মগরা, 23 এপ্রিল: তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় মিমের ছয়লাপ ৷ তাঁর হাসি থেকে কথাবার্তা, সব নিয়েই চর্চা অন ৷ এই নিয়ে মুখ খুললেন খোদ প্রার্থী ৷ মঙ্গলবার হুগলির মগরায় প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, "আগে হাসিটা ছিল দারুণ । এখন হাসিটা শুনে লোকে বলে পাগল ।" নিজের হাসিকে এভাবেই সার্টিফিকেট দিলেন রচনা ৷
লোকে আগে দারুণ বলত, এখন বলে পাগল ; নিজের হাসিকে সার্টিফিকেট রচনার - Lok Sabha Election 2024
Rachna Banerjee: সোশাল মিডিয়া এখন তাঁর মিমে ভরে গিয়েছে ৷ তাঁর হাসি থেকে কথাবার্তা, সবকিছু ঘিরেই প্রবল আলোচনা ৷ তবে তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে কী বললেন তিনি ?
Published : Apr 23, 2024, 11:02 PM IST
রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী ৷ প্রচারে নামার পর থেকেই তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক মিম হচ্ছে ৷ যদিও তা নিয়ে এতটুকুও বিচলিত নন রচনা। এদিন তারকা প্রার্থী বলেন, "মিম করছেন সাধারণ মানুষজন। এরা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না। আমি তো নগণ্য। সোশাল মিডিয়াজুড়ে এখন শুধুমাত্র আমি আছি । আমি পজিটিভ মাইন্ডের মানুষ। সব জিনিস পজিটিভ মাইন্ডেই দেখছি । এতে কোনও রাগের ব্যাপার নেই । যারা মিম করছে তারা একটা জিনিস তৈরি করে সাবস্ক্রাইব-লাইক পাচ্ছে । এখান থেকে ইনকাম করছে ।"
তীব্র গরমে প্রচার নিয়ে রচনা বলেন, "গরমে সবাই কষ্ট পাচ্ছেন। মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের অনেক কষ্ট হচ্ছে । মানুষ রাস্তার দু'পাশে বাতাসা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য ।আমাকে খাওয়ানোর জন্য গরমের মধ্যে তাঁদের ছাতা ধরার কেউ নেই । আমাকে তো তবুও কেউ ছাতা ধরছে । তাঁরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন । এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা আমার জন্য। কষ্টের মধ্যেও আনন্দটা আছে ।" মঙ্গলবার মগরা খেঁজুরিয়ার বিভিন্ন জায়গায় প্রচার করেন তৃণমূল প্রার্থী । বহু মানুষ ভিড় জমান তাঁকে দেখতে । হুডখোলা গাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার করেন রচনা । আগামী 27 এপ্রিল শনিবার পাণ্ডুয়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসছেন অভিনেতা দেব ।
আরও পড়ুন :