবি উঠল মিছিল থেকে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.