ETV Bharat / entertainment

'সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জরুরী...' অভিষেকের থেকে এটাই প্রত্যাশা ঐশ্বর্যর! - AISHWARYA RAI ABHISHEK BACHCHAN

ঐশ্বর্য রাই-অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন জোড়ালো হচ্ছে ৷ অভিনেত্রীর জন্মদিনে বচ্চন পরিবারের তরফে দেখা যায়নি কোনও শুভেচ্ছা বার্তা ৷ তাতেই জল্পনার আগুনে ঘি পড়েছে ৷

Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan
ঐশ্বর্য রাই-অভিষেক বচ্চন (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 7:58 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: বিয়ের পর অনেক মেয়ের মতোই ঐশ্বর্য রাই বচ্চনকে করতে হয়েছে স্যাক্রিফাইস ৷ চলতে হয়েছে অ্যাডজাস্ট করে ৷ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ভাইরাল অ্যাশের সাক্ষাৎকার ৷

যেখানে তিনি জানিয়েছেন স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একাধিক বিষয়ে মনোমালিন্য ছিল তাঁর ৷ অনেক বিষয়ে ছিল মতামতের অমিল ৷ তাঁকে অভিষেকের সঙ্গে বিভিন্ন সময় অ্যাডজাস্ট করে চলতে হয় ৷ বিশ্বসুন্দরীর এই মন্তব্য নতুন করে বিচ্ছেদ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ৷ অভিষেকের পাশাপাশি বচ্চন পরিবারের কাউকে ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা দিতে দেখা যায়নি ৷ সোশাল মিডিয়ায় যাঁরা এত সক্রিয় তাঁদের কেউ এমনকী, অমিতাভ বচ্চনকেও অ্যাশকে জন্মদিনের উইশ করতে দেখা যায়নি ৷ আর সেটাই উস্কে দিয়েছে বিচ্ছেদ জল্পনা ৷

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাশ মুখ খুলেছেন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কমিউনিকেশন কতটা জরুরী ৷ তিনি বলেন, "এখানে প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে ৷ রয়েছে গিভ অ্যান্ড টেক ৷ রয়েছে মতের মিল-অমিলের বিষয়ও ৷ কিন্তু এই সবকিছুর মধ্যে সম্পর্ক ধরে রাখতে গেলে যোগাযোগ বা কমিউনিকেশন বা কথা বলা জরুরী ৷ আর এটা আমি সবসময় বিশ্বাস করি ৷"

অভিনেত্রী আরও বলেন, "অভিষেকও সেই বিষয়টা সুন্দরভাবে মেনে চলে ৷ একটা সম্পর্কে কমিউনিকেশন ভীষণ জরুরী ৷ সব কি বন্ধুত্ব দিয়ে শুরু হয় না? বন্ধুত্ব মানে কি? আমি তাঁদের মধ্যে পড়ি না যাঁরা সমস্যা নিয়ে কথা না বলে তা দমিয়ে রাখে ৷ যদি কোনও বিষয় থাকে তাহলে সেটা নিয়ে কথা বলতে হবে ৷ আজ নাহলে কাল কথা বলতে হবে ৷ আপনি যদি দিনের দিনেই সমস্যা মিটে যায়, তাহলে গ্রেট ৷ কিন্তু এটা কোনও ধরা বাঁধা নিয়মের মধ্যে খাপ খায় না ৷"

তিনি আরও বলেন, "তোমাকে ওপেন-মাইন্ডেড হতে হবে ৷ আপনি কীভাবে আপনার সময় পার্টনারের সঙ্গে ভাগ করেন সেইদিকে নজর দিতে হবে ৷ আর এর অর্থ হল সঙ্গীর প্রতি আপনার সম্মান থাকা এবং সংবেদনশীল হওয়া ৷" প্রসঙ্গত, পয়লা নভেম্বর অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চনের তরফে কোনও রকম শুভেচ্ছাবার্তা নজরে আসেনি ৷ অথচ একসময় বিগ বি অ্যাশের জন্মদিনে এক্সহ্যান্ডেলে (টুইটার) ম্যাসেজ করতেন ৷ রেডিটে সেই ম্যাসেজও অনুরাগীরা ভাইরাল করেছেন ৷

