পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ট্রেন্ড স্পষ্ট হতেই মমতার বাড়ির সামনে সবুজ আবিরে শুরু বিজয়োল্লাস - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

TMC Celebration after early trends: প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুরু হয়ে গেল বিজয়োল্লাস ৷ সবুজ আবিরে আগাম জয়ের উৎসবে শামিল হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

ETV BHARAT
মমতার বাড়ির সামনে সবুজ আবিরে শুরু বিজয়োল্লাস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 12:50 PM IST

কলকাতা, 4 জুন: ভোটগণনার ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হতেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে আগাম বিজয়োল্লাস ৷ প্রাথমিক ট্রেন্ডে অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকায় সবুজ আবিরে আনন্দে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও শুরু হয়ে গিয়েছে জয়ের আগাম উদযাপন ৷

মমতার বাড়ির সামনে সবুজ আবিরে শুরু বিজয়োল্লাস (নিজস্ব ভিডিয়ো)

এক্সিট পোল যা-ই পূর্বাভাস দিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধীরা বলেছিলেন যে, বাস্তবের মাটিতে ফল হবে উলটো ৷ ধুয়ে মুছে যাবে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী ৷ বাংলায় এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে সেই ইঙ্গিতই স্পষ্ট ৷ মঙ্গলবার সকালে ভোটগণনা শুরুর পর বেলা যত গড়াচ্ছে, ততই দেখা যাচ্ছে বাংলায় অধিক সংখ্যায় পদ্ম ফোটার আশা ক্ষীণ ৷ 42টি আসনের মধ্যে অধিকাংশতেই এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত গেরুয়া শিবিরের এগিয়ে থাকা আসনের সংখ্যা সবে ডাবল ডিজিট পেরিয়েছে ৷ তবে বামেদের খাতা এখনও শূন্য ৷ কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে ৷

স্বাভাবিকভাবেই গত বিধানসভা ভোটের মতোই এক্সিট পোলকে একেবারে ভুল প্রমাণ করে বাংলায় আবারও দিকে দিকে ঘাস-ফুল ফোটার ইঙ্গিত মিলছে ৷ যদিও চূড়ান্ত ফল পেতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷ তবে প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী হওয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম বিজয়োল্লাস শুরু করে দিয়েছেন ঘাস-ফুলের সমর্থকেরা ৷ সবুজ আবির ও মিষ্টিমুখে তাঁরা জয়ের উদযাপন করছেন ৷

লোকসভা নির্বাচনের ফলাফলের আরও খবর জানুন

সেই আনন্দের ছবি ধরা পড়েছে কালীঘাটেও ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে সকাল থেকেই ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল কংগ্রেস বিভিন্ন আসনে এগিয়ে যেতেই তাঁরা সবুজ আবিরে মাতেন বিজয়োল্লাসে ৷ সবার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান ৷ স্লোগান ওঠে জয় বাংলার ৷ তাঁদের অভিযোগ, "আমরা তো জিতেই গিয়েছি ৷ টাকা দিয়ে এক্সিট পোল করিয়েছিল বিজেপি ৷ তবে বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে থেকেছে ৷ বাংলার দিদি ছাড়া আর কিছু নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details