দার্জিলিং, 16 জানুয়ারি: এবার 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের লক্ষ্য উত্তরের চা-বলয় । আর সেজন্য চলতি বছরের শুরু থেকেই চা-বলয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন ও দলীয় কর্মসূচির ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । বুধবার এই ঘোষণা করেন রাজ্যসভার সাংসদ তথা আইএনএটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।
এদিন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি । সেখান থেকে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ির শিল্পতালুকে এক দলীয় সভা করেন তিনি । উত্তরের চা-বাগানগুলোতে বুথস্তর থেকে টানা গেট মিটিং, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা জানান রাজ্য সভাপতি । বিশেষ করে উত্তরের চা-বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাবদ বকেয়া টাকার কোনও তথ্য প্রকাশ না করায় পিএফ অফিস ঘেরাও কর্মসূচির কথাও জানান তিনি ।
তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা আইএনএটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি) এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "চা-বাগানের মালিকপক্ষকে আড়াল করতে প্রভিডেন্ট ফান্ড অফিস থেকে কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না ৷ একাধিকবার বকেয়ার অঙ্ক জানার জন্য আবেদন করা হলেও কোনও তথ্য প্রকাশ করছে না । সেজন্য এবার পিএফ অফিস ঘেরাও করা হবে । উত্তরবঙ্গে দুটো পর্যায়ে ওই আন্দোলন করা হবে ।"
তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা আইএনএটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি) তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে উত্তরের বন্ধ চা-বাগান অধিগ্রহণের কথা জানিয়েছিলেন ৷ এরপর গেজেট নোটিফিকেশনও করা হয় । কিন্তু তারপরেও চা-বাগান অধিগ্রহণ করা হয়নি । এর ফলে এখন চা-বাগানের শ্রমিকরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাচ্ছে । 2026 পর্যন্ত প্রতিটা চা-বাগানে কর্মসূচি নেওয়া হয়েছে । রাজ্যসভার আগামী অধিবেশনে আমি এই বৈষম্য নিয়ে ফের প্রশ্ন করব । পাশাপাশি সংসদীয় শ্রম কমিটিকেও চিঠি দেব ।"
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 22 জানুয়ারি দার্জিলিং জেলার চা-বাগান শ্রমিকদের নিয়ে শিলিগুড়ির রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিস ও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার শ্রমিকদের নিয়ে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে আইএনটিটিইউসি-র চিয়া বাগান শ্রমিক সংগঠন । একইভাবে চলতি বছরের 3 জানুয়ারি থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি নিয়ে জলপাইগুড়িতে ওই একই কর্মসূচি পালন করা হবে ।
তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা আইএনএটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি) প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকা 483টি বুথের মধ্যে 18 থেকে 19টিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস জয়ী হয় । 2024 লোকসভায় 483টির মধ্যে 244টিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় । ওই নির্বাচনেই মাদারিহাট বিধানসভায় প্রায় 100টি বুথের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয় 45টিতে ও বিজেপি জয়ী হয় 55টিতে ।
তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ তথা আইএনএটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি) সেটাই সর্বশেষ উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বেড়ে হয় 81টি ও বিজেপির কমে দাঁড়ায় 19টিতে । একইভাবে দার্জিলিং সমতলে থাকা 72টি বুথে শেষ লোকসভায় 39টিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস । আর এই বুথভিত্তিক ফলাফল ধরেই গোটা বছর ধরে বুথভিত্তিক কর্মসূচি নিয়েছে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন ।