ETV Bharat / state

নারকেলডাঙার ঘটনাস্থলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী মেয়র, সামনেই মারপিট দু'পক্ষের - MAYOR VISITS NARKELDANGA

মেয়র ফিরহাদ হাকিমের সামনে কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর অভিযোগ, শচীন সিং টাকা নিয়ে বেআইনিভাবে অনেককে নারকেলডাঙায় বসবাসের সুযোগ করে দিয়েছেন ৷

TMC factionalism in Narkeldanga
অগ্নিকাণ্ডের ঘটনায় নারকেলডাঙায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 3:21 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনা পরির্দশনে এসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থাকলেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সামনেই দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারপিট, বচসা, স্লোগান ও পালটা স্লোগানে উত্তপ্ত হল গোটা এলাকা । কাউন্সিলর শচীন সিং ও বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সোমা দাসের মধ্যে ঝামেলা বাঁধে ৷ কোনওমতে পুলিশের চেষ্টায় মেয়র সেই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে বেরিয়ে যান ।

তবে এদিনের ঘটনায় তৃণমূলের দুই পক্ষের মধ্যেই এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে । দুই গোষ্ঠীর লোকজনই সেখানে হাজির আছেন । বিরোধী সোমা দাসের গোষ্ঠীর অভিযোগ, কাউন্সিলর শচীন সিং টাকা নিয়ে বেআইনিভাবে অনেককে নারকেলডাঙায় বসবাসের সুযোগ করে দিয়েছেন ৷ এমনকি এও অভিযোগ, বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে পার্কিংয়ে টাকা তোলায় যুক্ত ওই তৃণমূল কাউন্সিলর । পালটা কাউন্সিলর গোষ্ঠীর অভিযোগ, বিরোধী গোষ্ঠী যা বলছে সেটা ভুল ৷ এরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ৷ দলের নাম বদনাম করছে ৷

মেয়রের সামনেই মারপিট তৃণমূলের দু'পক্ষের (ইটিভি ভারত)

নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে ৷ একাধিক গুদাম-সহ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । রবিবার সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফিরহাদ হাকিম । তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে তৃণমূলের দুই গোষ্ঠীর বিক্ষোভের সাক্ষী থাকলেন তিনি ৷ যদিও তৃণমূলের এই বিক্ষোভের মাঝেই মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ক্ষতিগ্রস্তরা কোনওমতে কথা বলেন । মেয়র তাঁদের আশ্বাস দেন, আইন মেনে যতটুকু ক্ষতিপূরণ দেওয়া সম্ভব সেই ব্যবস্থা তিনি করবেন । গরিব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷

ফিরহাদ হাকিম বলেন, "গরিব মানুষের সঙ্গে আমরা আছি । তাঁদের সরকারিভাবে যা যা সাহায্য দেওয়ার আমরা করব । আগে জায়গাটা পরিষ্কার হোক । ফরেনসিক পরীক্ষা করে যাক । তারপর সর্বস্ব হারিয়েছেন যাঁরা তাঁদের পাশে থাকব ।" কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যেই বিরোধী গোষ্ঠীর লোকজন অভিযোগ করেন যে, টাকা নিয়ে অনেককে এখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে তিনি। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "এইসব পলিটিক্সে আমি পড়ব না । যা হবে আইনত ও সরকারি নিয়ম মেনে হবে । এটা সেচ দফতরের জমি, তারা যদি আমাদের দেয়, তাহলে বাংলার বাড়ি করে দেওয়ার মতো পরিকল্পনা নেওয়া হবে ।"

narkeldanga fire
নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল (নিজস্ব ছবি)

কাউন্সিলর বিরোধী গোষ্ঠী 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মহিলা সভাপতি সোমা দাসের অভিযোগ, "36 নম্বর ওয়ার্ড জুড়ে চলছে দুর্নীতি ও তোলাবাজি । কে টিকিট দিয়েছে জানি না, আমাদের তৃণমূল দলকে বদনাম করে দিচ্ছে এখানকার কাউন্সিলর । আমরা মহিলারা নিরাপদ নই ৷ আমরা ভয়ে ভয়ে চলি ।" তাঁর আরও দাবি, তাঁকে এই ওয়ার্ডের মহিলা সভাপতির কাগজ দেওয়া হয়েছিল । তবে তিনি বাড়ির বোন হয়েই থাকতে চান, ওয়ার্ড সভাপতি হিসেবে নয় । মেয়েদের সুরক্ষা চাই তাঁর ।

narkeldanga fire
নারকেলডাঙায় আগুনে ভস্মীভূত গাড়ি (নিজস্ব ছবি)

অন্যদিকে তৃণমূল কর্মী রাজু খানের দাবি, "জুয়ার ঠেকে ভর্তি হয়ে গিয়েছে এলাকা । চলছে মদের ফোয়ারা, গাজার ব্যবসা । সবটাই করাচ্ছেন কাউন্সিলর ।"

