ETV Bharat / sports

চার টেস্ট বাকি থাকতেই দেশে ফিরলেন গম্ভীর ! কারণ নিয়ে ধোঁয়াশা - GAUTAM GAMBHIR

ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন তিনি ৷ তাঁর অনুপস্থিতিতে সহকারী কোচেরা দল পরিচালনা করবেন ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 26, 2024, 11:00 AM IST

Updated : Nov 26, 2024, 11:19 AM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: দেশে ফিরলেন গৌতম গম্ভীর ৷ পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে দল এগিয়ে যাওয়ার পরদিনই অস্ট্রেলিয়া ছাড়লেন টিম ইন্ডিয়ার হেডস্যর ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন তিনি ৷ তাঁর অনুপস্থিতিতে সহকারী কোচেরা দল পরিচালনা করবেন ৷

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা ৷ নিয়মিত অধিনায়ককে ছাড়াই অজিদের উড়িয়ে ইতিহাস গড়েছেন গৌতম গম্ভীরের ছেলেরা । রোহিত অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও এবার দেশে ফিরলেন গম্ভীর ৷ সূত্রের খবর, অ্যাডিলেডে গোলাপী বল টেস্টের আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাতীয় দলের হেড কোচ ৷ নীতি বদলে টার্নিং পিচ বানিয়েও কেন ঘরের মাঠে ভরাডুবি ? এই প্রশ্নের উত্তর খুঁজতে অজি সফরে যাওয়ার আগে কোচের সঙ্গে বৈঠক সারে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বোর্ড সূত্রে খবর, সেখানেই অস্ট্রেলিয়া সফর ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের জন্য ৷

ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতীয় দল যদি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতেও আশানরূপ ফলাফল না-করতে পারে, তাহলে লাল বলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে ৷ বৈঠকের যা নির্যাস তাতে, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ হয় তাহলে লাল বলের ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের মত কোনও বিশেষজ্ঞকে কোচের পদে বসানো হত পারে ৷ যদিও পারথ টেস্টে ভারত 295 রানের ‘বিরাট’ ব্যবধানে জেতায় গৌতমের গম্ভীরভাব যে খানিক কেটেছে, তা বলাই বাহূল্য ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 26 নভেম্বর: দেশে ফিরলেন গৌতম গম্ভীর ৷ পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে দল এগিয়ে যাওয়ার পরদিনই অস্ট্রেলিয়া ছাড়লেন টিম ইন্ডিয়ার হেডস্যর ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন তিনি ৷ তাঁর অনুপস্থিতিতে সহকারী কোচেরা দল পরিচালনা করবেন ৷

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা ৷ নিয়মিত অধিনায়ককে ছাড়াই অজিদের উড়িয়ে ইতিহাস গড়েছেন গৌতম গম্ভীরের ছেলেরা । রোহিত অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও এবার দেশে ফিরলেন গম্ভীর ৷ সূত্রের খবর, অ্যাডিলেডে গোলাপী বল টেস্টের আগেই ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাতীয় দলের হেড কোচ ৷ নীতি বদলে টার্নিং পিচ বানিয়েও কেন ঘরের মাঠে ভরাডুবি ? এই প্রশ্নের উত্তর খুঁজতে অজি সফরে যাওয়ার আগে কোচের সঙ্গে বৈঠক সারে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বোর্ড সূত্রে খবর, সেখানেই অস্ট্রেলিয়া সফর ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের জন্য ৷

ইটিভি ভারতকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতীয় দল যদি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতেও আশানরূপ ফলাফল না-করতে পারে, তাহলে লাল বলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে ৷ বৈঠকের যা নির্যাস তাতে, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থ হয় তাহলে লাল বলের ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের মত কোনও বিশেষজ্ঞকে কোচের পদে বসানো হত পারে ৷ যদিও পারথ টেস্টে ভারত 295 রানের ‘বিরাট’ ব্যবধানে জেতায় গৌতমের গম্ভীরভাব যে খানিক কেটেছে, তা বলাই বাহূল্য ৷

আরও পড়ুন

Last Updated : Nov 26, 2024, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.