তাইপেই, 21 জানুয়ারি: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণাঞ্চল ৷ এই ঘটনায় 27 জন আহত হয়েছেন ৷ তীব্র ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গিয়েছে ৷
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, 20 জানুয়ারি রাত 12.17 মিনিটে 6.4 তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের দক্ষিণাঞ্চল ৷ এর কেন্দ্রস্থলটি ছিয়াই কাউন্টি হল-এর 38 কিমি দক্ষিণপূর্বে অবস্থিত এবং ভূ-পৃষ্ঠ থেকে 10 কিমি গভীরে ৷ এদিকে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূকম্পনের তীব্রতা 6-এর থেকে কম ৷ চিয়াই এবং তাইনান শহরের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷
তাইওয়ানের দমকল দফতর জানিয়েছে, এই ভূমিকম্পে 27 জনের অল্পবিস্তর আঘাত লেগেছে ৷ হাসপাতালে তাঁদের চিকিৎসা হয়েছে ৷ আহতদের মধ্যে একমাসের একটি বাচ্চা-সহ 6 জনকে নানক্সি ডেসাক তাইনান এলাকার একটি ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৷ কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি ৷ এই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা ৷ তাইনান থেকে দু'জনকে এবং চিয়াই শহরে একজনকে লিফট থেকে বের করা হয়েছে ৷ ভূমিকম্পের ফলে চিয়াই শহরের একটি ছাপার কারখানায় আগুন লেগে গিয়েছিল ৷ তবে সেই আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷
গত বছরের এপ্রিল মাসে 7.4 তীব্রতার ভূমিকম্প হয় হুয়ালিনের উপকূলে ৷ ওই এলাকাটি পাহাড় ঘেরা ৷ প্রবল ভূমিকম্পে কমপক্ষে 13 জনের মৃত্যু হয় ৷ এক হাজারেরও বেশি মানুষ জখম হন ৷ বিগত 25 বছরে এটাই ছিল সবচেয়ে ভয়ানক ভূমিকম্প ৷ এরপর একশোরও বেশি আফটার শক-এ কেঁপে ওঠে এলাকা ৷ প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' সংলগ্ন এলাকাতে অবস্থিত তাইওয়ান ৷ বিশ্বের মধ্যে এই অঞ্চলে সবথেকে বেশি ভূমিকম্প হয় ৷