Aishwarya Rai old Bday Post of BIG b
বিগবির পুরনো পোস্ট (সোশাল মিডিয়া)

2010 সালে অমিতাভ এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "টি172- ফার্স্ট থিং ফার্স্ট ৷ ধন্যবাদ সকলকে ঐশ্বর্যর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ৷ সেই সকলকে ধন্যবাদ জানিয়েছে ৷" আর একটি পোস্টে লেখা হয়, "তাজে পরিবারের সঙ্গে ডিনার ৷ ঐশ্বর্যর জন্মদিন উদযাপন ৷ আজকের দিনটা ভালো কাটল ৷" বচ্চন পরিবার মুখে কুলুপ এঁটেছে তা নিয়ে মাথা না ঘামালেও অভিষেকের 'চুপ্পি' হতবাক করেছে নেটিজেনদের ৷

17 বছরের দাম্পত্য জীবন, আরাধ্যার বাবা-মা তাঁরা ৷ কিন্তু কোথাও যেন সেই কমিউনিকেশন গ্যাপ ধরা পড়েছে ৷ আর যা সকলের নজরে আসে আম্বানি পরিবারের বিয়েতে অ্যাশ-অভিষেকের আলাদা আলাদা এন্ট্রি দেখে ৷ 2000 সালে ঢাই অক্ষর প্রেম কে ছবির হাত ধরে বন্ধুত্বের শুরু অভিষেক-ঐশ্বর্যর ৷ তারপর 2003 সালে তাঁদের দেখা যায় কুছ না কহো ছবিতে ৷ সম্পর্কের গভীরতা বাড়ে 2005-2006 সালের মধ্যে উমরাওজান ছবির শুটিং চলাকালীন ৷ এরপর 2007 সালের 20 এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ 2011 সালে তাঁদের কোলে আসে মেয়ে আরাধ্যা ৷

একদিকে যখন ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন বাড়ছে তখন দশভী অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেক সম্পর্ক নিয়ে কানাঘুষো হচ্ছে ৷ একাধিক জায়গায় নিমরত অভিষেকের কাজের প্রশংসা করেছেন ৷ সামনে এসেছে অভিষেককে নিয়ে নিমরতের ব্যক্তিগত অভিমতও ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌরের প্রেমের গুঞ্জন ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: বিয়ের পর অনেক মেয়ের মতোই ঐশ্বর্য রাই বচ্চনকে করতে হয়েছে স্যাক্রিফাইস ৷ চলতে হয়েছে অ্যাডজাস্ট করে ৷ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ভাইরাল অ্যাশের সাক্ষাৎকার ৷

যেখানে তিনি জানিয়েছেন স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একাধিক বিষয়ে মনোমালিন্য ছিল তাঁর ৷ অনেক বিষয়ে ছিল মতামতের অমিল ৷ তাঁকে অভিষেকের সঙ্গে বিভিন্ন সময় অ্যাডজাস্ট করে চলতে হয় ৷ বিশ্বসুন্দরীর এই মন্তব্য নতুন করে বিচ্ছেদ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ৷ অভিষেকের পাশাপাশি বচ্চন পরিবারের কাউকে ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা দিতে দেখা যায়নি ৷ সোশাল মিডিয়ায় যাঁরা এত সক্রিয় তাঁদের কেউ এমনকী, অমিতাভ বচ্চনকেও অ্যাশকে জন্মদিনের উইশ করতে দেখা যায়নি ৷ আর সেটাই উস্কে দিয়েছে বিচ্ছেদ জল্পনা ৷

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাশ মুখ খুলেছেন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কমিউনিকেশন কতটা জরুরী ৷ তিনি বলেন, "এখানে প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে ৷ রয়েছে গিভ অ্যান্ড টেক ৷ রয়েছে মতের মিল-অমিলের বিষয়ও ৷ কিন্তু এই সবকিছুর মধ্যে সম্পর্ক ধরে রাখতে গেলে যোগাযোগ বা কমিউনিকেশন বা কথা বলা জরুরী ৷ আর এটা আমি সবসময় বিশ্বাস করি ৷"

অভিনেত্রী আরও বলেন, "অভিষেকও সেই বিষয়টা সুন্দরভাবে মেনে চলে ৷ একটা সম্পর্কে কমিউনিকেশন ভীষণ জরুরী ৷ সব কি বন্ধুত্ব দিয়ে শুরু হয় না? বন্ধুত্ব মানে কি? আমি তাঁদের মধ্যে পড়ি না যাঁরা সমস্যা নিয়ে কথা না বলে তা দমিয়ে রাখে ৷ যদি কোনও বিষয় থাকে তাহলে সেটা নিয়ে কথা বলতে হবে ৷ আজ নাহলে কাল কথা বলতে হবে ৷ আপনি যদি দিনের দিনেই সমস্যা মিটে যায়, তাহলে গ্রেট ৷ কিন্তু এটা কোনও ধরা বাঁধা নিয়মের মধ্যে খাপ খায় না ৷"

তিনি আরও বলেন, "তোমাকে ওপেন-মাইন্ডেড হতে হবে ৷ আপনি কীভাবে আপনার সময় পার্টনারের সঙ্গে ভাগ করেন সেইদিকে নজর দিতে হবে ৷ আর এর অর্থ হল সঙ্গীর প্রতি আপনার সম্মান থাকা এবং সংবেদনশীল হওয়া ৷" প্রসঙ্গত, পয়লা নভেম্বর অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চনের তরফে কোনও রকম শুভেচ্ছাবার্তা নজরে আসেনি ৷ অথচ একসময় বিগ বি অ্যাশের জন্মদিনে এক্সহ্যান্ডেলে (টুইটার) ম্যাসেজ করতেন ৷ রেডিটে সেই ম্যাসেজও অনুরাগীরা ভাইরাল করেছেন ৷

Aishwarya Rai old Bday Post of BIG b
বিগবির পুরনো পোস্ট (সোশাল মিডিয়া)

2010 সালে অমিতাভ এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "টি172- ফার্স্ট থিং ফার্স্ট ৷ ধন্যবাদ সকলকে ঐশ্বর্যর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ৷ সেই সকলকে ধন্যবাদ জানিয়েছে ৷" আর একটি পোস্টে লেখা হয়, "তাজে পরিবারের সঙ্গে ডিনার ৷ ঐশ্বর্যর জন্মদিন উদযাপন ৷ আজকের দিনটা ভালো কাটল ৷" বচ্চন পরিবার মুখে কুলুপ এঁটেছে তা নিয়ে মাথা না ঘামালেও অভিষেকের 'চুপ্পি' হতবাক করেছে নেটিজেনদের ৷

17 বছরের দাম্পত্য জীবন, আরাধ্যার বাবা-মা তাঁরা ৷ কিন্তু কোথাও যেন সেই কমিউনিকেশন গ্যাপ ধরা পড়েছে ৷ আর যা সকলের নজরে আসে আম্বানি পরিবারের বিয়েতে অ্যাশ-অভিষেকের আলাদা আলাদা এন্ট্রি দেখে ৷ 2000 সালে ঢাই অক্ষর প্রেম কে ছবির হাত ধরে বন্ধুত্বের শুরু অভিষেক-ঐশ্বর্যর ৷ তারপর 2003 সালে তাঁদের দেখা যায় কুছ না কহো ছবিতে ৷ সম্পর্কের গভীরতা বাড়ে 2005-2006 সালের মধ্যে উমরাওজান ছবির শুটিং চলাকালীন ৷ এরপর 2007 সালের 20 এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ 2011 সালে তাঁদের কোলে আসে মেয়ে আরাধ্যা ৷

একদিকে যখন ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন বাড়ছে তখন দশভী অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেক সম্পর্ক নিয়ে কানাঘুষো হচ্ছে ৷ একাধিক জায়গায় নিমরত অভিষেকের কাজের প্রশংসা করেছেন ৷ সামনে এসেছে অভিষেককে নিয়ে নিমরতের ব্যক্তিগত অভিমতও ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কৌরের প্রেমের গুঞ্জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.