কলকাতা, 7 নভেম্বর: এবার রাতের শহরে নাকা তল্লাশি থেকে শুরু করে বিশেষ অভিযানের ক্ষেত্রে থাকবেন মহিলা পুলিশকর্মীরাও । জানা গিয়েছে, কালীপুজোর রাতে শহরের আনাচে কানাচে প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করতে গিয়ে প্রহৃত হতে হয় প্রতিবাদীদের । ঘটনাস্থলে পুলিশ কর্মীরা গেলে তাঁদেরও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে ৷
এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতের শহরে একাধিক জায়গায় নাকা তল্লাশি থেকে শুরু করে মদের আসরে আচমকা হানা দেওয়ার প্রবণতা বাড়াতে চলেছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা প্রত্যেক থানার ওসি ও ডিভিশানাল ডিসিদের নির্দেশ দিয়েছেন যে নিজ নিজ এলাকায় রাতের দিকে টহলদারি বাড়াতে হবে । সঙ্গে রাখতে হবে মহিলা পুলিশকর্মীদের ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আগে মহিলা পুলিশ কর্মীরা থাকতেন লালবাজারে । কিন্তু রাতের দিকে টহলের সময় শুধু পুরুষ পুলিশকর্মীরা থাকলে সেখানে অনেক সময় মহিলারা তাঁদের গায়ে হাত দিলেও, তাঁরা কিছু করতে পারেন না । এছাড়াও খুব সহজেই পুলিশ কর্মীদের আইনতভাবে ফাঁসানো সম্ভব হয় । যদি এক্ষেত্রে মহিলা পুলিশরা ঘটনাস্থলে থাকেন, সেক্ষেত্রে পুরুষ পুলিশকর্মীদের কাজ করতে অনেকটাই সুবিধা হতে পারে ।"
অতীতে এর আগে এমন ঘটনা ঘটেছে শহরে ৷ পুলিশকর্মীরা কর্তব্যরত থাকা অবস্থায় বা অন্য কোনও বড়সড় আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে প্রতিবাদী মহিলাদের ঘেরাওয়ের মুখে পড়েছেন । এর ফলে অনেক সময় আইনি ঝামেলায় পড়তে হয় পুরুষ পুলিশকর্মীদের । ঘটনাস্থলে যদি মহিলা পুলিশকর্মীরা আগে থেকেই থাকেন, সেক্ষেত্রে পুরুষ পুলিশকর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে বলে মনে করছে লালবাজার ।