ETV Bharat / politics

আলিমুদ্দিনের হস্তক্ষেপে কাটল জট, উত্তর 24 পরগনায় সিপিআইএম জেলা সম্পাদক পলাশ - PALASH DAS

গার্গী চট্টোপাধ্যায়ের প্রস্তাবে সর্বসম্মতিতে উত্তর 24 পরগনায় সিপিআইএম জেলা সম্পাদক হলেন পলাশ দাস ৷

ETV BHARAT
উত্তর 24 পরগনায় সিপিআইএম জেলা সম্পাদক হলোন পলাশ দাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 7:24 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত আলিমুদ্দিনের হস্তক্ষেপে জট কাটল উত্তর 24 পরগনা জেলা সিপিএমে । বুধবার সিপিএম রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হলেন সিপিআইএম নেতা পলাশ দাস । বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের প্রস্তাবে নতুন জেলা কমিটির সদস্যরা সমর্থন জানান । সর্বসম্মতিতেই আজ পলাশ দাশকে উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক করা হয়েছে ।

জেলা সম্মেলন পর্বে কিংবা জেলা কমিটি গঠনকালে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক নির্বাচন করতে ব্যর্থ হয় সিপিআইএম । এমনকি, ভোটাভুটিতে হেরে যান বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী । উত্তর 24 পরগনা জেলা সিপিএমের 'সদ্য প্রাক্তন' সম্পাদক মৃণাল চক্রবর্তী গত রবিবার ভোটাভুটিতে মাত্র চার ভোটে পরাজিত হন । একইসঙ্গে, 74 জনের জেলা কমিটিতে নিজের জায়গা করে নেন মধ্যমগ্রামের সনত বিশ্বাস । কিন্তু সেদিনও জেলা সম্পাদক নির্বাচন করা হয়নি ।

ETV BHARAT
উত্তর 24 পরগনায় সিপিআইএম জেলা সম্পাদক পলাশ দাস (নিজস্ব চিত্র)

পলাশ দাশকে নতুন জেলা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচন করে আজ আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক নির্বাচনের জন্য বৈঠক রাখা হয়েছিল । সাড়ে তিনটের কিছুক্ষণ পর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আভাস রায়চৌধুরী, শমিক লাহিড়ী, কল্লোল মজুমদার, নিরাপদ সরকার-সহ রাজ্যের নেতারা বৈঠকে বসেন ।

বিকেল চারটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নতুন সদস্য নিয়ে বৈঠক শুরু হয় । উপস্থিত ছিলেন বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীও । সূত্রের দাবি, সেই বৈঠকেই বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় নতুন জেলা সম্পাদক হিসেবে পলাশ দাসের নাম প্রস্তাব করেন । সেই প্রস্তাবে উপস্থিত জেলা কমিটির সদস্যরা সর্বসম্মতি জানান ।

ETV BHARAT
সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, দক্ষিণ সামলানো গেলেও গোল বেঁধেছিল উত্তর নিয়ে । সিপিআইএম রাজ্য নেতৃত্ব প্রথম থেকে চেষ্টা করলেও কোনও লাভ হয়নি । কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটাভুটি এড়ানো গেলেও উত্তর 24 পরগনায় তা সম্ভব হয়নি । গত রবিবার বারাসত রবীন্দ্র ভবনে প্রায় 400 জন প্রতিনিধির ভোটাভুটিতে মোট 74 জনের জেলা কমিটি গঠন করা হয় । এরপর আজ বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে 74 জনের বৈঠকে নতুন জেলা সম্পাদক নির্বাচন হয়েছে ।

ETV BHARAT
আলিমুদ্দিনের হস্তক্ষেপে কাটল জট (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্মেলন পর্বে বারাসত রবীন্দ্র ভবনেই 74 জনের প্যানেল তৈরি করে ফেলার সঙ্গে সঙ্গেই একাধিক নাম জমা পড়তে শুরু করে । বিভিন্ন এরিয়া কমিটির পক্ষ থেকে নাম আসতে থাকে । মোট 27 জনের নাম জমা পড়ে । রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ও শ্রীদীপ ভট্টাচার্য । বর্তমান পরিস্থিতিতে ভোটাভুটি এড়িয়ে সর্বসম্মত কমিটি গঠন করতে তাঁরাও প্রতিনিধিদের অনুরোধ করেন । কিন্তু, প্রতিনিধিরা তাঁদের দাবিতে অনড় থাকেন । ফলে ভোটাভুটি ছাড়া আর কোনও উপায় ছিল না ।