TMC factionalism in Narkeldanga
নারকেলডাঙা অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)
TMC factionalism in Narkeldanga
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা মেয়রের (নিজস্ব ছবি)

কলকাতা, 9 ফেব্রুয়ারি: নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনা পরির্দশনে এসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী থাকলেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর সামনেই দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারপিট, বচসা, স্লোগান ও পালটা স্লোগানে উত্তপ্ত হল গোটা এলাকা । কাউন্সিলর শচীন সিং ও বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সোমা দাসের মধ্যে ঝামেলা বাঁধে ৷ কোনওমতে পুলিশের চেষ্টায় মেয়র সেই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে বেরিয়ে যান ।

তবে এদিনের ঘটনায় তৃণমূলের দুই পক্ষের মধ্যেই এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে । দুই গোষ্ঠীর লোকজনই সেখানে হাজির আছেন । বিরোধী সোমা দাসের গোষ্ঠীর অভিযোগ, কাউন্সিলর শচীন সিং টাকা নিয়ে বেআইনিভাবে অনেককে নারকেলডাঙায় বসবাসের সুযোগ করে দিয়েছেন ৷ এমনকি এও অভিযোগ, বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে পার্কিংয়ে টাকা তোলায় যুক্ত ওই তৃণমূল কাউন্সিলর । পালটা কাউন্সিলর গোষ্ঠীর অভিযোগ, বিরোধী গোষ্ঠী যা বলছে সেটা ভুল ৷ এরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ৷ দলের নাম বদনাম করছে ৷

মেয়রের সামনেই মারপিট তৃণমূলের দু'পক্ষের (ইটিভি ভারত)

নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে ৷ একাধিক গুদাম-সহ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । রবিবার সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফিরহাদ হাকিম । তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে তৃণমূলের দুই গোষ্ঠীর বিক্ষোভের সাক্ষী থাকলেন তিনি ৷ যদিও তৃণমূলের এই বিক্ষোভের মাঝেই মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ক্ষতিগ্রস্তরা কোনওমতে কথা বলেন । মেয়র তাঁদের আশ্বাস দেন, আইন মেনে যতটুকু ক্ষতিপূরণ দেওয়া সম্ভব সেই ব্যবস্থা তিনি করবেন । গরিব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷

ফিরহাদ হাকিম বলেন, "গরিব মানুষের সঙ্গে আমরা আছি । তাঁদের সরকারিভাবে যা যা সাহায্য দেওয়ার আমরা করব । আগে জায়গাটা পরিষ্কার হোক । ফরেনসিক পরীক্ষা করে যাক । তারপর সর্বস্ব হারিয়েছেন যাঁরা তাঁদের পাশে থাকব ।" কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যেই বিরোধী গোষ্ঠীর লোকজন অভিযোগ করেন যে, টাকা নিয়ে অনেককে এখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে তিনি। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "এইসব পলিটিক্সে আমি পড়ব না । যা হবে আইনত ও সরকারি নিয়ম মেনে হবে । এটা সেচ দফতরের জমি, তারা যদি আমাদের দেয়, তাহলে বাংলার বাড়ি করে দেওয়ার মতো পরিকল্পনা নেওয়া হবে ।"

narkeldanga fire
নারকেলডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল (নিজস্ব ছবি)

কাউন্সিলর বিরোধী গোষ্ঠী 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মহিলা সভাপতি সোমা দাসের অভিযোগ, "36 নম্বর ওয়ার্ড জুড়ে চলছে দুর্নীতি ও তোলাবাজি । কে টিকিট দিয়েছে জানি না, আমাদের তৃণমূল দলকে বদনাম করে দিচ্ছে এখানকার কাউন্সিলর । আমরা মহিলারা নিরাপদ নই ৷ আমরা ভয়ে ভয়ে চলি ।" তাঁর আরও দাবি, তাঁকে এই ওয়ার্ডের মহিলা সভাপতির কাগজ দেওয়া হয়েছিল । তবে তিনি বাড়ির বোন হয়েই থাকতে চান, ওয়ার্ড সভাপতি হিসেবে নয় । মেয়েদের সুরক্ষা চাই তাঁর ।

narkeldanga fire
নারকেলডাঙায় আগুনে ভস্মীভূত গাড়ি (নিজস্ব ছবি)

অন্যদিকে তৃণমূল কর্মী রাজু খানের দাবি, "জুয়ার ঠেকে ভর্তি হয়ে গিয়েছে এলাকা । চলছে মদের ফোয়ারা, গাজার ব্যবসা । সবটাই করাচ্ছেন কাউন্সিলর ।"

TMC factionalism in Narkeldanga
নারকেলডাঙা অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)
TMC factionalism in Narkeldanga
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা মেয়রের (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.