ETV Bharat / entertainment

সইফের ওপর হামলা কখন-কোথায়-কীভাবে ? ঘটনার পুনর্নির্মাণ মুম্বই পুলিশের - SAIF ALI KHAN ATTACK CASE

সইফের ওপর হামলা কীভাবে হয়েছে ? অভিযুক্ত শরিফুল কোথায় কী করেছে? ঘটনার পুনর্নির্মাণ মুম্বই পুলিশের ৷

Saif Ali Khan
সইফ আলি খান (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 21, 2025, 11:38 AM IST

হায়দরাবাদ, 21 জানুয়ারি: সইফ আলি খানের হামলার পর অভিযুক্ত মহম্মদ শরিফুল কী করেছেন, কোথায় গিয়েছেন সেই সব ঘটনার পুনর্নির্মাণ করল মুম্বই পুলিশ ৷ 20 জন পুলিশ আধিকারিক অভিযুক্তকে বান্দ্রার সৎগুরু শরণ বিল্ডিংয়ে নিয়ে যান ৷ চারটে পুলিশ ভ্যান মঙ্গলবার ভোর 5.30 মিনিট নাগাদ পৌঁছে যায় বিল্ডিংয়ের সামনে ৷ প্রায় একঘণ্টা আধিকারিকরা সেখানে ছিলেন বলে জানা গিয়েছে ৷

পিটিআই সূত্রে খবর, পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে বিল্ডিংয়ের সামনের গেট দিয়েই নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা রেলস্টেশনে ৷ এই স্টেশন থেকেই অভিযুক্ত দাদার যাওয়ার ট্রেন ধরেছিল ৷ নিয়ে যাওয়া হয় সেই বাগানে যেখানে হামলার পর এসে ঘুমিয়েছিল অভিযুক্ত ৷

এএনআই সূত্রের খবর, এদিন অভিযুক্তকে ন্যাশনাল কলেজ বাসস্টপেও নিয়ে যাওয়া হয় ৷ ইতিমধ্যেই, বিভিন্ন জায়গা থেকে পুলিশ অভিযুক্তর আঙুলের ছাপ উদ্ধার করেছে ৷ ফরেনসিক টিমও সোমবার পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করে ৷ জানা গিয়েছে, অভিনেতার বাথরুমের জানালা ও ক্রাইম সিন থেকে অভিযুক্তর আঙুলের ছাপ পাওয়া গিয়েছে ৷

16 তারিখ ভোর রাতে সইফ আলি খানের ওপর হামলা করে শরিফুল ৷ চুরি করার মতলবে বাড়ির পাইপ বেয়ে 12 তলার ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে সইফের ঘরে প্রবেশ করে অভিযুক্ত ৷ ধরা পরে যাওয়ার পরেই ধারালো ছুরি দিয়ে ছ'বার অভিনেতাকে আঘাত করা হয় ৷ লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় অভিনেতার ৷ এখন আগের থেকে অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে ৷ খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে 'হামতুম' অভিনেতাকে ৷

অন্যদিকে, রবিবার পুলিশ শরিফুল ইসলামকে গ্রেফতার করে ৷ সে বাংলাদেশের ঝোলাকাঠির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অবৈধভাবে বিজয় দাস নামে ভারতে প্রবেশ করে সে ৷ মুম্বইয়ে প্রায় পাঁচমাস ধরে সে রয়েছে ৷ একটা হাউসকিপিং এজেন্সির সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত ৷ ঘটনার পুর্নিমর্মানের পর অভিযুক্ত শরিফুলকে ফের বান্দ্রা থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷ অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ৷ পুলিশের বিবৃতি অনুসারে, তদন্তের জন্য দল গঠন করা হয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 311, 312, 331(4), 331(6), এবং 331(7) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

হায়দরাবাদ, 21 জানুয়ারি: সইফ আলি খানের হামলার পর অভিযুক্ত মহম্মদ শরিফুল কী করেছেন, কোথায় গিয়েছেন সেই সব ঘটনার পুনর্নির্মাণ করল মুম্বই পুলিশ ৷ 20 জন পুলিশ আধিকারিক অভিযুক্তকে বান্দ্রার সৎগুরু শরণ বিল্ডিংয়ে নিয়ে যান ৷ চারটে পুলিশ ভ্যান মঙ্গলবার ভোর 5.30 মিনিট নাগাদ পৌঁছে যায় বিল্ডিংয়ের সামনে ৷ প্রায় একঘণ্টা আধিকারিকরা সেখানে ছিলেন বলে জানা গিয়েছে ৷

পিটিআই সূত্রে খবর, পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে বিল্ডিংয়ের সামনের গেট দিয়েই নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা রেলস্টেশনে ৷ এই স্টেশন থেকেই অভিযুক্ত দাদার যাওয়ার ট্রেন ধরেছিল ৷ নিয়ে যাওয়া হয় সেই বাগানে যেখানে হামলার পর এসে ঘুমিয়েছিল অভিযুক্ত ৷

এএনআই সূত্রের খবর, এদিন অভিযুক্তকে ন্যাশনাল কলেজ বাসস্টপেও নিয়ে যাওয়া হয় ৷ ইতিমধ্যেই, বিভিন্ন জায়গা থেকে পুলিশ অভিযুক্তর আঙুলের ছাপ উদ্ধার করেছে ৷ ফরেনসিক টিমও সোমবার পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করে ৷ জানা গিয়েছে, অভিনেতার বাথরুমের জানালা ও ক্রাইম সিন থেকে অভিযুক্তর আঙুলের ছাপ পাওয়া গিয়েছে ৷

16 তারিখ ভোর রাতে সইফ আলি খানের ওপর হামলা করে শরিফুল ৷ চুরি করার মতলবে বাড়ির পাইপ বেয়ে 12 তলার ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে সইফের ঘরে প্রবেশ করে অভিযুক্ত ৷ ধরা পরে যাওয়ার পরেই ধারালো ছুরি দিয়ে ছ'বার অভিনেতাকে আঘাত করা হয় ৷ লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় অভিনেতার ৷ এখন আগের থেকে অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে ৷ খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে 'হামতুম' অভিনেতাকে ৷

অন্যদিকে, রবিবার পুলিশ শরিফুল ইসলামকে গ্রেফতার করে ৷ সে বাংলাদেশের ঝোলাকাঠির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অবৈধভাবে বিজয় দাস নামে ভারতে প্রবেশ করে সে ৷ মুম্বইয়ে প্রায় পাঁচমাস ধরে সে রয়েছে ৷ একটা হাউসকিপিং এজেন্সির সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত ৷ ঘটনার পুর্নিমর্মানের পর অভিযুক্ত শরিফুলকে ফের বান্দ্রা থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷ অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ৷ পুলিশের বিবৃতি অনুসারে, তদন্তের জন্য দল গঠন করা হয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 311, 312, 331(4), 331(6), এবং 331(7) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.