পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতদের দীর্ঘমেয়াদি কোচের খোঁজে বিসিসিআই, শীঘ্র বিজ্ঞপ্তি বোর্ডের - New Coach for Team India - NEW COACH FOR TEAM INDIA

New Coach for Team India: টি-20 বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের হেড কোচ হিসেবে বর্ধিত মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ এবার তাঁর জায়গায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই ৷

ETV BHARAT
রোহিত শর্মাদের নতুন কোচের খোঁজে প্রস্তুতি শুরু বিসিসিআইয়ের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 1:35 PM IST

মুম্বই, 10 মে: জুন মাস শেষ হলেই ভারতীয় দলের হেড কোচ পদে বর্ধিত মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের ৷ তার আগেই নয়া কোচের খোঁজ শুরু করে দিতে চাইছে বিসিসিআই ৷ আর তার জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী জয় শাহ জানিয়েছেন, বোর্ড আগামী তিন বছরের জন্য হেড কোচ নিয়োগ করতে চাইছে ৷

উল্লেখ্য, 2021 সালের নভেম্বর থেকে রাহুল দ্রাবিড়কে 2 বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ করা হয় ৷ গতবছর বিশ্বকাপে পর তাঁর মেয়াদ চলতি বছর জুন মাস পর্যন্ত বাড়িয়েছিল বোর্ড ৷ সেই মেয়াদ টি-20 বিশ্বকাপের পর শেষ হচ্ছে ৷ তাই এবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নতুন কোচ নিয়োগ করবে বিসিসিআই ৷ তবে, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাইলে, তাঁকেও আবেদন করতে হবে ৷

জয় শাহ এ নিয়ে বৃহস্পতিবার জানিয়েছেন, "আগামী কয়েকদিনের মধ্যে আমরা হেড কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করব ৷ রাহুল দ্রাবিড়ের সময়সীমা শেষ হতে চলেছে ৷ যদি তিনি দায়িত্ব চালিয়ে যেতে চান, তাহলে তাঁকে পুনরায় আবেদন করতে হবে ৷ আমরা আগামী 3 বছরের দীর্ঘমেয়াদি কোচের সন্ধান করছি ৷"

ইংল্যান্ড-সহ কয়েকটি দেশে ফরম্যাট অনুযায়ী কোচ রয়েছে ৷ বিসিসিআই কী তেমন কিছু ভাবছে ? এর জবাব বিসিসিআই সচিব জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটে বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ থাকার কোনও নজির নেই ৷ তবে, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করছে ক্রিকেট উপদেষ্টা কমিটির উপর ৷ বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে রয়েছেন, যতীন পরাঞ্জপে, অশোক মলহোত্রা এবং সুলক্ষণা নায়েক ৷

জয় শাহ বলেন, "ভারতীয় ক্রিকেটে কখনও ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ নিয়োগ করা হয়নি ৷ এছাড়া আমাদের কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা সব ফরম্যাটেই খেলেন ৷ যেমন ঋষভ পন্ত, বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ শেষ পর্যন্ত এটা ক্রিকেট উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ৷ তাঁরা যা ঠিক করবে, সেটা আমি কার্যকর করব ৷ যদি, সিএসি বিদেশি কোচ নিয়োগ করে, তাতে আমি হস্তক্ষেপ করতে পারব না ৷" জয় শাহ জানিয়েছেন, জাতীয় নির্বাচক কমিটিতে যে একটি শূন্যপদ রয়েছে ৷ সেখানেও খুব শীঘ্রই নিয়োগ করা হবে ৷

আরও পড়ুন:

  1. আইপিএলে ফের নজির কোহলির, পঞ্জাবকে 'বিরাট' রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল বেঙ্গালুরু
  2. ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন

ABOUT THE AUTHOR

...view details