কলকাতা, 31 মার্চ: এবারের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা আসন থেকে লড়ছেন তিন প্রবীণ নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও তাপস রায়- এই তিনজনই কখনও না কখনও কংগ্রেস করেছেন ৷ প্রথম দু'জন দল-নীতি বদলে তৃণমূল আর বিজেপিতে গিয়েছেন। তৃতীয় জন 50 বছর ধরে কংগ্রেসেই আছেন। প্রত্যেকের বয়স সত্তর ও আশির ঘরে । ফলে, তাঁদের গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে কাজ নিয়ে আলোচনা চলছে । একইভাবে প্রশ্ন উঠছে যে, দীর্ঘদিনের সমালোচনা সামলে বামেরা নতুন প্রজন্মকে প্রার্থী করলেও এই তিন রাজনৈতিক দল কেন যুবদের মধ্যে কাউকে প্রার্থী করল না ! এই নিয়ে সাধারণ ভোটার বা নতুন প্রজন্ম কী বলছেন তার খোঁজ নিয়েছিল ইটিভি ভারত ।
উত্তর কলকাতা লোকসভা আসনে বামফ্রন্ট সমৰ্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য । তাঁর বয়স 80। প্রায় 50 বছর ধরে কংগ্রেসে আছেন । বিধানসভা-লোকসভা-রাজ্যসভা ঘুরে আবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন । তৃণমূল আবারও আস্থা রেখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর। তাঁর বয়স 75 ছাড়িয়েছে । অন্যদিকে, সুদীপ-সহ তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলত্যাগে করে ওই একই আসনে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তাপস রায় । তিনিও কংগ্রেস ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন । বাকি দু'জনের চেয়ে তাপস রায় বয়সে কিছুটা ছোট। তবুও আছেন 70-এর ঘরেই। সবমিলিয়ে প্রবীণ 'তিন কংগ্রেসি' পরস্পরের মুখোমুখি উত্তর কলকতায় ।
উত্তর কলকাতার বাসিন্দা ও পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের ভোটার বিভেশ্বর ভট্টাচার্য বলেন, "নতুন প্রজন্মের প্রার্থী হলে ভালো হত । কিন্তু, রাজনৈতিক দলগুলি তা দেয়নি । যাঁরা আছেন তাঁদের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হবে । সেদিক থেকে বলতে গেলে সুদীপ বন্দোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছেন । তিনি চেনা মুখ এলাকায় । যে কোনও ছোটখাটো অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায় । স্বাভাবিকভাবে তাঁর দিকেই ভোটাররা বেশি ঝুঁকবেন বলেই আমি মনে করি।"
এবারে প্রথম ভোট দেবেন 38 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমাল্য চৌধুরী । ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের কথায়, "ইয়ং ক্যান্ডিডেট হলে ছাত্রদের সুবিধা-অসুবিধা অনেকটাই বুঝতেন। তবে বয়স্করা প্রার্থী হয়েছেন বলেই সমস্যা হবে, এমনটাও ভাবা ভুল । অবশ্য শারীরিক দিক থেকে কর্মক্ষমতা তরুণ প্রজন্মের বেশি । আমাদের দেখতে হবে কারা জাতপাতের রাজনীতির উর্দ্ধে উঠে ভাতের রাজনীতি করছেন। চারিদিকে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে । অথচ, পেটে টান পড়লে মানুষ ধর্মের কথা ভুলে যায় । তাই, সাধারণ মানুষের হয়ে কথা বলা, দাবি আদায় করাটাই বড় ব্যাপার।"
উত্তর কলকাতার আরেক বাসিন্দা তরুণ পাত্র । তিনিও এবার প্রথম ভোট দেবেন। তাঁর বক্তব্য, "উত্তর কলকাতায় তরুণ প্রজন্মের প্রার্থী না থাকলেও রাজ্যের বেশ কয়েকটি আসনে তরুণ প্রজন্মের মুখ রয়েছে । দিপ্সীতা ধর, সৃজন ভট্টাচার্যরা প্রার্থী হয়েছেন। ধর্মের রাজনীতি বাদ দিয়ে মানুষের সমস্যা-সমাধান নিয়ে যিনি সোচ্চার হবেন, তাঁকেই ভোট দেওয়া উচিত । তাই, প্রবীণ হলেও প্রদীপ ভট্টাচার্যকে সাধারণ মানুষ বেছে নেবেন বলে আমি মনে করি। এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ । কিন্তু, সেরকম কোনও কাজ করেছেন বলে মনে হয় না । এমনকী সংসদে তাঁর বলার মতো কোনও অবদান নেই।"
একজন 80, অন্য দু'জন 70-75; সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
North Kolkata Lok Sabha: উত্তর কলকাতায় এবার সাংসদ হওয়ার জন্য যাঁরা লড়ছেন তাঁরা সকলেই প্রবীণ ৷ ভোটে জিতলে তাঁরা আগামী 5 বছর কী কী কাজ করতে পারবেন ? বয়সের নিরিখে কাকে এগিয়ে রাখছেন নবীন ভোটাররা ? সেই খোঁজ নিল ইটিভি ভারত ৷
Etv Bharat
Published : Mar 31, 2024, 10:39 PM IST
|Updated : Apr 1, 2024, 9:49 AM IST
Last Updated : Apr 1, 2024, 9:49 AM IST