কলকাতা, 7 নভেম্বর: আক্রমণকে হাতিয়ার করেই মহমেডানের বিরুদ্ধে পয়েন্টের খোঁজ ইস্টবেঙ্গলে। অস্কার ব্রুজোঁ পয়েন্টের জন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার পথেও হাঁটছেন সম্ভবত ৷ লক্ষ্মীবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউণ্ডে মিনি ডার্বির ড্রেস রিহার্সালে ইস্টবেঙ্গল। হেক্টর ইউস্তেকে চোটের কারণে যে পাওয়া যাবে না, সেটা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি হিজাজি মাহেরকেও কি একাদশের বাইরে রেখে পয়েন্টের খোঁজে নামতে চলেছেন লাল-হলুদের হেডস্যর ? এদিনের প্র্যাকটিসে তারই ইঙ্গিত। কারণ, রক্ষণে আনোয়ার আলির সঙ্গে খেলতে দেখা গেল জিকসন সিংকে।
রক্ষণভাগের এই নতুন কম্বিনেশন কি আক্রমণের ঝড় তুলতে? সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কারণ, কোচ অস্কার কী ভাবছেন তা একমাত্র সময়ই বলতে পারে। বৃহস্পতিবার প্র্যাকটিসে ফুটবলারদের উদ্বুদ্ধ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ছয় ম্যাচে পয়েন্টের ভাঁড়ার শূন্য। দল পয়েন্ট টেবিলের তলানিতে। এএফসি চ্যালেঞ্জ লিগের সাফল্য সমালোচনার ঝড়ে লাগাম পরিয়েছে মাত্র। শনিবার পয়েন্টের খাতা না-খুললে সমর্থকরাই ফের সমালোচনার ঝড় তুলবেন। তা হাড়ে-হাড়ে জানেন শীর্ষকর্তা।
Can't wait to take on Mohammedan! 💪#JoyEastBengal #ISL #EBFCMSC pic.twitter.com/rhbz1XnJ0V
— East Bengal FC (@eastbengal_fc) November 7, 2024
তাই কোচের সঙ্গে বারবার আলোচনা, ফুটবলারদের উৎসাহিত করা সবকিছুতেই লাল-হলুদ শীর্ষকর্তা যেন বাড়তি উদ্যোগী। ফুটবলাররাও দলের কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে মরিয়া। সকলেই মানছেন এএফসি চ্যালেঞ্জ লিগের সাফল্য দলের সাজঘরে ইতিবাচক প্রভাব ফেলেছে। একইসঙ্গে তার সদ্ব্যবহার করতেও পরিশ্রমে ত্রুটি রাখছেন না তাঁরা ৷
অন্যদিকে মহমেডান স্পোর্টিংয়েও ঘুরে দাঁড়ানোর লড়াই। টানা চার হারে আন্দ্রে চের্নিশভের ছেলেরাও ব্যাকফুটে। দলের মানসিকতায় বদল নিয়ে আসতে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পেপটক দিতে আসছেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিল। সেকথা আগেই জানানো হয়েছিল ইটিভি ভারতে ৷ বৃহস্পতিবার অনুশীলনে কোচ চের্নিশভ সেটপিসে জোর দিলেন। সাদা-কালো শিবিরেও পরিবর্তনের হাওয়া। পদম ছেত্রীর বদলে গোলরক্ষার ভার ভাস্কর রায়ের হাতে উঠতে পারে। সাদা-কালো রক্ষণের স্তম্ভ গৌরব বোরা অবশ্য জানান, শুধু ইস্টবেঙ্গল ম্যাচ নয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। তাঁরা সেভাবেই তৈরি হচ্ছেন।