উন্নাও, 27 ফেব্রুয়ারি: রাজস্থান থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ স্বাভাবিকভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে তিনি রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন না ৷ আর এনিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে 'ভীতু' বলে কটাক্ষ করলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷ সোনিয়া গান্ধি, নরেন্দ্র মোদির ভয়ে রায়বরেলি থেকে পালিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন বলে মন্তব্য করলেন তিনি ৷
সাক্ষী মহারাজ বলেন, "ভালো হয়েছে, আপনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন ৷ তিনি (সোনিয়া গান্ধি) জানতেন যে হারবেন ৷ তাই অত সাহস সঞ্চয় করতে পারেননি ৷ তিনি মোদিকে এতটাই ভয় পেয়েছেন যে, রাজ্যসভায় চলে গিয়েছেন ৷ আসলে তাঁর ঐতিহ্যবাহী আসন রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারেননি ৷ এর আগে রাহুল গান্ধি নির্বাচনের মাঠে অমেঠি থেকে পালিয়েছিলেন ৷ সোনিয়াও নির্বাচনের আগে পালিয়ে গেলেন ৷"
উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধি রায়বরেলির আসন থেকে খুবই কম ভোটে জিতেছিলেন ৷ তাঁর হাত থেকে ওই আসনটি প্রায় বেরিয়ে যেতে বসেছিল ৷ আর রাহুল গান্ধি সেবার কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পুরনো কেন্দ্র অমেঠি থেকে লড়েছিলেন ৷ সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে 4 লক্ষের বেশি ভোটে হারেন রাহুল ৷ যদিও, সেবার ওয়েনাড লোকসভা থেকেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি ৷ ফলে, লোকসভার সাংসদের তকমাটি হারাতে হয়নি রাহুলকে ৷