এর আগে, কয়েকটি জেলায় ভোটাভুটির পরিস্থিতির আগাম আঁচ করে বারবার বৈঠক, আলোচনা করে তা এড়িয়ে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা । বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, মালদা, কোচবিহারে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েও পরিস্থিতি সামাল দিয়েছিলেন তাঁরা । কিন্তু উত্তর 24 পরগনায় তা আর করা যায়নি । ভোটাভুটি করে তৈরি হয় 74 জনের জেলা কমিটি ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত আলিমুদ্দিনের হস্তক্ষেপে জট কাটল উত্তর 24 পরগনা জেলা সিপিএমে । বুধবার সিপিএম রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হলেন সিপিআইএম নেতা পলাশ দাস । বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের প্রস্তাবে নতুন জেলা কমিটির সদস্যরা সমর্থন জানান । সর্বসম্মতিতেই আজ পলাশ দাশকে উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক করা হয়েছে ।

জেলা সম্মেলন পর্বে কিংবা জেলা কমিটি গঠনকালে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক নির্বাচন করতে ব্যর্থ হয় সিপিআইএম । এমনকি, ভোটাভুটিতে হেরে যান বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী । উত্তর 24 পরগনা জেলা সিপিএমের 'সদ্য প্রাক্তন' সম্পাদক মৃণাল চক্রবর্তী গত রবিবার ভোটাভুটিতে মাত্র চার ভোটে পরাজিত হন । একইসঙ্গে, 74 জনের জেলা কমিটিতে নিজের জায়গা করে নেন মধ্যমগ্রামের সনত বিশ্বাস । কিন্তু সেদিনও জেলা সম্পাদক নির্বাচন করা হয়নি ।

ETV BHARAT
উত্তর 24 পরগনায় সিপিআইএম জেলা সম্পাদক পলাশ দাস (নিজস্ব চিত্র)

পলাশ দাশকে নতুন জেলা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচন করে আজ আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক নির্বাচনের জন্য বৈঠক রাখা হয়েছিল । সাড়ে তিনটের কিছুক্ষণ পর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আভাস রায়চৌধুরী, শমিক লাহিড়ী, কল্লোল মজুমদার, নিরাপদ সরকার-সহ রাজ্যের নেতারা বৈঠকে বসেন ।

বিকেল চারটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নতুন সদস্য নিয়ে বৈঠক শুরু হয় । উপস্থিত ছিলেন বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীও । সূত্রের দাবি, সেই বৈঠকেই বরাহনগর পানিহাটি এলাকার সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় নতুন জেলা সম্পাদক হিসেবে পলাশ দাসের নাম প্রস্তাব করেন । সেই প্রস্তাবে উপস্থিত জেলা কমিটির সদস্যরা সর্বসম্মতি জানান ।

ETV BHARAT
সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, দক্ষিণ সামলানো গেলেও গোল বেঁধেছিল উত্তর নিয়ে । সিপিআইএম রাজ্য নেতৃত্ব প্রথম থেকে চেষ্টা করলেও কোনও লাভ হয়নি । কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটাভুটি এড়ানো গেলেও উত্তর 24 পরগনায় তা সম্ভব হয়নি । গত রবিবার বারাসত রবীন্দ্র ভবনে প্রায় 400 জন প্রতিনিধির ভোটাভুটিতে মোট 74 জনের জেলা কমিটি গঠন করা হয় । এরপর আজ বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে 74 জনের বৈঠকে নতুন জেলা সম্পাদক নির্বাচন হয়েছে ।

ETV BHARAT
আলিমুদ্দিনের হস্তক্ষেপে কাটল জট (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্মেলন পর্বে বারাসত রবীন্দ্র ভবনেই 74 জনের প্যানেল তৈরি করে ফেলার সঙ্গে সঙ্গেই একাধিক নাম জমা পড়তে শুরু করে । বিভিন্ন এরিয়া কমিটির পক্ষ থেকে নাম আসতে থাকে । মোট 27 জনের নাম জমা পড়ে । রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ও শ্রীদীপ ভট্টাচার্য । বর্তমান পরিস্থিতিতে ভোটাভুটি এড়িয়ে সর্বসম্মত কমিটি গঠন করতে তাঁরাও প্রতিনিধিদের অনুরোধ করেন । কিন্তু, প্রতিনিধিরা তাঁদের দাবিতে অনড় থাকেন । ফলে ভোটাভুটি ছাড়া আর কোনও উপায় ছিল না ।

এর আগে, কয়েকটি জেলায় ভোটাভুটির পরিস্থিতির আগাম আঁচ করে বারবার বৈঠক, আলোচনা করে তা এড়িয়ে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা । বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, মালদা, কোচবিহারে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েও পরিস্থিতি সামাল দিয়েছিলেন তাঁরা । কিন্তু উত্তর 24 পরগনায় তা আর করা যায়নি । ভোটাভুটি করে তৈরি হয় 74 জনের জেলা কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.