কলকাতা, 20 নভেম্বর: আবারও বিতর্ক সিএবি-র টুর্নামেন্টে ৷ এবার ওভার কেলেঙ্কারি জেসি মুখার্জি ট্রফিতে ! অভিযোগ, 2 বল বাকি থাকতে আম্পায়ার ওভার ঘোষণা করে দিয়েছেন ৷ আর তার জেরেই মঙ্গলবার টালিগঞ্জ অগ্রগামীকে 2 রানে হারতে হল কুমারটুলির কাছে ৷
পুরো ঘটনাটিতে স্কোরার ও আম্পায়ারদের মধ্যে বোঝাপড়ার অভিযোগ উঠেছে ৷ ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 170 রান তুলেছিল কুমারটুলি ৷ যে রান তাড়া করতে নেমে 168 রান তোলে টালিগঞ্জ অগ্রগামী ৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের ইনিংসে 19 তম ওভারে ৷
কীভাবে এই ঘটনা ?
অভিযোগ, 19 তম ওভারে দু’বল কম খেলা হয়েছিল ৷ মাত্র চার বলেই ওভার ঘোষণা করে দেন আম্পায়ার স্বস্তিক দত্ত চৌধুরী ৷ পরে জানা যায়, মাঠে থাকা দুই আম্পায়ার ও স্কোরারদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে ৷ ম্যাচের দ্বিতীয় বলটি মাঠের বাইরে যাওয়ায় নাকি আম্পায়ার স্কোরারদের কাছে জানতে চান, ক’টা বল বাকি রয়েছে ৷
অভিযোগ, স্কোরার তখন দু’টি আঙুল তুলে সংকেত দেন ৷ অর্থাৎ, দু’টি বল বাকি আছে ৷ সেই মতো দু’বল পরে আম্পায়ার স্বস্তিক ওভার ঘোষণা করেন। কিন্তু, টালিগঞ্জ ক্রিকেটারদের দাবি, দু’বল তখনও বাকি ছিল ৷ তাহলে প্রশ্ন উঠছে, অবজার্ভার কী করছিলেন ? তিনি কেন সবার সঙ্গে কথা বলে, সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিলেন না ? এমনও শোনা যাচ্ছে, আম্পায়াররা পরে বলেছেন, তাঁরা ছ’টা বলই খেলিয়েছেন ৷ স্কোরার ভুল করেছেন ৷
এক্ষেত্রে আরও একটি সম্ভাবনা দেখা দিয়েছে ৷ ময়দানের একাংশ মনে করছে, হয়তো স্কোরার বোঝাতে চেয়েছেন দু’বল হয়েছে ৷ কিন্তু, আম্পায়ার সেটাকে দু’বল বাকি রয়েছে, এমনটা বুঝেছেন ৷ ফলে স্পষ্টতই পুরো বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷
অন্যদিকে, বিতর্ক ধামাচাপা দিতে সিএবি ম্যাচটি আবার খেলানোর ভাবনাচিন্তা করছিল ৷ কিন্তু, একটি সূত্রের মতে সিএবি তা করতে পারে না ৷ সিএবি সংবিধানের ধারা 17.5 অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত ৷ আম্পায়ার যদি 6টি বল হওয়ার আগেই, ভুল করে ওভার ঘোষণা করে দেন, তাহলে সেই সিদ্ধান্তই বহাল থাকবে ৷ যদি না, নতুন ওভার শুরুর আগে আম্পায়ার নিজের ভুল শুধরে নেন ৷ ফলে সিএবি তার সংবিধানের বাইরে গিয়ে ম্যাচ পুনরায় করানোর নির্দেশ দিতে পারে না ৷
সিএবি-র আম্পায়ারিং সংক্রান্ত নির্দেশিকা (নিজস্ব চিত্র) অন্যদিকে, টালিগঞ্জ শিবির আরও অভিযোগ করেছে, 15 মিনিট অতিরিক্ত সময় ম্যাচ খেলিয়েছেন আম্পায়ার ৷ সাড়ে চারটেয় ম্যাচ শেষ হওয়ার কথা ছিল, তা মানা হয়নি ৷ টালিগঞ্জের এক কর্তা শুভঙ্কর ঘোষ দস্তিদার বলেছেন, "এটা ময়দানি ক্রিকেটের বিরল ঘটনা ৷ প্রতিবাদ জানিয়ে সিএবিতে চিঠি দিচ্ছি আমরা ৷"
তবে, এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটেও ঘটেছে অতীতে ৷ 2012 সালে অস্ট্রেলিয়ার মাঠে ৷ অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ট্রাই সিরিজে ৷ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে দ্বিতীয় ইনিংসের 30 নম্বর ওভারে আম্পায়রা 1 বল বাকি থাকতে ওভার ঘোষণা করে দিয়েছিলেন ৷ সেই ম্যাচটি টাই হয়েছিল ৷ শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 236 রান করেছিল ৷ সেই রান তাড়া করতে নেমে ভারতও নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 236 রান তুলেছিল ৷
পরবর্তী সময়ে জানা যায়, শ্রীলঙ্কা পেস স্টার লাসিথ মালিঙ্গা 30 নম্বর ওভার করতে এসেছিলেন ৷ সেই সময় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর ব্যাট করছিলেন ৷ ওভারের প্রথম বলে ধোনি 1 রান নেন ৷ পরের বলে গম্ভীর একটি বাউন্ডারি মারেন ৷ তৃতীয় বলে তিনি 1 রান নিয়ে নন-স্ট্রাইকারে চলে যান ৷ চতুর্থ বলে ধোনি দু’রান নেন ৷ আর পঞ্চম বলে 1 রান ৷ কিন্তু, তার পরেই আম্পায়ার নাইজেল লং ওভার ঘোষণা করে দেন ৷ লেগ আম্পায়ার এসডি ফ্রাইও সেটা খেয়াল করেননি ৷ ম্যাচটি টাই হওয়ার পরেও, সেই নিয়ে বিতর্ক হয়েছিল ৷ বলা হয়েছিল, ওই একটি বল খেলা হলে ভারত জিততেও পারত ৷ কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তই সেক্ষেত্রে চূড়ান্ত ধরা হয়েছিল ৷