ETV Bharat / state

ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার গ্রাহক সেবা কেন্দ্রের মালিক, উদ্ধার প্রচুর সিমকার্ড

ট্যাব দুর্নীতিতে ইসলামপুরের পর এবার মালদা থেকে একজন গ্রেফতার ৷ ধৃতের একটি গ্রাহক সেবা কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে ৷

Malda and Siliguri Tab Scam Arrest
ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সিম ও ডেবিট কার্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 1:27 PM IST

মালদা ও শিলিগুড়ি, 28 নভেম্বর: কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) আড়ালে প্রতারণা ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর মালদার বৈষ্ণবনগর ৷ ট্যাবের টাকা কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে বুধবার রাতে বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় মনোজ চৌধুরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ ধৃত ব্যক্তি একটি গ্রাহক সেবা কেন্দ্র চালাত বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি পুলিশের কাছে শিলিগুড়িতে 40 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ মেলে । তারই তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃত মনোজ চৌধুরীকে । এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, "মালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে । আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

এদিকে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার কেলেঙ্কারিতে ফের উত্তর দিনাজপুরের ইসলামপুর যোগ ৷ হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাবের টাকা কেলেঙ্কারির যোগে মহম্মদ মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তার বাড়ি ইসলামপুরের মোটিভিটা এলাকায় ৷

চলতি মাসের শুরুতেই জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছিলেন, জেলাজুড়ে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ ট্যাবের টাকা কোন অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোর্টালে লগ-ইন করা হয়েছে সেই সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে ৷ ইতিমধ্যে বৈষ্ণবনগর, দিনহাটা ও উত্তর দিনাজপুর থেকে একাধিকজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ৷

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হরিশ্চন্দ্রপুরের একটি স্কুলের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় এই ব্যক্তির যোগ পাওয়া গিয়েছে ৷ ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, 65টি ডেবিট কার্ড, 95টি সিম কার্ড, তিনটি চেকবই, একটি পাসবই, 9টি বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্যাকেজ, বিভিন্ন ব্যক্তির 69টি পাসপোর্ট সাইজ ছবি ও দুটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক ৷

এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, এনআইসির তরফে দেওয়া আইপি অ্যাড্রেস ধরে উত্তর দিনাজপুরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতকে জেরা করে এই কেলেঙ্কারিতে যুক্ত বাকিদের খোঁজ চালানো হবে ৷ তদন্তের স্বার্থে এখনই আর কিছু বলা সম্ভব নয় ৷

মালদা ও শিলিগুড়ি, 28 নভেম্বর: কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) আড়ালে প্রতারণা ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর মালদার বৈষ্ণবনগর ৷ ট্যাবের টাকা কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে বুধবার রাতে বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় মনোজ চৌধুরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ ধৃত ব্যক্তি একটি গ্রাহক সেবা কেন্দ্র চালাত বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি পুলিশের কাছে শিলিগুড়িতে 40 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ মেলে । তারই তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃত মনোজ চৌধুরীকে । এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, "মালদা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে । আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

এদিকে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার কেলেঙ্কারিতে ফের উত্তর দিনাজপুরের ইসলামপুর যোগ ৷ হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাবের টাকা কেলেঙ্কারির যোগে মহম্মদ মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তার বাড়ি ইসলামপুরের মোটিভিটা এলাকায় ৷

চলতি মাসের শুরুতেই জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছিলেন, জেলাজুড়ে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ ট্যাবের টাকা কোন অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোর্টালে লগ-ইন করা হয়েছে সেই সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে ৷ ইতিমধ্যে বৈষ্ণবনগর, দিনহাটা ও উত্তর দিনাজপুর থেকে একাধিকজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ৷

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হরিশ্চন্দ্রপুরের একটি স্কুলের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় এই ব্যক্তির যোগ পাওয়া গিয়েছে ৷ ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, 65টি ডেবিট কার্ড, 95টি সিম কার্ড, তিনটি চেকবই, একটি পাসবই, 9টি বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্যাকেজ, বিভিন্ন ব্যক্তির 69টি পাসপোর্ট সাইজ ছবি ও দুটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক ৷

এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, এনআইসির তরফে দেওয়া আইপি অ্যাড্রেস ধরে উত্তর দিনাজপুরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতকে জেরা করে এই কেলেঙ্কারিতে যুক্ত বাকিদের খোঁজ চালানো হবে ৷ তদন্তের স্বার্থে এখনই আর কিছু বলা সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.