ঘাটাল, 22 মার্চ: নজির ভেঙে ব্রিগেড থেকেই লোকসভার প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল ৷ প্রার্থীদের পরিচয় দিয়ে, ব়্যাম্পে হাটিয়ে যেভাবে লোকসভা ভোটের ঢাকে কাঠি দিল রাজ্যের শাসকদল, তা অতীতে দেখেনি বাংলা ৷ প্রথম দফার প্রার্থী তালিকাতেই ঘাটালে হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) নাম ঘোষণা করেছিল বিজেপি ৷ তৃণমূলের টিকিটে যে ফের দেবই দাঁড়াচ্ছেন, তা স্পষ্টই ছিল ৷ তৃণমূলের আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ে মুখোমুখি বড়পর্দার দুই প্রাক্তন সতীর্থ ৷
হিরণের কথায়, 30 শতাংশ কাটমানি নেওয়া সাংসদ, গরু চোর দেব মানুষকে ধোঁকা দিয়েছেন । জনগণের কাছে আসেননি, দেখাও করেননি ৷ কেউ চান না সন্দশেখালির মা-বোনেদের মতো ঘাটালের মানুষরা নির্যাতিত হোন ৷ 2019 সালে তৃণমূল সন্ত্রাস করেছিল ৷ এবার যদি সৎ সাহস থাকে তাহলে মোদিজির ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন চ্যালেঞ্জ করুন, বাকি আমরা বুঝে নেব ৷"
প্রতিপক্ষ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে চ্য়ালেঞ্জ ও নানা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ শুধু মৌখিক অভিযোগই নয়, স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্টের কপিও দেখাচ্ছেন পদ্মের প্রার্থী ৷ অন্যদিকে, তুলনায় খানিক শান্তই রয়েছেন দেব ৷ ভোটের ময়দানে পরিচিত ‘বাগযুদ্ধ’ নয়, প্রতিপক্ষকে কার্যত ধর্তব্যের মধ্যেই আনছেন না তৃণমূলের পোস্টার বয় ৷