পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অলিম্পিকের স্বপ্ন ছুঁতে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা - ঐহিকা মুখোপাধ্যায়

Ayhika Mukherjee: প্যারিস অলিম্পিকসে মেয়েদের টেবিল টেনিসে দলগত ইভেন্টে যোগ্যতা অর্জন করেছে ভারত ৷ আগামী মাসে অলিম্পিকসের দল ঘোষণা করতে পারে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ সেই দলেই এখন জায়গা পাওয়া প্রধান লক্ষ্য বাঙালি প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায়ের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 2:09 PM IST

প্যারিস অলিম্পিক্সের আগে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা মুখোপাধ্যায়

কলকাতা, 25 ফেব্রুয়ারি: গতবছর এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ ৷ অর্জুন পুরস্কার। চলতি বছরের শুরুতেই বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর সান ইয়াংশাকে হারিয়েছেন বাংলার প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায় ৷ এই প্রতিযোগিতায় চাইনিজ-তাইপে দলের কাছে ভারতের মহিলা দল হেরে গিয়েছিল রাউন্ড 16-এর ম্যাচে ৷

তবে, সবমিলিয়ে ঐহিকার পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল ৷ স্পেনের বিরুদ্ধে টিম গেমে ভারত যখন 0-2 অবস্থায় পিছিয়ে ছিল, সেই অবস্থায় খেলতে নেমে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ৷ ঐহিকা প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন দলগত ইভেন্টে ৷ শুক্রবার রাতে বুসান থেকে কলকাতায় ফিরেছেন ৷ আর শনিবার সৌম্যদীপ ও পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমিতে সংবর্ধনা দেওয়া হল ঐহিকা মুখোপাধ্যায়কে ৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গে করে এনেছিলেন তাঁর পাওয়া অর্জুন পুরস্কার ৷

চলতি বছরেই প্যারিস অলিম্পিক ৷ মাত্র কয়েকমাস বাকি ৷ তবে, ঐহিকা অলিম্পিক নিয়ে এখনই ভাবছেন না ৷ সামনের মাসে একটি প্রতিযোগিতা রয়েছে ৷ সেদিকেই মনোনিবেশ করছেন ৷ সেখানে সাফল্য পেলে, তাঁর জন্য ভালো হবে বলে মনে করেন ভারতীয় প্যাডলার ৷ অর্থাৎ, প্যারিস অলিম্পিকসে পৌঁছতে সাহায্য করবে বলে জানালেন তিনি ৷ অলিম্পিকের দল খুব শীঘ্রই ঘোষণা করবে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ সম্ভবত মার্চ মাসের পাঁচ তারিখ সেই দল ঘোষণা হবে ৷

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে নকআউটে ওঠার সুবাদে ভারতীয় দল বিশ্ব ক্রমতালিকায় 15 নম্বর স্থান থেকে আরও উপরে উঠবে ৷ অলিম্পিকসে ভারতীয় দলে কারা প্রতিনিধিত্ব করবেন, তা এখনও ঠিক হয়নি ৷ ঐহিকা বলছেন, "অলিম্পিকের দল ঘোষণা হওয়ার পরেই প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা করব ৷ অলিম্পিকসে পদকের রং পরিবর্তন করার চেষ্টা করব ৷ আমাদের কোচরা দারুণ কাজ করছেন ৷ সৌম্যদীপ দা ও পৌলমী দি সবসময় সমর্থন করে ৷ খুবই ভালো ওরা ৷"

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে ইয়াংশাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঐহিকা ৷ বললেন, "ইয়াংশার বিরুদ্ধে নামার আগে ভাবিইনি, বিশ্বের ক্রমতালিকায় ও কত নম্বরে রয়েছে ৷ নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি ৷ সেদিন যেভাবে খেলছিলাম, যা শট খেলছিলাম, সব ঠিকঠাক হচ্ছিল ৷ খেলতে খেলতে বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে ৷ টেবিল টেনিসে বিশ্ব শাসন করে চিনের প্যাডলাররা ৷ তাঁদের বিরুদ্ধে জয় পাওয়া মানে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ৷ আগামী দিনে আরও ভয়ডরহীন খেলতে সাহায্য করবে ৷"

ঐহিকা আরও জানিয়েছেন, "বড় খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নামলে তিন বছর আগেও আমাদের মানসিক সমস্যা হত ৷ সেটা এখন আর হয় না ৷ আমরা কাটিয়ে উঠতে পেরেছি ৷ আগামী প্রজন্মের খেলোয়াড়দের এই সমস্যাটা থাকবে না আশা করি ৷ যেভাবে মেন্টাল ট্রেনিং হচ্ছে, তাতে আমরা উপকৃত হচ্ছি ৷"

আরও পড়ুন:

  1. ইতালিকে হারিয়ে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে ভারতের মহিলা প্যাডলাররা
  2. খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, মৃত্যু টিটি প্লেয়ার অর্পিতা নন্দীর
  3. থাইল্যান্ডের বিরুদ্ধে জয়, ব্যাডমিন্টনে প্রথমবার এশিয়া সেরা ভারতের মেয়েরা

ABOUT THE AUTHOR

...view details