কলকাতা, 21 জানুয়ারি: মাঝে আর 20 দিন ৷ তারপর রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা ৷ এরপরই আরম্ভ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ পুরনো পদ্ধতিতে এবারই শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ৷ এই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে 7 ফেব্রুয়ারি থেকে, ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷
জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে এই কার্ড গ্রহণ করতে পারবে স্কুলগুলি ৷ সকাল 10টা 30 মিনিট থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হবে ৷ তারপর স্কুল থেকে নিজের নিজের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ৷
3 মার্চ থেকে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হবে 18 মার্চ ৷ তিন ঘণ্টা ধরে চলা এই পরীক্ষা সকাল 10 টা থেকে চলবে বেলা 3টে পর্যন্ত ৷ কিন্তু, কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এই সময়ে আলাদা ৷ যেমন, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় দু’ঘণ্টা ৷
অন্যদিকে, এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া কাজ শুরু হবে চলতি মাসের 30 তারিখ থেকে ৷ এই ক্ষেত্রেও জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবে স্কুলগুলি ৷ তারপর স্কুল থেকে অ্যাডমিট কার্ড হাতে পাবে পড়ুয়ারা ৷
এই বছর শেষ বারের মতো পুরনো পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে ৷ কারণ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতি অনুযায়ী হবে ৷ যা ইতিমধ্যে একাদশ শ্রেণিতে চালু হয়ে গিয়েছে ৷ এই পদ্ধতিতে 6 মাস অন্তর পরীক্ষা হবে ৷ পরীক্ষাপত্রেও বদল থাকছে ৷ এমসিকিউ-এর উপর জোর দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে ৷ এর সঙ্গে বড় প্রশ্নও থাকছে ৷ এই নিয়ে ইতিমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাধিক কর্মসূচি করছে ৷ সেখানে এই নয়া পদ্ধতিকে সহজ করে বোঝানো হয়েছে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের ৷ শিক্ষকদের নিয়ে হয়েছে একাধিক কর্মশালা ৷