পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব', দিল্লি যাওয়ার আগে জানালেন সুকান্ত

Sukanta Majumdar will talk to PM Modi: সকালবেলায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা বাড়ি ফেরেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই তিনি দিল্লিতে ভারত মন্ডপে চলা তিনদিনের রাষ্ট্রীয় অধিবেশনে উপস্থিত থাকতে রওনা হন দিল্লির উদ্যেশে। আর যাওয়ার আগে জানান, সন্দেশখালির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সুকান্ত মজুমদার ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:28 PM IST

সুকান্ত মজুমদার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দিল্লির উদ্যেশ্যে রওনা হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সুকান্ত মজুমদার ৷ তারপরই তিনি সরাসরি দিল্লির উদ্দেশে রওনা হন ৷ আর যাওয়ার সময় তিনি জানিয়েছেন, সন্দেশখালির বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবটা জানাবেন।

এদিনই সকালবেলায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা বাড়ি ফেরেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই তিনি দিল্লিতে ভারত মন্ডপে চলা তিনদিনের রাষ্ট্রীয় অধিবেশনে উপস্থিত থাকতে রওনা হন দিল্লির জন্য। আর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাষ্ট্রীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। তাই তাঁদের সঙ্গে সন্দেশখালি বিষয়ে জানাবেন এবং কথাও বলবেন বলে জানান সুকান্ত।

এই সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এও বলেন, "আমি এমন একটা পরিবার থেকে উঠে এসেছি যেখানে কোনও দিন কেউ রাজনীতি করেননি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। পড়াশোনা করে অধ্যাপক হয়েছিলাম। তারপর আমার রাজনীতিতে আসা। যেদিন থেকে রাজনীতিতে এসেছি এবং বাড়ির বাইরে থাকলে আমার মা ফোন করে প্রতিদিনই জিজ্ঞেস করতেন আমি খেয়েছি কি না, ভালো আছি কি না ? কিন্তু আমার মায়ের মতো মহিলাকেও জিজ্ঞেস করতে হচ্ছে এখন যে, সন্দেশখালি কেমন আছে ?"

তিনি আরও বলেন, "গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত মিছিলে যেতে হবে না হলে চাকরি থাকবে না। এটাও তো একধরনের নির্যাতন।" অন্যদিকে, দিল্লিতে এদিন থেকে শুরু হয়েছে বিজেপির ন্যাশনাল কনভেনশন। জানা গিয়েছে, তিনদিন চলবে এই কনভেনশন। প্রতিবার এই কনভেনশন হলেই এবারের কনভেনশন অন্যান্য বারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের আগে দলীয়ভাবে এটিই বড় সভা, যেখানে দেশের ছোট থেকে বড় সমস্ত নেতারাই যোগ দেবেন। আর এই সভাতে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে একাধিক বার্তাও দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এই বিষয় আজ সুকান্ত মজুমদার জানান, অন্তত একদিন যাতে রাষ্ট্রীয় অধিবেশনে থাকতে পারেন তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েই দিল্লি যাচ্ছেন তিনি। দেশের সমস্ত কর্মী সমর্থক এবং নেতা সবাই এই অধিবেশনে আসেন। তাই এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট অপ্রাপ্তি। আগামিকাল তিনি সেখানে উপস্থিত থাকবেন বলেই জানান তিনি।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে দিল্লিতে কমল নাথ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে

সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর

কেমন আছেন সুকান্ত? ফোনে খোঁজ নিলেন লোকসভার স্পিকার

ABOUT THE AUTHOR

...view details