কটক, 9 ফেব্রুয়ারি: টি-20 সিরিজে তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়ে ওডিআই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা ৷ তবে নাগপুরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বেঞ্চেই বসতে হয়েছিল তাঁকে ৷ কিন্তু কটকে প্রতীক্ষার অবসান হল বরুণ চক্রবর্তীর ৷ 18টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার পর রবিবার জাতীয় দলের জার্সিতে ওডিআই অভিষেক হল বরুণের ৷ আর অভিষেকেই নজির গড়লেন তিনি ৷ গত 50 বছরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ভারতের জার্সিতে ওডিআই আত্মপ্রকাশ হল মিস্ট্রি স্পিনারের ৷
33 বছর 108 দিনে 'মেন ইন বলু'র হয়ে ওডিআই ক্রিকেটে আত্মপ্রকাশ হল বরুণের ৷ গত 50 বছরে ওডিআই ক্রিকেটের ইতিহাসে ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার বরুণই ৷ তবে দেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ওডিআই আত্মপ্রকাশের নিরিখে সামগ্রিকভাবে তালিকার দ্বিতীয়স্থানে বরুণ ৷ 1974 সালে ভারতের প্রথম ওডিআই ম্যাচে 36 বছর 138 বয়সে খেলেছিলেন ফারুখ ইঞ্জিনিয়র ৷ সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ওডিআই খেলার নজির তাই প্রাক্তন উইকেটরক্ষকের ঝুলিতেই ৷
1974 সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে 33 বছর বয়সে প্রথম ওডিআই ম্য়াচ খেলেছিলেন অজিত ওয়াদেকরও ৷ ভারতের সবচেয়ে বয়স্ক হিসেবে ওডিআই আত্মপ্রকাশের তালিকায় তৃতীয়স্থানে চলে এলেন তিনি ৷ 33 বছর 108 দিনে ওডিআই ক্রিকেটে আত্মপ্রকাশ হয়েছিল তাঁর ৷ এদিন ওয়াদেকরকে টপকেই দু'নম্বরে চলে আসেন বরুণ ৷ বারাবাটি স্টেডিয়ামে এদিন ফিঙ্গার স্পিনারের হাতে ওডিআই ক্যাপ তুলে দেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ প্রথম ম্য়াচের একাদশে এদিন জোড়া পরিবর্তন এসেছে ভারতীয় দলে ৷ যশস্বী জয়সওয়াল এবং কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে এসেছেন বিরাট কোহলি এবং বরুণ চক্রবর্তী ৷
Ravindra Jadeja 🤝 Varun Chakaravarthy
— BCCI (@BCCI) February 9, 2025
A memorable cap 🧢 moment not long before the duo combine to provide the opening wicket! 😎
Follow The Match ▶️ https://t.co/NReW1eEQtF#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/FOsoUHBAfU
এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে স্বল্প সুযোগে বরুণ চক্রবর্তী জাত চেনাতে পারেন কি না ৷ নির্বাচকদের আশ্বস্ত করতে পারলে শেষমুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাইটদের স্পিনারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷ প্রথম ম্য়াচের একাদশে তিনটি পরিবর্তন করেছে 'থ্রি লায়ন্স'ও ৷ চোট পেয়ে ছিটকে যাওয়া জ্যাকব বেথেলের পরিবর্তে একাদশে এসেছেন জেমি ওভার্টন ৷ পাশাপাশি ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চারের পরিবর্তে কটকে ইংরেজ একাদশে জায়গা পেয়েছেন গাস অ্যাটকিনসন এবং মার্ক উড ৷
ওডিআই'তে অভিষেককারী ভারতের বয়স্ক প্রথম পাঁচ:
- ফারুখ ইঞ্জিনিয়র- 36 বছর 138 দিন
- বরুণ চক্রবর্তী- 33 বছর 164 দিন
- অজিত ওয়াদেকর- 33 বছর 108 দিন
- দিলীপ দোশি- 32 বছর 350 দিন
- সৈয়দ আবিদ আলি- 32 বছর 307 দিন